এবার আমরা সবাই পাবো ইন্ডিয়ান ভীসার ই-টোকেন, পর্ব-3

কিভাবে আইম্যাক্রস দিয়ে ডেট কনফর্ম করা যায় ?

ইন্ডিয়ান  ভীসার ই-টোকেন পাওয় এখন অত্যন্ত  দূর্লভ একটি বিষয়। ইন্ডিয়ান ভিসার সাইটটি , ভারতীয় হায়কমিশন এবং  বাংলাদেশের  অসৎ অর্থ পিচাশ দ্বারা ১০০% ক্রপটেড । বর্তমান ভারতীয় হায়কমিশনের হিসাব মতে প্রতিদিন ৫/৬ হাজার টোকেন ছাড়া হয়। এত চটাকেন যায় কোথায়? সবই যায় একটি নিদিষ্ট ওয়েতে  আর আমরা যারা বাসাতে বা লোকাল কোন দোকানে চেষ্টা করছি, এই র্দূনীতির বাউন্ডারী পেরিয়ে নিতান্ত অসম্ভব হয়ে পড়েছে তা পাওয়া। দুই দেশের সরকার চাইলে এটি এক মুহুর্তে সমাধোন করা সম্ভব কিন্তু এক অজানা কারণে দুই সরকার এই স্ক্যাম কে লালন করছে।

শত বাধার মাঝে ও কিছু কৌশল অবলম্বন করে এ টোকেন পাওয়া সম্ভব ।

আমি ধারাবাহিক ভাবে চেষ্টা করব সমস্ত বিয়টি খোলসা করার।

আজকের পর্ব :

কিভা আইম্যাক্রস দিয়ে ডেট কনফর্ম করা যায়? ।

আগামী পর্বে

# কিভাবে যে কোন script Browser এ অটোমেটিক রান করে ডেট কনর্ফম করা যায়।

# কিভাবে ইমেজ/ক্যাপচা অটোফিল/বাইপাস  করা যায়।

আশা করি ভিডিও টি ফলো করলে ১০০% না হলে অন্তত ৭০-৮০ ভাগ নিশ্চয়তা আছে ই টোকেন পাওয়ার।

যে কোন ভূল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ফেসবুকে আমি।

ব্লগে আমি

ইউটিউবে আমি।

Level 0

আমি ফ্রি টিউটোরিয়াল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 108 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

You must Goal .

24 মার্চ আপনার পোস্ট এ ১২ টা কাজের প্রকার ছিল এর ভিতর ঝ) ইন্ডিয়ান ই
টোকেন এর কাজ করে কিভাবে প্রতি মাসে অন্তত 5000-15000 (পাঁচ- পনের)
হাজার টাকা আয় করা যায় ? আজকের যে বিষয় এ পোস্ট দিছেন এটার শেষ পর্বে
কি ওই প্রশ্নের টিউন করবেন? আপনার সব কাজের প্রকার এর টিউনের অপেক্ষায় আছি

    @শিবলী: ইন্ডিয়ান ই-টোকেন এর টিউন আমি আগে থেকে শুরু করেছি। অবশ্য এটা 24 মার্চ টিউনের অংশ বিশেষ। আর 24 মার্চ এর টিউনের ব্যাপারে আমি টিউনে লিখেছি যে ভিউয়ারস দের আগ্রহ বিবেচনা করে শুরু করব। তবে এখন ও পর্যন্ত তেমন কোন সারা পায়নি। কারণ এখন পর্যন্ত টিউনটি ভিউ হয়েছে 3325 বার এবং কমেন্ট পড়েছে 17 টি। সব কিছু বিবেচনায় করে আমার মনে হচ্ছে ভিজিটর এটার প্রোয়জন মনে করছে না।

      যারা কমেন্ট করছে শুধু তাদের ই দরকার।অন্যদের দরকার নাই।তাই কমপক্ষে কাজের প্রকার ক), খ) এবং ঙ) এইগুলার টিউন করেন টিটি অথবা ব্লগ এ প্লিজ

good