—- ইন্টারনেটের রেস্ট্রিকশন দেবার সকল সমস্যার সমাধান —–

আপনি কি আপনার বাসায়/অফিসের শেয়ার করা ইন্টারনেট যুক্ত কম্পিউটারের অন্যান্য ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যাপারে চিন্তিত?
girlontheinternet

অতিরিক্ত কম্পিউটার ব্যবহারে আপনার শিশুদের চোখে অসুবিধা দিতে পারে। ফলে চান যে চোখের বিশ্রামের জন্য নির্দিষ্ট কিছু সময় পর পর কম্পিউটারটি স্বল্প সময়ের জন্যে লক হয়ে থাকুক???
2

 

 

উঠতি বয়সী ছোট ভাই-বোনদের ইন্টারনেট এর অবাধ জগতে বিলীন হয়ে যাওয়া থেকে রক্ষা করতে চান?

ইন্টারনেট ইউজের সময়ের লিমিট ঠিক করে দিতে চান?
3

 

 

ইন্সটেন্ট মেসেঞ্জার গুলো তে অতিরিক্ত পরিমান সময় কাটানো নিয়ে চিন্তিত? নাকি কম্পিউটার এ ইন্সটল করা নির্দিষ্ট কোনো ইন্সট্যান্ট মেসেঞ্জারকেই ব্লক করে দিতে চান ?
4

 

 

পর্ণগ্রাফিক সাইট গুলোকে একটি একটি করে ঠেকানো যাবে না ভেবে দুশ্চিন্তা করছেন?কিছু কিছু সফটওয়্যার ব্ল্যাক লিস্ট আর কিছু কিছু কে হোয়াইট লিস্টে রাখতে চান? এমন কি আপনি এটাও চান যে আপনার নির্দিষ্ট করে দেওয়া কিছু কি-ওয়ার্ড(Key-word) সম্বলিত যেকোনো লেখা সম্বলিত সাইট কখনো ব্রাউজ করা যাবে না (যেমন আপনি যদি চান, তাহলে 'Porn' শব্দটি আছে এমন যেকোনো সাইট কে ওপেন হতে বাধা দিতে পারবেন)।
5

 

 

আপনার কি ইচ্ছা কিছু সাইট কে রিকমেন্ডেড করে রাখা যাতে করে ব্রাউজ করতে গেলে সবার আগে এসবে যাবার জন্যে অনুরোধ আসবে?
6

 

 

নাকি আপনি চান আপনার অনুপস্থিতিতে বাসায় পিসি দিয়ে যেনো নির্দিষ্ট কিছু গেইম (Game) আপনার ঠিক করে দেয়া সময়ের বেশি সময় ধরে খেলা না হয়?
7

 

 

এমনকি চান যে চালুর নির্দিষ্ট সময় পরে কম্পিউটার অটো-শাটডাউন করুক?
8

 

 

এমন কি আপনি চান কম্পিউটার এর প্রতিটি কাজের অটোমেটিক স্ক্রিনশট ক্যাপচার হয়ে থাকুক? যেনো পরে আপনি দেখে নিতে পারেন কি কি কাজ হয়েছে এই কপিঊটার দিয়ে? প্রতিটি কাজের টেক্সট লগও দেখতে চান? ফলে কখন কি হয়েছে না হয়েছে আপনার যেন কিছুই অজানা না থাকে সেই ব্যবস্থা হয়ে যাবে।
9

 

 

আরো মজার ব্যপার হল আপনি যে সব কর্মকান্ড ট্র্যাক করছেন অর্থাৎ লুকিয়ে লুকিয়ে ঠিকই সব জানার ব্যবস্থা করেছেন, তাও যেন প্রকাশিত না হয় সেই ব্যবস্থাও করতে পারবেন। কোনো Splash স্ক্রিন প্রদর্শন না করা এবং টাস্কবারেও কোনো আইকন না থাকার(প্রকৃতপক্ষে যে সফটওয়্যার দিয়ে ট্র্যাক করছেন তার আইকনও হাইড করে রাখা) ব্যবস্থাও করতে পারবেন।
10

