ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সবার জন্য কেন জরুরি

যদি আমরা এমন একটা পৃথিবী চাই যেখানে সবার থাকবে শিক্ষা এবং স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার , আর খুব সহযে এই অধিকার বাস্তবায়ন করা সম্ভব ইন্টারনেটের মাধ্যমে ।

শিশু থেকে বয়স্ক সবাই শিক্ষা গ্রহন করবে ইন্টারনেট থেকে , রোগীর প্রাথমিক চিকিৎসা থেকে উন্নত প্রেসক্রিপশন গ্রহন করবে সরাসরি ডাক্তার থেকে ইন্টারনেটের মাধ্যমে, কৃষক আবহাওয়া ও ফসলের জন্য প্রয়োজনীয় সেবা পাবে ইন্টারনেট থেকে , মানুষ আয় করবে ইন্টারনেটে ব্যায় করবে ইন্টারনেটে ।

সবার সাথে সবাই সংযুক্ত থাকবে প্রতিটি মুহূর্ত , একজন আরেকজনকে হেল্প করবে আর এভাবে উদ্ভাবন হবে নতুন প্রযুক্তি নতুন সম্বাবনা । এগিয়ে যাবে বাংলাদেশ, এগিয়ে যাবে গোটা বিশ্ব ।

তাই সবার জন্য প্রয়োজন আনলিমিটেড ইন্টারনেট । আর বাংলাদেশের প্রেক্ষিতে এটা সম্ভব ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের মাধ্যমে কারন এর চার্জ অনেক কম এবং যেহেতু মোবাইল কোম্পানিগুলোর চার্জ কমানোর ইচ্ছা বা ক্ষমতা কতৃপক্ষের নেই ।

broadband

এখন প্রতিটি সহর, প্রতিটি জেলা, প্রতিটি উপজেলা, প্রতিটি গ্রামের প্রতিটি বাড়িতে চাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ,আর সেই ব্রডব্যান্ড ইন্টারনেটকে প্রতিটি বাড়ি থেকে Wi-Fi এ রুপান্তর করতে হবে আর এতেই আমার সমগ্র বাংলাদেশ চলে আসবে ইন্টারনেটের আওতায় আর বাস্তবায়ন হবে শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য সকল সেবা পাওয়ার অধিকার ।

দেশের ইন্টারনেটকে আরও সহজ করতে আমাদের একক কিছু প্রচেষ্টা এখানে

আমাকে খুজে পেতে অথবা ফ্রীলেন্সিং হেল্প নিতে আমি সবসময় অনলাইন এখানে

Level 0

আমি রাফসান জানী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

amar elakai broadband ase kina janar upay ki, kono custmare care no? ami dhk er baire thaki

আপনার এলাকার BTCL বা টেলিফোন অফিসে খবর নিতে পারেন ।

Level 2

যে দেশে পেপাল এর ব্যবস্থা করার ক্ষমতা্ নেই আবার
এত কিছু !

    @kalamfaim: আজ নেই , হতে কতক্ষন ভাই । আমাদের নিজ নিজ জায়গা থেকে কাজ করে জেতে হবে কারন, দেশটা আমার , আমরাই বাংলাদেশ ।

@kalamfaim: কেন ভাই আপনি এইটা কোনো কথা বললেন? কমেন্ট করার একবার ভাববেন।

আপনার স্বপ্ন একদিন না একদিন পুরন হবে। কারন আমাদের সরকার বাংলাদেশ কে ডিজিটাল দেশ হিসাবে রুপান্ত্র কাজে হাত দিয়েছে । বর্তমান সময় অবরোধ ও হরতালের কারনে ডিজিটালিস কাজে একটু সমস্যাবলী দেখা দিয়াছে। দোআ করবেন যেন ২০৯৯ সালের আগে পুরা বাংলাদেশ কে ডিজিটালিস করা যায়।।
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।