আমাদের দেশেও বাড়ছে মিমি / রেজ কমিকের জনপ্রিয়তা

ইন্টারনেটের ব্যাপক বিস্তারের কারনে আমাদের কৌতুক রুচিতেও কিছুটা পরিবর্তন আসতে শুরু করেছে । আমরা এখন সনাতন কৌতুকের চেয়ে কমিক, মিমি বা রেজ কমিকের প্রতি বেশি আগ্রহি হয়ে উঠছি । আপনাদের সুবিধার্থে এই পোস্টে কয়েকটি মিমি, জোকস এর পেজ / সাইট এবং এর সামান্য বর্ননা তুলে ধরলাম ।

এটি বাংলাদেশের অন্যতম বড় বিনোদনমুলক ফেসবুক পেজ । এই পেজে চলমান ঘটনার উপর ভিত্তি করে কৌতুক করা হয় ।

Murad takla = মুরোদ থাকলে থেকে নামের সূত্রপাত। ভাষা বিকৃতির ব্যাপারে সচেতনতা বাড়ানো এবং কৌতুক করাই এই পেজের মূল উদ্দেশ্য ।

এটিও বাংলাদেশের অন্যতম বড় বিনোদনমুলক ফেসবুক পেজ । Moja losss? এর মতো এই পেজেও চলমান ঘটনার উপর ভিত্তি করে কৌতুক করা হয় ।

নানারকম মিমি, কমিক এবং রেজ মিমির জন্য এটিও বেশ জনপ্রিয় ।

একটি ট্রোলিং সাইট যেখানে বাংলা রেজ কমিককে প্রাধান্য দেয়া হয় ।

এই সাইটে এর ব্যাবহারকারিরা নানা রকম কমিক, মিমি এবং খবর প্রকাশ করে থাকেন ।

এটিও এর ব্যাবহারকারি দ্বারা পোস্ট করা মিমি, কমিক দ্বারা তৈরি ।

এই পেজ এবং সাইট গুলির জনপ্রিয়তা দেখেই ধারনা করা যায় আমাদের দেশের ইন্টারনেট ব্যাবহারকারিদের মধ্যে দিন দিন মিমি / রেজ কমিকের জনপ্রিয়তা বেড়ে চলছে । এবং এই বিষয়টিকে যদি কাজে লাগানো হয় তাহলে এটি হতে পারে একটি উন্নত বিনোদোন এবং ব্যাবসার মাধ্যম ।

ব্যাবসার কথা বলতে যেমন যারা এসকল সাইট বা পেজ ব্যাবহার বা নিয়মিত পাঠ করে তারা স্বভাবতই এতে কিছুটা আসক্ত, তাই যদি তাদের মধ্যে এই সকল মিমি বা কমিকের কোন পন্য যেমন টি-শার্ট, কফি মগ, মোবাইলের ব্যাক কাভার বা অন্য কোন কিছু কেনার প্রবনতা দেখা যায় । এবং এই মাধ্যমটিকে সঠিকভাবে পরিচালিত করতে পারলে হয়ত এটিও হতে পারে ব্যাবসার একটি ভাল পদ্ধতি ।

Level New

আমি আরমান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের ব্যাপার বলার মতো তেমন কিছুই নেই। আমি একজন অতি সাধারন মানুষ, সব সময়ই আল্লাহ যা দেন তাতেই খুশি..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, ব্যপক বিনোদোন পাইলাম। ধন্যবাদ

    @shofiqsohel48: ধন্যবাদ ভাই, আশা রাখছি আগামিতেও এরকম ভাল কিছু দিতে পারব ।