 

 

ভাবছেন কি সেই সফটওয়্যার?
সফটওয়্যারটির নাম Anti-Porn Software

মূল ইন্টারফেস

 

 

সফটওয়্যারটি ফ্রি নয়, অনলাইন থেকে কিনে ইউজ করতে হয়। আমার পরামর্শ যারা পারবেন কিনে ব্যবহার করেন। আর যারা পারবেন না, তাদের জন্যে সেই চিরাচরিত নিয়মে ক্র্যাক সহ ডাউনলোড করার লিঙ্ক নিচে দিয়ে দিলাম।

ডাউনলোড করুন এখান থেকে
বা সরাসরি নিচের লিঙ্ক থেকে:
http://www.mediafire.com/?pektebkri5l11th

সফটওয়্যারটি আন-ইন্সটল করতে সফটওয়্যারটিতে প্রবেশ করে সেখানে সবচে নিচের মেনু থেকে সাবমেনু তে গিতে আন-ইন্সটল করতে হয়। সব কথার শেষ কথা হল সবকিছুই রাখতে পারবেন পাসওয়ার্ড প্রটেকটেড অর্থাৎ আপনি ছাড়া আর কারো সাধ্য নেই এর কোনো ফাংশন পরিবর্তন করে। এমন কি পাসওয়ার্ড না জানলে এটিকে আন-ইন্সটলও করা যাবে না।
11

 

 

উপভোগ করুন।

সামনে পরীক্ষা আসছে। তাই বেশ কিছু দিন টেকটিউন্স এ আসতে পারবনা, আমার জন্যে দোয়া করবেন।
ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2202 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই জিনিস টা অনেক দিন ধরে খুজতে ছি । সাইবার ক্যাফেতে ইউজ হয় বেশী এটা ফ্রী পেইড এর মতো আপনি যত ঘন্টার পয়সা দেবেন তত ঘন্টা পর কম্পিউটার অটো শাটডাউন হয়ে যাবে ।

অনেক ধন্যবাদ ভাই । কাজের জিনিস দিসেন ভাই। অচিরেই নির্বাচিত করা হোক আপনার টিউনটি কে।

    আমি দেখেছি সাইবার ক্যাফেতে “সাইবার ক্যাফে ম্যানেজম্যান্ট” টাইপ নামের একটা সফটওয়্যার ব্যবহৃত হয়। ওই সফটওয়্যারটিও আমার আছে, তবে একটা ম্যালওয়্যার খুঁজে পায় বলে সেটা টেকটিউন্স এ দেই নি।

খুবই ভাল এবং মান সম্মত টিউন অসংখ্য ধন্যবাদ ভাল একটি টিউন উপহার দেয়ার জন্য।আসলে এই সফটা আমারো দরকার ছিল।আশা করি সামনে এই ধরনের আরো ভাল ভাল টিউন উপহার দিবেন আমাদের।

Level 0

ধন্যবাদ জানাই দিহান ভাইকে অনেক সুন্দর টিউন এবং নির্বাচিত হয়ার মত ।

আরি সালা , মামা এ কি জিনিস এর খুজ দিলা , আমি তও ফিট হইয়য়া যামু , ডাউনলোডে দেই

ভালা থাইকেন

Level 0

থাঙ্কু…।

আমার স্বভাব হল কোন কিছুর নিরাপত্তা ভাঙ্গার চেষ্টা করা। তাই চেষ্টা করেছি কিভাবে পাসওয়ার্ড ছাড়া একে আন-ইন্সটল করা যায়।
এই Anti-Porn সফটওয়্যার Your unstaller 2010 দিয়ে পাসওয়ার্ড ছাড়া কোন ভাবেই আন-ইন্সটল করা যাবে না। তাছাড়া মজার ব্যাপার হল – এই সফটওয়্যার যে ইন্সটল হয়েছে তাই Your unstaller ২০১০ এ দেখাবে না ! তাহলে আন-ইন্সটল আর করব কিভাবে ?

