Indian e token tutorial Part-1. ইন্ডিয়ান ই-টোকেন টিউটোরিয়াল পার্ট-১

Indian e token tutorial Part-1. ইন্ডিয়ান ই-টোকেন টিউটোরিয়াল পার্ট-১

ইন্ডিয়ান  ভীসার ই-টোকেন পাওয় এখন অত্যন্ত  দূর্লভ একটি বিষয়। ইন্ডিয়ান ভিসার সাইটটি , ভারতীয় হায়কমিশন এবং  বাংলাদেশের  অসৎ অর্থ পিচাশ দ্বারা ১০০% ক্রপটেড । বর্তমান ভারতীয় হায়কমিশনের হিসাব মতে প্রতিদিন ৫/৬ হাজার টোকেন ছাড়া হয়। এত চটাকেন যায় কোথায়? সবই যায় একটি নিদিষ্ট ওয়েতে  আর আমরা যারা বাসাতে বা লোকাল কোন দোকানে চেষ্টা করছি, এই র্দূনীতির বাউন্ডারী পেরিয়ে নিতান্ত অসম্ভব হয়ে পড়েছে তা পাওয়া। দুই দেশের সরকার চাইলে এটি এক মুহুর্তে সমাধোন করা সম্ভব কিন্তু এক অজানা কারণে দুই সরকার এই স্ক্যাম কে লালন করছে।

শত বাধার মাঝে ও কিছু কৌশল অবলম্বন করে এ টোকেন পাওয়া সম্ভব ।

আমি ধারাবাহিক ভাবে চেষ্টা করব সমস্ত বিয়টি খোলসা করার।

আজকের পর্ব :

প্রারম্ভিক আলোচনা প্রয়েজনীয় এড অনস গুলো কি কি ইন্সটল এবং ব্যবহার।

আগামী পর্বে

# কিভাবে একটি টেম্প ফাইল থেকে এপয়েনমেন্ট ডেট কনর্ফম করা যায়।

# কিভাবে একটি ওয়েব  ফাইল থেকে এপয়েনমেন্ট ডেট কনর্ফম করা যায়।

আশা করি ভিডিও টি ফলো করলে ১০০% না হলে অন্তত ৭০-৮০ ভাগ নিশ্চয়তা আছে ই টোকেন পাওয়ার।

যে কোন ভূল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ফেসবুকে আমি।

ব্লগে আমি

ইউটিউবে আমি।

Level 0

আমি ফ্রি টিউটোরিয়াল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 108 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo hoise, thank you

    Level 0

    @ফ্রি টিউটোরিয়াল: vai salam, apnar tune ta onnnnek onnek important, ami nijeo onek problem e poreci eita nie…. thanx vai… continue korle amar moto oneek e kicu sikte parbee… onek ei topics search kore.. but hoito comments korte parena r ki…. apni continue korien vai… allah hafez..

ধন্যবাদ।অনেক ভালো লিখেছেন।আশা করি আরও লিখবেন!