দুঃসংবাদ! জিপির নতুন ৩টি ইন্টারনেট কন্ডিশন! বাঁশ খাওয়া থেকে বাঁচুন!

যারা আমাদের সাইট নিয়মিত ভিজিট করেন, তারা হয় তো অলরেডি জেনে গেছেন আজকে কি দুঃসংবাদ! আজকের নিউজটা ৩দিন পর এখানে প্রকাশ করা হচ্ছে, ফতুর হওয়ার আগেই আপনাদের এই বিপদ সম্পর্কে জানাতে আমরা হাজির হলাম...

আপনাদের প্রিয় ৫ কোটিওয়ালা গ্রামীণফোন নতুন ৩ টি শর্ত নিয়ে হাজির হয়েছে। তাও আবার ইন্টারনেট ব্যবহারের উপর কড়া শর্ত! যাকে আপনারা ''বাঁশ'' বলে অবিহত করেন। এই তিনটি শর্ত তারা প্রকাশ করেছে গোপনে। যেমন চুপচাপ নিরিবিলি ভাবে আগে ফেসবুক বন্ধ করে কোটি টাকা লুটে নিয়েছে, তেমনি আপনি যদি আজকের নিউজ না জানেন তাহলে আপনারও ক্ষতি হতে পারে। আসুন জেনে নিন নতুন ইন্টারনেট ব্যবহারে শর্তগুলি। আশা করি  ফতুর হওয়া থেকে বাঁচতে পারবেন।

  • ডাটা Forwarding ফিচার বন্ধ ঘোষণা। প্যাক অটো রিনিউয়াল বা অন্য প্যাক নিলে সময় পূর্বের প্যাকেজের অব্যবহৃত ইন্টারনেট ডাটা যুক্ত হবে না।
  • কোন ডাটা প্যাক অ্যাক্টিভ থাকাকালীন গ্রাহক নতুন কোন প্যাক অ্যাক্টিভ করলে,  নতুন কেনা প্যাকটির শর্তাবলী (যেমন: ভলিউম, মূল্য, মেয়াদকাল ও অন্যান্য শর্তাবলী) প্রযোজ্য হবে। এক্ষেত্রে পূর্বের নেট প্যাকটির অব্যবহৃত ইন্টারনেট ডাটা যুক্ত হবে না।
  • মাইক্রো ডাটা প্যাকেরক্ষেত্রে (৫টাকার কম মূল্যমানের) গ্রাহক নির্ধারিত মেয়াদের মধ্যে প্যাকেজ ভলিউমের পরও সর্বোচ্চ 20MB আর মিনি প্যাক-এর ক্ষেত্রে (১০০টাকার কম মূল্যমানের) সর্বোচ্চ 200MB পর্যন্ত ইউসেজ লিমিট সুবিধা উপভোগ করতে পাবেন। এই লিমিটের বাইরে যাইতে পারবেন না।

আশা করি দুঃখ হচ্ছে আপনার! আগে অনেকে শুধু Data Forwarding সুবিধার জন্য জিপি ইউস করত! এখন কি করবেন?

আর আশা করি এই খবর জেনে, আগাম বাঁশ খাওয়া থেকে রক্ষা পেলেন। আমরা তাদের ফ্যান পেজে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলে তারা কিছুই জানে না। কিন্তু অলরেডি জিপি নিরিবিলি নোটিশ দিছে এবং মানুষকে ফাঁদে ফালাচ্ছে।

আমাদের ফ্যান পেজে মোবাইল অপারেটর লেটেস্ট বোনাস অফারগুলো পাবেন। 

দেরি না করে জলদি LIKE দিন ও আপডেটেড থাকুন। ধন্যবাদ।

http://www.facebook.com/simbonus

http://www.facebook.com/simbonus

Level 0

আমি সিম বোনাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলাদেশের সকল মোবাইল অপারেটরের লেটেস্ট বোনাস অফার, নেটপ্যাকেজ, কলরেট, নিউজ সবকিছু পাবেন সিম বোনাস ডট কম ওয়েবসাইটে। আমাদের ফেসবুক ফ্যান পেজঃ bit.ly/facebook_sb ও টুইটার পেজঃ bit.ly/twitter_sb এবং গুগল পেজঃ bit.ly/google_sb


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

gp আবার কোন বলধে ইউজ করে রে ভাই?

