টেলিটক ফ্লাস মডেমে নিশ্চিত করুন সর্বোচ্চ স্পিড

সবাইকে সালাম ও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। বর্তমানে অন্যান্য অপারেটর এর তুলনায় সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ স্পীডে ইন্টারনেট সেবা দিচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান টেলিটক। টেলিটকের থ্রিজি মডেমটি বেশ জনপ্রিয়তা লাভ করে এর সেবার কারণে। কিন্তু গ্রামাঞ্চলে বা যেখানে টেলিটকের থ্রিজি সেবা দুর্বল সেখানেও আপনি মডেমটির সর্বোচ্চ স্পিড ব্যবহারের সুযোগ পেতে পারেন। এটি আসলে তেমন কঠিন কোন উপায় নয়, এটি মডেমেই দেয়া থাকে কিন্তু আমাদের অনেকেই এই বিষয়টি সম্পর্কে অবগত নই। চলুন তবে কথা না বাড়িয়ে দেখে নিই কিভাবে কাজটি করতে হবে।

১। প্রথমেই টেলিটকের মডেমের ড্যাশবোর্ড এর মেনুবার থেকে Tools থেকে setup এ ক্লিক করুন।

২। বাম দিকের মেনুবারের শেষ অপশন থেকে Network settings এ ক্লিক করুন।

৩। এবার এখানে Network selection এ automatic  সিলেক্ট করে Mode preference থেকে 3g only  সিলেক্ট করে এপ্লাই দিয়ে বের হয়ে আসুন।

এবার ইন্টারনেট ব্যবহারে আপনি আপনার এলাকার থ্রিজি সেবার মান অনুযায়ী সর্বোচ্চ স্পিড পেতে পারেন। এখানে বলে রাখা ভালো এভাবে ব্যবহার করে আমি ৫১২ কেবিপিএস এর কানেকশন নিয়েও অনেক সময় ১.৫ এমবিপিএস এর স্পিড তুলতে সক্ষম হয়েছি J.

আশা করি তথ্যটি আপনাদের উপকারে আসবে। ভালো থাকুন সবসময় এই কামনায় – মোঃ আনিসুর রহমান ভূঁইয়া।

সৌজন্যে – টেকপ্রিয়.নেট

Level 0

আমি A.R.Bhuyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আনিসুর রহমান । অনলাইনে সময় কাটানোর পাশাপাশি ওয়েবসাইট নির্মাণ এবং ব্লগিং করতে ও পড়তে ভালবাসি । আমাকে পাবেন http://anisbd.com এ ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেলিটকের থ্রিজি মডেমটি কোন মডেম এর রি ব্রান্ড ?

    Level 0

    আমি যতদূর জানি টেলিটক এর ফ্লাস মডেমটি ZTE কর্পোরেশন এর অরিজিনাল কপি। ধন্যবাদ

টেলিটক এর ফ্লাস মডেমটি কি অন্য সিমে কাজ করবে?

    @The Dead Man: জি। সুধু আপনার ওই সিমের APN দিয়ে কনফিগ করতে হবে একটা নিউ সেটিং। 🙂

    Level 0

    @The Dead Man: আমি নিজে এটা চেষ্টা করে দেখিনি কিন্তু আমার পরিচিত কয়েকজনকেই জিপি সিম দিয়ে এই মডেম ব্যবহার করে। আশা করি আপনারও সমস্যা হবেনা 🙂

@The Dead Man
Yes, it works with any GSM SIM.

The Dead Man, korbe kine felan

দাম ?

    Level 0

    @লিমন: যতদূর জানি বর্তমান দাম ১৬০০ টাকা।