তবে Unlocker দিয়ে এর নিরাপত্তা ভাঙ্গা যাবে বলে মনে হচ্ছে। তবে ব্যাপক সমস্যা করে। যেমন – আনলক করতে গেলে কতক্ষন পরপর মেসেজ দেয় ” আমার উইন্ডোজ নাকি সিরিয়াস এরর থেকে বেঁচে এসেছে ! ” । আর বার বার পিসি রিস্টার্ট করতে হয়। আর বিশাল ভেজাল করে ।

যাই হোক এই সফটওয়্যার এর নিরাপত্তা অনেক শক্তিশালী।

    আমি ট্রাই করেছিলাম আন-ইন্সটল টুল ২.৯.৭ দিয়ে, এমন কি হিডেন সফটওয়্যার অপশনেও আমি সফটওয়্যারটি কে খুঁজে পাইনি। তাই টেকটিউন্স এ দেবার সাহস করেছি।
    তবে একটা ব্যপার হয়ত বুঝতে পেরেছেন, যেহেতু এটির আইকন কে সিস্টেম ট্রে থেকেও হাইড করে রাখা যাবে, সেহেতু কারো বোঝার কথা নয় যে এই সফটওয়্যারটি দিয়ে তার কর্মকান্ড দ্বিতীয় কেউ ট্র্যাক করে চলছে। আর বুঝলেও তার করার কিছুই থাকবে না। এক মাত্র উইন্ডোজ রি-ইন্সটল না করলে এটিকে আন-অথোরাইজড উপায়ে সরানো যাবে না। আমার এই জিনিসটিই ভালো লেগেছে।

    তবে আমার ইচ্ছা উবুন্টুর জন্যেও এরকম কোনো সফটওয়্যার আছে কিনা খুঁজে দেখতে। দেখি পাই কিনা।

    আমি একে এমনিই আনিন্সটল করতে পারবো। কেননা আমি এর পদ্ধতি জানি…:p

অনেক সুন্দর টিউন হয়েছে। আশা করি নিয়মিত টিউন করবেন।
ধন্যবাদ আপনাকে।

অনেক ভালো।

Level 0

ভাই, ক্র্যাক ফাইলটা দয়া করে একটু দিবেন কি?

    কি বলেন ভাই? সেটা তো লিঙ্কে দেয়া RAR ফাইলেই আছে। আগে ডাউনলোড তো করেন?

    Level 0

    ভাই, আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলছি? আর ভাই না নামিয়ে বা আমি আপনাকে কিভাবে বলব যে ক্র্যাকটা নাই? ভাই এ ধরনের একটা রিপ্লাই কিন্তু আশা করিনি। যাই হোক পারলে একটু দয়া করে দিবেন!

    Rezwan @ শোনেন ক্র্যাক ফাইল উনি দিসেন। সো নো টেনশন ।
    এই স্টাইলের ক্র্যাক দেয়া আমি কখনও দেখি নি।
    আপনি সফটওয়্যার ডাউনলোড করার পর এক্সজাক্ট করেন। তারপর সফটওয়্যার এ ক্লিক করেন। লেখা উঠবে , “install” , এর নিচে উঠবে “Crack” আপনি Crack এ ক্লিক দিলেই ক্র্যাক ফাইল পেয়ে যাবেন।

    আরে ভাই রাগ কেন করেন? স্বাধীন ভাই বুঝিয়ে দিল তো। RAR ফাইল টা Extract করা হলে যে সেটাপ ফাইল টা পাবেন তাতে দেখবেন প্রথমে আছে সফটওয়্যার টি ইন্সটল করার অপশন। তার নিচেই দেখেন আছে CRACK নামক বাটন। অইখানে ক্লিক করেন, দেখবেন একটা ফোল্ডার অপেন হয়ছে। সেই CRACK ফাইল টা আপনার যেখানে সফটওয়্যার টি ইন্সটল করেছেন, সেখানে (সাধারনত progamme files এ ইন্সটল হয়), সেখানে পেস্ট করেন আর রান করেন। এই তো।