    @Ratul007: ৫ কোটি! রে ভাই!

    @অসমাপ্ত রায়হান: 😀

Teletalk is best .

জিপি ?

এই ফাঁদে পড়ে গত এক মাস আগে ১১০০ টাকা হারাইছি। আর কল সেন্টারে ফোন করে গভীর গভীর সমবেদনা পাইছি। কিন্তু কাম হয়নাই।

    @ব্লগার মারুফ: সো, সাবধান!

ইচ্ছা তো করছে এখনি জিপি বাদ দিয়ে একটা টেলিটক সিম কিনি বাট খুবই দুঃখ পকেটে টাকা নায়।।।।।।।।। বেটা হারামির ফোন শর্ত (বাঁশ) দেয়ার টাইম পেলো নাহ্।

Level 0

BL ভালো speed

টেলিটক জিন্দাবাদ জিপি _____ মারা 😛

Level 0

শালা হারামির ফোন, সিনিয়র ভাইয়ারা কি ভাবে বাশ দেওয়া যায় সেই ফন্দি বের করে ফেলেন প্লিজ তা না হলে হারামির ফোন অামাদের ফতুর করে ফেলবে।

পুরাই বাঁশ !!

Level 0

আমার এলাকায় জিপির ৩জি আছে। কিন্তু ২জির চেয়েও খারাপ ইস্পিড মাত্র তাই টেলিটকরে ২৫ জিবি কিনে নিলাম মাত্র ৭০০ টাকায় জিপি একটা মাদারচোদ কোম্পানি।

Level 0

ডাটার মেয়াদ বাড়ানো যায় বলেই গ্রামীনফোন ব্যবহার করতাম। এখন আর হারামির ফোন ব্যবহার করব না।

Level 0

বাঁশ!!!!

ei deshe sobi somvob

জিপি না ব্যাবহার করে সবাই টেলিটক এর ৭০০ টাকায় ২৫ জিবি প্যাঁক টা ইউস করেন।অনেক ভালো

    @ওয়ার্ডপ্রেস এক্সপার্ট: hum… 🙂

নতুন জিপি MF193A মোডেলের মোডেমের সাথে ৬জিবি ৩জি ইন্টারনেট অফার পড়ে এবং বুঝে গত ১০ নভেম্ভর নতুন ৫টি মোডেম কিনি ও সাথে ৫টি নতুন সিম ও কিনি। একেকটি মোডেমের সাথে একেকটি সিম সংযুক্ত করে offer লিখে 4777 নাম্বারে সেন্ড করি। গত ১৩ তারিখ সন্ধা ৭টায় আমার শর্তের ৭২ ঘন্টা পেরিয়ে যায় কিন্তু ৫টা সিমের মধ্যে একটিতেও কোনো এমবি না পেয়ে ১২১ এ কল করি। কিন্তু কোনো কাজ হলো না…গত কাল আমাদের সিলেটের আম্বরখানা গ্রামীন কাষ্টমার কেয়ার অফিসে বিষয়টি জানাই কিন্তু তারা আমার যোগাযোগের কোনো নাম্বার না লিখে আমার মোডেম গুলো দেখে সিমের ৫টি নাম্বার লিখে রাখে। রাতে আবার ১২১ এ কল করলাম…একজন কল রিসিভ করে কিছু বিবরনি জেনে বললেন…স্যার রাত ১২টার মধ্যে যদি আপনার এমবি না পান তবেই আমরা আপনার কম্লেন নেবো যেহেতু আপনি আমাদের সেন্টারে গিয়ে পূর্বে কম্লেন করেছেন তাই আপনার কম্লেন এখন গ্রহনযোগ্য নয়…ঘন্টা খানিক আগে ১২১ এ কল করি…একজন আমার ১৫ মিনিট সময় নষ্ট করে শেষে বললো, স্যার আপনার ১০ তারিখের কোনো এসেমেস ই দেখা যাচ্ছে না…

আমার নাম্বার গুলো হলো-

01704309025
01704309026
01704309027
01704309028
01704309029

আমার ব্যক্তিগত যোগাযোগের নাম্বার হলো- 01715976334

Level 0

এক হিসেবে ওদের প্রথম শর্ত করা খারাপ হয় নাই !!
BTCL এর নতুন শর্তে সব সিম কোম্পানীকেই ডাটা Forwarding করার নির্দেশ দেয়া ছিল, এই হরামির ফোন ছড়া আর কোন কুত্তার বাচ্চারা এই মর্ত মানে নাই।

খালি খালি পাছায় বাঁশ নিয়া জনগনের জন্য এই ফিচার একলা ওরা আর কতো খোলা রাখবে ??

