এমবিএ নাকি মাষ্টার্স কোনটি ভাল? এমবিএ এবং মাস্টার্স কি সমমান?

আসসালামু আলাইকুম,

ভাই ব্যাচেলর ডিগ্রীধারী হবার পর এখন মাষ্টার্স ডিগ্রী অর্জন করতে চাচ্ছি। কিন্তু কিছু প্রশ্ন জানা খুবই প্রয়োজন।

এমবিএ নাকি জেনারেল মাষ্টার্স ভালো?

এমবিএ এবং মাষ্টার্স কি সমমান?

যেকান চাকুরীতে যদি মাষ্টার্স যোগ্যতা চায় তবে এমবিএ থাকলে কি সেখানে অ্যাপ্লা্ই করা যাবে?

আসলে আমি কোন পথে যাবো। প্লিজ আর্জেন্ট মতামত প্রয়োজন।

ধন্যবাদ।

Level 0

আমি sumonhoss784। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক কমিউনিটি ব্লগ সাইট LekhaporaBD(.)com এ গিয়ে পোস্ট করেন, আশা করি অভিজ্ঞ কেঊ আপনার প্রশ্নের উত্তর বিশ্লেষণ করে দিবে

MBA is also a master degree. It means Master of Business Administration. Every degree has its own value. There is no “better” degree.

প্রথমে বলে রাখি আপনার কি পিএচ ডি করার ইচ্ছা আছে ? যদি না থাকে তাহলে বলি দুটোই ভাল ।
এখন আপনার যদি ইচ্ছা থাকে যে আমি দেশেই থাকব তাহলে আপনার বিএসসি যে বিষয়েই হক না কেন আপনি এম বি এ করে ফেলুন এটা আপনাকে অনেক সাহায্য করবে আপনার বেবসায়িক জ্ঞান , সিদ্ধান্ত নেয়া , ক্যারিয়ার ডেভেলপ করতে সাহায্য করবে । কারন আপনি যে চাকরি করেন না কেন ৪-৫ বছর পড়ে আপনাকে ম্যানেজমেন্ট এর উঁচু পদে যেতে হবে তখন আপনাকে এম বি এ ডিগ্রি অনেক হেল্প করবে ।
আর যদি আপনি মনে করেন দেশে থাকবেন না তাহলে একটা মাস্টার্স ডিগ্রি নিয়ে তারপর এম বি এ করুন । বিদেশে চাকরির ক্ষেত্রে সচরাচর মাস্টার্স এর বিবেচনা বেশি করা হয় (আমার চেনা জানা দের কাছ থেকেই শুনা )। কিন্তু আলটিমেটলি আপনাকে এম বি এ করতে হবে এটা মাথায় রাখুন । আর অবশ্যই চাকরি পাবার পর এম বি এ তে ভর্তি হবেন এর আগে নয় । এটার কারন কি এটা ব্যাখ্যা করলে কয়েকটা চেইন টিউন চালান লাগবে । শুধু আমি আমার এত দিনের অভিজ্ঞতা থেকেই বললাম । আশা করি কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন ।

    @মুন্না: কিন্তু কেঊ যদি পিএইচডি করে শুধু রিসার্চের কাজ করে তার ক্ষেত্রে এমবিএ কতটুকু কাজে আসবে ?

শুনলাম মাসষ্টার্স নাকি বাদ হয়ে যাবে