Level 0

ভাই, ক্র্যাক ফাইলটা দয়া করে একটু দিবেন কি? ami o paini ?

    jemsbond @ শোনেন ক্র্যাক ফাইল উনি দিসেন। সো নো টেনশন ।
    এই স্টাইলের ক্র্যাক দেয়া আমি কখনও দেখি নি।
    আপনি সফটওয়্যার ডাউনলোড করার পর এক্সজাক্ট করেন। তারপর সফটওয়্যার এ ক্লিক করেন। লেখা উঠবে , “install” , এর নিচে উঠবে “Crack” আপনি Crack এ ক্লিক দিলেই ক্র্যাক ফাইল পেয়ে যাবেন।

    স্বাধীন ভাই বুঝায়া দিছেন। সেইটা অনুসরন করেন। আগের কমেন্টে আমিও বুঝাইয়া দিসি

ধন্যবাদ দারুন একটি টিউন করার জন্য।

আমি ক্র্যাক ফাইলটা যেখানে ইনস্টল করেছি সেখানে কপি করে রান করে
দেওয়ার পর ও পিসি রিস্টার্ট করলে রেজিষ্ট্রী করতে বলে। যেখানে ইনস্টল করেছি সেখানে
তো কোন ফাইল ই দেখায় না।সমাধান দিবেন দয়া করে।

    আমার এই সমসসা হচ্ছে \
    হিমায়িত দিহান ভাই কে বলব আপনি কি এটা মজা করলেন নাকি আমাদের সাথে \ আর যদি কোনো সমাধান থাকে তাহলে দয়া করে দেন || আর যদি সিরিয়াল দিতে না পারেন তাহলে tune করার দরকার নাই ..

    না ওনি মজা করেন নি । ওনি তো ক্র্যাক দিয়েছেন। তা দিয়ে ঠিক ভাবে রেজি করা যায়।
    যেমন , আমি ইন্সটল করে crack ফাইলটা খুজে বের করলাম। তাপর এটাকে কপি করে পেস্ট করে দিলাম C:\Program Files\tuEagles এখানে। তারপর system tray তে anti-porn এর যে আইকন আছে তার উপর মাউস রেখে right ক্লিক করে Exit এ ক্লিক দিলাম। মানে এন্টি পর্ন কে বন্ধ করে দিলাম। এবার C:\Program Files\tuEagles ফোল্ডার এ গিয়ে Crack এ ডাবল ক্লিক দিলাম।
    এবার এন্টিপর্ন চালু করলাম, দেখি যে রেজি হয়ে গিয়েছে।

    না ওনি মজা করেন নি । ওনি তো ক্র্যাক দিয়েছেন। তা দিয়ে ঠিক ভাবে রেজি করা যায়।
    যেমন , আমি ইন্সটল করে crack ফাইলটা খুজে বের করলাম। তাপর এটাকে কপি করে পেস্ট করে দিলাম C:\Program Files\tuEagles এখানে। তারপর system tray তে anti-porn এর যে আইকন আছে তার উপর মাউস রেখে right ক্লিক করে Exit এ ক্লিক দিলাম। মানে এন্টি পর্ন কে বন্ধ করে দিলাম। এবার C:\Program Files\tuEagles ফোল্ডার এ গিয়ে Crack এ ডাবল ক্লিক দিলাম।
    এবার এন্টিপর্ন চালু করলাম, দেখি যে রেজি হয়ে গিয়েছে………………

Crack ta khujte prothome ektu samasya holeo pore khuje peyechhi.
khub valo laglo.
Thanks.

আমি ক্র্যাক ফাইলটা যেখানে ইনস্টল করেছি সেখানে কপি করে রান করে
দেওয়ার পর ও পিসি রিস্টার্ট করলে রেজিষ্ট্রী করতে বলে।
হিমায়িত দিহান ভাই কে বলব আপনি কি এটা মজা করলেন নাকি আমাদের সাথে \ আর যদি কোনো সমাধান থাকে তাহলে দয়া করে দেন || আর যদি সিরিয়াল দিতে না পারেন তাহলে tune করার দরকার নাই ..