Level 0

টেলিটক এর 25 জিবি 700 টাকা এইটা 2G নাকি 3G?
যদি 3G হয় দয়া করে এক্টিবেশন কোড টা দেন।

    @ah rasel: এটা ২জি। ৩জি ৩০ জিবি ১২০০ টাকা

কে কি করে করুক । তাতে কিছু আসে যায় না ।

    @বায়েজীদ হোসেন: হুম… 🙂

Level 0

ah rasel@ ভাই টেলিটক ২৫ জিবি ২জি তবে জিপি ৩জির চেয়ে ভাল।

Level 0

ah rasel@ ভাই টেলিটক ২৫ জিবি ২জি তবে জিপি ৩জির চেয়ে ভাল। আর এটার এক্টিবেশন কোড D6 লিখে 111 নাম্বারে পাঠিয়ে দিন

আমার তো ৪১২ এমবি আছে । ব্যবহার করে শেষ করে দিব।
আমি তো সেই কবে থেকে বাংলালিংক কে বাশঁ দিচ্ছি 🙂 আর জিপি ব্যবহার করি শুধু মেয়াদ বারানো যায় বলে। আজ থেকে আর না 🙁

    @মো আশরাফুল ইসলাম: ভাই কি একাই বাঁশ দিবেন ? আমাদেরও সাথে নেন ।

আশা করি কেউ জিপির নতুন সিম কিনবেন না। আমি বুজতেই পারিনা কেন মানুষ জিপির নতুন সিম কিনে।তবে কোন এলাকায় অন্য সিমের নেটওয়ার্ক না থাকলে ভিন্ন কথা।জিপি শুধু লোভ দেখাতে ভালবাসে।আর বাঙ্গালী শুধু বেশি কলরেট সম্পন্ন, কম সুবিধা সম্পন্ন সিম কিনতে ভালবাসে।

hay hay amar agami sim calano suru korbo naki? data forwording system tai to asol.

বুদ্ধি পাইছি ! রাউটার কিনে ব্রডব্যান্ড এর ওয়াই ফাই ব্যাবহার করাম । হে হে হে ! কিন্তু গ্রামের বাড়িতে তো ব্রডব্যান্ড নাই ।

জিপি বাশ খেতে খেতে এবার বুদ্ধি হয়েছে…………।।

আমিও এই প্যাচঁ মার্কা বাঁশ এর কবলে পড়ছি আগামি 08/11/2014 তারিখে।

Level 0

ভাই যাই বলেন না কেন GP ইউজ করা ছাড়ুম না । 4MBPS স্পিড এ ফ্রি নেট জিপি ছাড়া আর কে দেয় বলেন দেখি ???? জিপি ছাড়া Life Impossible . . . !!!!!

    @Stars7669: পদ্ধতিটা বলবেন দয়া করে ।

আমােক একটু সাহায্য করুন, আমি Lava iris X1 সেেট Teletalk Net use করতে পারছি না। Please help me anyone.

Level New

GP means Great Politician

haramiphon free net bondho krar jonno ei kaj krece. krok ki kaj kre tar je aro ko grahok komlo. rojar surute ntun teletalk er tower banacce dekhe ek ta sim kinlam but tower ekno bstei ace.

Level 0

Stars7669 ভাই আমিও জিপিতে ফ্রি নেট চালাই। তবে টেলিটক ইজ বেষ্ট।মাত্র ৭০০ টাকায় ২৫ জিবি।

Pay as u go প্যাকেজ এর মাধ্যমে যে ১ মাস এর মেয়াদ পাওয়া যেত কোনো নিউ প্যাকেজ কিনলে, সেটা কি আর করা যাবে না?

বড় ভাইরা কেও কি নাই ফ্রী নেট এর নতুন কোন বুদ্ধি বের করে দিবে ?

Level 0

টেলিটলকই ভাল…১০০ টাকায় ১ জিবি দেয়… আর ময়মনসিংহে বসেও আমি ১৫০কেবিপিএস এর উপরে স্পিড পাই।

eita ki “gp” na “bp”
gp= grammen phone
bp= bamboo push