ব্যাকআপ রাখুন আপনার ফেসবুক অ্যাকাউন্ট এখনই!

ফেসবুক ব্যবহার করলে অনেক সময়েই আমাদের খিচড়ে থাকা মেজাজ ভালো হয়ে যায়। কিন্তু কীভাবে? একটি গবেষণায় দেখা যাচ্ছে, আমাদের চেয়েও খারাপ পরিস্থিতিতে কোনো বন্ধু আছে  এটা দেখলে আমাদের মন ভালো হয়ে যায়! বেশিরভাগ মানুষ ফেসবুকে ইতিবাচক পোস্ট দেখে অনুপ্রাণিত হয় এটা ঠিক। কিন্তু কেউ আমাদের চেয়েও খারাপ অবস্থানে আছে, বেশ ঝামেলায় আছে_ এমনটা দেখলে আমাদের মেজাজ হয়ে যায় আগের চেয়ে ভালো। আর সেই প্রিয় ফেসবুক প্রফাইলটি যদি বন্ধ হয়ে যায় কিমবা ব্লক হয়ে যায় আজীবনের জন্য ক্যামন লাগবে ? অথবা
 
হুটহাট অনেকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। হারিয়ে যায় গুরুত্বপূর্ণ নথি, ছবি, পোস্ট ইত্যাদি। কিন্তু যদি ব্যাকআপ রাখা যায় তবে আর কোনো চিন্তা থাকে না।
জেনে নিন কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ব্যাকআপ যে ভাবে রাখবেন: 
প্রথমে আপনার ফেসবুক পেজের ওপরের ডানদিকে Account Setting-এ ক্লিক করুন। তারপর ক্লিক করুন Download a copy এই অপশনে। এরপর পাবেন Start my Archive. এখানে ক্লিক করলেই ফেসবুকের সব তথ্য সংগ্রহ করা শুরু করবে। Start my Archive এর একটু নিচের দিকে Expanded archive অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করলেই আপনার ফেসবুকের পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটি দিলেই ফেসবুক আপনার সব তথ্য মেল করে দেবে। আর সেখান থেকেই আপনি পেয়ে যাবেন দারকারি নথি ও তথ্য।
এভাবে মাঝে মধ্যে ব্যাকআপ রাখলে ফেসবুকের আর কোনোকিছুই হারিয়ে যাবে না।

আরও দেখুনঃ

Level New

আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধুর ভাই ঐ রকম কোনো জায়গাই নাই

Ei tuner er matha purai nosto.

আসলে ভাই, এটাতো শুধু তথ্যগুলো ডাউনলোড করে রাখা যাবে। কিন্তু এটাতে কোন লাভই নাই।….

Level 0

কারও যদি আই ডি নস্ট হয়, যেমন ধরুন photo verification, government ID verification etc চায় তবে আমি ঠিক করে দিব……
০১৯২৮৬৬৪০০৮