    না ওনি মজা করেন নি । ওনি তো ক্র্যাক দিয়েছেন। তা দিয়ে ঠিক ভাবে রেজি করা যায়।
    যেমন , আমি ইন্সটল করে crack ফাইলটা খুজে বের করলাম। তাপর এটাকে পেস্ট করে দিলাম C:\Program Files\tuEagles এখানে। তারপর system tray তে anti-porn এর যে আইকন আছে তার উপর মাউস রেখে right ক্লিক করে Exit এ ক্লিক দিলাম। মানে এন্টি পর্ন কে বন্ধ করে দিলাম। এবার C:\Program Files\tuEagles ফোল্ডার এ গিয়ে Crack এ ডাবল ক্লিক দিলাম।
    এবার এন্টিপর্ন চালু করলাম, দেখি যে রেজি হয়ে গিয়েছে।

    স্বাধীন ভাই কে বলছি .*,
    আপনি যেভাবে বলেছেন সেভাবে করেছি কিন্তু কাজ হয় না … তারপর কম্পিউটার restart করেছি তাও কাজ হয় নাই ,,, এরপর uninstall করে আবার istall করে try করেছি তাও হয় নাই .. এভাবে আরো কয়একবার try করেছি কিন্তু কাজ হয় নাই | এরপরেও বলবেন যে crack ঠিক আছে \ আর crack ঠিক থাকলে তো এত কষ্ট করে কমেন্ট করতাম না \
    আবার বলছি যদি crack / serial দিতে না পেরন তাহলে দয়া করে tune করবেন না

    ক্র্যাক ঠিক আছে। কারন আমার হচ্ছে।

    আপনার যদি এই জাতীয় সফটওয়্যার খুব বেশি দরকার হয় তাহলে https://www.techtunes.io/download/tune-id/12895/ এই টিউন দেখুন।

    অথবা এই টিউন দেখেন — https://www.techtunes.io/internet/tune-id/6304/

প্রিয়তে রাখলাম।

@স্বাধীন ভাই,
আপনার পরামর্শ মতো সবই করলাম কিন্তু কাজ হলো না। আমি একটা জিনিস বুঝতে পারছি না একই জিনিস
আপনার পিসিতে হচ্ছে কিন্তু আমাদেন পিসিতে হচ্ছে না। আমি কয়েকবার uninstall করে restart করেছি কিন্তু কাজ হয় নি।
আপনি C:\Program Files\tuEagles এই ফোল্ডারটা পাচ্ছেন কিভাবে? install করার পর এই location এ tuEagles ফোল্ডারটা দেখায় না।
যাক এখন আমার একটা জিনিস জানার আছে এখন
এই s/w টার ভার্সন কতো কেউ জানলে একটু দয়াকরে জানান। কারন
আমি কতগুলো crack download করেছি কিন্তু ভার্সন জানি না বলে ইউজ করতে
পারছি না। anti porn version কতো একটু রলেন। plz
thanks.

    খেয়াল করুন, আপনি যখন সফটওয়্যার এর exe ফাইলে ডাবল ক্লিক দিয়ে ইন্সটল করার সময় Next , next ক্লিক দিচ্ছেন তখন সফটওয়্যারটা কোথায় ইন্সটল হতে যাচ্ছে। আমি খেয়াল করে দেখি এটা C:\Program Files\tuEagles এখানে ইন্সটল হতে যাচ্ছে।
    সফট এর ভার্সন ৭.৫.১০০৬.০

    তবুও যদি না হয় তাহলে https://www.techtunes.io/internet/tune-id/6304/ এটা দেখুন।

    আপনার যদি এই জাতীয় সফটওয়্যার খুব বেশি দরকার হয় তাহলে https://www.techtunes.io/download/tune-id/12895/ এই টিউন দেখুন।

Level 0

Download Link doesn’t work. Pls. fix it. Thank you.