দিন-রাত ২৪ঘন্টা ফ্রি ফেসবুক চালানোর উপায়

সসালামু আলাইকুম,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ্‌ তালার রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের জানবো কীভাবে দিন-রাত ২৪ঘন্টা ফ্রি ফেসবুক চালানো যায়।

গ্রামীন ফোন ফেসবুক ফ্রি করে দিয়েছে রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তা ত সবাই জানেন নতুন করে কিছু বলার নাই। তাহলে সন্ধ্যা ৬টার পর কি না খেয়ে থাকবো মানে ফেসবুক চালাবো না অবশ্যই চালাবেন। পিসিতে বা ল্যাপটপে যারা ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য অতি জরুরি। কারন মোবাইলে ২৪ঘন্টা ফেসবুক ব্রাউজিং ফ্রি। তাহলে চলুন দেরি না করে জেনে নিই।

আপনাকে যা করতে হবে?
সন্ধ্যা ৬টা বাজার মিনিমাম ১০মিনিট আগে ইন্টারনেট কানেক্ট করতে হবে। মানে সন্ধ্যা ৬টার আগে ইন্টারনেট কানেক্ট করলেই হবে। মনে রাখবেন_ আপনি যে সন্ধ্যা ৬টার আগে ইন্টারনেট কানেক্ট করলেন তা আর ডিসকানেক্ট করবেন না। তাহলেই দিন-রাত ২৪ঘন্টা ফ্রি ফেসবুক ব্রাউজ করতে পারবেন। ইন্টারনেট ডিসকানেক্ট করলেই কিন্তু সব শেষ। ধন্যবাদ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।

- আমার লেখাটি পড়ে সামান্য উপকৃত হলে আমার সাইটে ভিজিট করুণ ভিজিট করতে >এখানে Click করুণ<

Level 2

আমি খোকন আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আজ দিন তো চলেই গেল……
আগামীকাল ট্রাই করব……….
ধন্যবাদ আপনাকে

ভাই ধোকা খেলাম… মনে করছিলাম.. কোন একটা নতুন ট্রিক্স দিছেন…! ইন্টারনেট ডিসকানেক্ট না করলে যে 6 টার পরও ফ্রি ফেসবুক চালানো যায়, সেটা তো সবাই জানে! :p

    @Al-Imran Akanda:

    Al Imran Akanda ভাই আপনি হয়ত জানেন কিন্তু উপরেই দেখুন সোহাগ আব্দুল্লাহ ভাই জানে না। তাই এখানে ধোকা খাওয়ার কিছুই নাই।

Level 2

জানতাম।তার পরও থ্যাংকস।

জিপি অফিসিয়ালি রাত ১২ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত ফেবু ফ্রি দিছে। এর অতিরিক্ত ইউজ করা করো জন্য বৈধ হবে না।

জিপি_বিল্লী ভাইয়া, যারা অবৈধ লাইন চালায় ও সহযোগিতা বা রাস্তা খোলা রাখে উভয়ে অপরাধী। জিপি রাস্তা খোলা রাখবে বলেই ত সবাই ব্যবহার করছে। তাহলে আপনারা সার্ভার থেকে অতিরিক্ত ইউজ কারার লাইন বন্ধ করেদেন।

    @আমিন টিটু: ভাই ধরুন একজনের বাসার দরজা খোলা এখন এক জন সৎ ব্যক্তি কি কখনো সেই দরজা দিয়ে ঢুকার চেষ্টা করবে?

টিটিকে বিশুদ্ধ রাখুন। ফাউল টিউন করেন না।

ফ্রি ফেসবুক চালানোর উপায়-বিনামূল্যে ফেসবুক ব্যবহার করুন !…https://www.tuneround.com/2019/09/blog-post_24.html