এবার আমরা সবাই পাবো ইন্ডিয়ান ভীসার ই-টোকেন, পর্ব-২

আজকের বিষয়ঃ কিভাবে সারা জীবনের জন্য একটি  টেম্প ফাইল তৈরী করা যায় যার মেয়াদ কোন দিন শেষ হবেনা ।

ইন্ডিয়ান  ভীসার ই-টোকেন পাওয় এখন অত্যন্ত  দূর্লভ একটি বিষয়। ইন্ডিয়ান ভিসার সাইটটি , ভারতীয় হায়কমিশন এবং  বাংলাদেশের  অসৎ অর্থ পিচাশ দ্বারা ১০০% ক্রপটেড । বর্তমান ভারতীয় হায়কমিশনের হিসাব মতে প্রতিদিন ৫/৬ হাজার টোকেন ছাড়া হয়। এত চটাকেন যায় কোথায়? সবই যায় একটি নিদিষ্ট ওয়েতে  আর আমরা যারা বাসাতে বা লোকাল কোন দোকানে চেষ্টা করছি, এই র্দূনীতির বাউন্ডারী পেরিয়ে নিতান্ত অসম্ভব হয়ে পড়েছে তা পাওয়া। দুই দেশের সরকার চাইলে এটি এক মুহুর্তে সমাধোন করা সম্ভব কিন্তু এক অজানা কারণে দুই সরকার এই স্ক্যাম কে লালন করছে।

শত বাধার মাঝে ও কিছু কৌশল অবলম্বন করে এ টোকেন পাওয়া সম্ভব ।

আমি ধারাবাহিক ভাবে চেষ্টা করব সমস্ত বিয়টি খোলসা করার।

আজকের পর্ব :

কিভাবে সারা জীবনের জন্য একটি  টেম্প ফাইল তৈরী করা যায়।

আগামী পর্বে

# কিভাবে একটি টেম্প ফাইল থেকে এপয়েনমেন্ট ডেট কনর্ফম করা যায়।

# কিভাবে একটি ওয়েব  ফাইল থেকে এপয়েনমেন্ট ডেট কনর্ফম করা যায়।

আশা করি ভিডিও টি ফলো করলে ১০০% না হলে অন্তত ৭০-৮০ ভাগ নিশ্চয়তা আছে ই টোকেন পাওয়ার।

যে কোন ভূল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ফেসবুকে আমি।

ব্লগে আমি

ইউটিউবে আমি।

Level 0

আমি ফ্রি টিউটোরিয়াল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 108 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি ফ্রিনেট বলছি ।।।। আপনার টিউটোরিয়াল গুলো অনেক উন্নমানের । ধন্যবাদ চালিয়ে জান ।

Level 0

valo

কাজতো পাই না । কেউ দিতে চায় না

    @শাহিনশাহ মঈদ: কাজ করতে চাইলে আমাকে জানান, আমার নিজের চারটা কাজ আছে, বেশ কদিন থেকে নিজে নিজে চেষ্টা চালিয়ে যাচ্ছি, পারছিনা।

Level 0

অনেক সুন্দর টিউন ।
আমার imacros & console code গুলো প্রয়োজন
please send in my email [email protected]

good

সুন্দর টিউনের জন্য প্রথমে ধন্যবাদ জানাই… আপনাকে দুটো কথা লিখবো বলে লগ ইন করলাম। আপনার তৃতীয় পর্বটাও কি এক এবং দুই পর্বের মতো কপি-পেষ্ট হবে? পর্ব দুই না দিয়ে রিপোষ্ট লিখলেই আমরা ধোকার মধ্যে পড়তাম না। আর হ্যা, ৭০/৮০ ভাগে বিশ্বাসী নই, শত ভাগ কার্যকরী কোন পদ্ধতি থাকলে জানান, ৯৯ ভাগ কাজ হয়ে ১ ভাগ কারণে যদি ডেট পাওয়া মিস হয় তাহলে পুরো প্রক্রিয়াটাই তো বিফল… আর হ্যা, আবারো বলছি তৃতীয় পর্বটা যেন কপি-পেষ্ট না হয় না হলে টেকটিউনসে আপনি বিশ্বাসযোগ্যতা হারাবেন। ধন্যবাদ।

Level 0

অনেক সুন্দর টিউন ।
অনুগ্রহ করে গত টিউনের কোড ৪টি ইমেইলে পাঠালে খুব উপকৃত হবো।
আমার ইমেইল: [email protected]

এর আগেও কমেন্টে আমি জানিয়েছি। কিন্তু কোডগুলো পাইনি। জানিনা আপনার নজরে আসছে কিনা। তাছাড়া কমেন্টের কোন রিপ্লািই পাইনা।।।