ফিরে দেখা ২০১৪ :: সেরা এবং অসাধারণ কিছু গ্যাজেট!

কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। সবাইকে প্রথমে পূজা ও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। 🙂 সকলের ঈদ ও পূজা ভালো কাটুক।

বছর তো প্রায় শেষের দিকে। তাই আজকে আমি নিয়ে আসলাম একটি রিভিউ। এই রিভিউয়ে আপনি দেখতে পারবেন ২০১৪ সালের সেরা কিছু গ্যাজেট এবং তাদের বিবরণ। এসব গ্যাজেট এই বছরে খুবই জনরপিয় হয়েছে এবুং টেক জগতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। তাহলে চলুন শুরু করা যাক!আ

প্যাবল স্টিল স্মার্টওয়াচ

এই বছরটা বলতে গেলে স্মার্টওয়াচের যুগ ছিল। কাজেই এই গ্যাজেটটি খুবই জনপ্রিয়। এজন্য প্রথমেই এর ব্যাপারে লিখছি। স্মার্টওয়াচের নাম বলতে গেলেই সবার মুখে চলে আসে অ্যাপল আই ওয়াচ অথবা স্যামসাং স্মার্ট গিয়ার এর কথা। কিন্তু, এই বছরে সম্পূর্ণ নতুন একটি ব্র্যান্ড স্মার্টওয়াচ এ বাজিমাত করেছে। সেটি হচ্ছে প্যাবল স্টিল। এই স্মার্টওয়াচটি খুবই সুন্দরভাবে অর্গানাইজ করা আর এটাতে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত কাজ করতে পারবেন। তাই, এটা এই বছরের সেড়া গ্যাজেটের মধ্যে অন্যতম।

মফি স্পেস প্যাক

আইফোন কিনেছেন এবার একটা কভারো তো কিনতে হবে তাই না? 🙂 আর কভার কেনার এই যুগান্তকারি জিনিসটি হচ্ছে মফি স্পেস প্যাক! এটি এমনই একটি কভার যেটা আইফোনের জন্য খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই গ্যাজেট টি কভারের সমস্ত কাজ করবার পাশাপাশি আপনাকে আপনার আইফোনের জন্য এক্সট্রা ৬৪ গিগাবাইট জায়গা এবং ১৭০০ এমএএইচ এর ব্যাটারিও দেবে। তাই এটা একটা অসাধারণ গ্যাজেট।

অ্যাডোব ইঙ্ক অ্যান্ড স্লাইড

এই গ্যাজেট টি আর্টিস্ট এবং ডিজাইনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাতে নিমিষেই+ খুব সহজেই যেকোন ডিজাইন বা আর্ট তৈরি করে ফেলা যায়। অ্যাডোব এর এই জিনিসটি এই কারনেই এবছরের প্রচণ্ড জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। মুহূর্তেই ডিজাইন তৈরি করে ফেলার পাশাপাশি সেটা অরগানাইজ করা এবং ক্লায়েন্টের কাছে পাঠানো বা প্রোজেক্টের জন্য সাবমিট করা যায়। তাই, এই বছরের সেরা গ্যাজেটের মধ্যে এটা স্থান করে নিয়েছে।

আশা করি, এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে। সামনে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন এবং সুথ থাকুন। 🙂

ZubyTech (ব্লগিং এর নতুন দুনিয়া। আজকেই ভিজিট করুন আর আপনার প্রযুক্তির জ্ঞান বৃদ্ধি করুন)

ZubyTech পেইজ (টেক সম্পর্কিত সমস্ত খবরাখবর ফেসবুকেই পেতে এখনই একটি লাইক দিয়ে রাখুন!)

Level New

আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