ক্রোম ও ফায়ারফক্সে বাংলা দেখতে সমস্যা হচ্ছে? নিয়ে নিন সমাধান।

গত কিছুদিন থেকে সকল “গুগল ক্রোম” ইউজারের বাংলা দেখতে সমস্যা হচ্ছে। নিচের ছবির মতোঃ

img

এটা মূলত ক্রোমের নতুন ভার্সন (37.0.2062.103) আসার পর থেকেই। গুগল ক্রোম নিজে থেকেই আপডেট নেয়, তাই আপনার অজ্ঞাতসারেই হয়তো আপডেট হয়ে গেছে আর হঠাৎ করে বাংলা দেখতে সমস্যা হচ্ছে কেন তা বুঝতে পারছেন না। এটার স্থায়ী সমাধান এখনো আসেনি, আপনি চাইলে এই ইস্যূটি গুগলের কাছে রিপোর্ট করতে পারেন, তারা হয়তো পরের ভার্সনেই এটা ঠিক করে ফেলবে। তবে সাময়ীক একটা সমাধান আপনি করে ফেলতে পারেন। আমি ২০১১ এর পর থেকে ক্রোম ইউজ করি, ফায়ারফক্স ভালো লাগেনা। আর বাংলা ইউনিকোড ফন্ট হিসেবে “কালপুরুষ” এর উপর কোনো ফন্ট নাই। কিন্তু দুঃখের বিষয় যে এখন আর কালপুরুষ ইউজ করতে পারছি না, কালপুরুষ ইউজ করলে বাংলাটা কালপুরুষে আসে ঠিকই তবে ইংরেজী ফন্টটা বড় অশ্লীল লাগে দেখতে! :p  আর তাই বাধ্য হয়ে সিয়াম রুপালী ইউজ করতে হচ্ছে, এ জন্য কিঞ্চিত দুঃখভারাক্রান্ত :'(    ওকে, ফাউ প্যাচাল বাদ দিয়ে এবার সমস্যার সমাধানে আসি, নিচের স্ক্রীণশটগুলো দেখে দেখে প্রতিটা স্টেপ ভালোভাবে ফলো করুন; সমস্যার সমাধান হয়ে যাবে।

img1

প্রথমে ক্রোমের মেনু থেকে সেটিংস এ যান।

img2

এবার “Show Advanced Settings” এ ক্লিক করুন, নিচের মতো সেটিংস আসবে।

img3

এখান থেকে “Customize Fonts” এ ক্লিক করুন। নিচের অপশনগুলো দেখতে পাবেন।

img4

এখান থেকে চিহ্নিত সবগুলো অপশনে সিয়াম রূপালী ফন্ট সিলেক্ট করে দিন। তারপর “Done” বাটনে ক্লিক করুন।এবার বাংলা ঠিকভাবে

দেখাবেঃ

img5

যারা আমার মতো “কালপুরুষ” ফন্ট প্রেমিক তারা আপাতত সিয়াম রূপালী দিয়েই কাজ চালান :'(   এবার আসি ফায়ারফক্সেঃফায়ারফক্স নিয়ে এর আগে অনেক ব্লগ লেখা হয়েছে। তাই এটা না লিখলেও চলতো। তবে ফায়ারফক্স ইউজার ইন্টারফেইসে কিছুটা পরিবর্তন আসায় “কেউ কেউ” হয়তো আগের নিয়মে ঠিক করতে পারছেন না! (সিরিয়াসলি! কেউ কেউন মেনুও খুঁজে পান না!) তারা নিচের স্টেপগুলো ফলো করুনঃ

img1

Close বাটনের নিচে যে সুন্দর একটা “Menu” আইকন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করলে উপরের ছবির মতো আসবে। সেখান থেকে “Options” এ ক্লিক করুন।

img2

এবার “Content” এ ক্লিক করলে উপরের ছবির মতো অপশনগুলো দেখতে পাবেন। সেখান থেকে Default Font কালপুরুষ করে দিন। তারপর Choose এ ক্লিক করুন। নিচের ছবিটার মতো অপশন দেখতে পাবেন।

img3

“Select a lang uage to add…” এ ক্লিক করলে নিচের ছবি আসবেঃ

img4

এখান থেকে “Bengali [bn]” সিলেক্ট করুন।

img5

এবার “Add” এ ক্লিক করে “OK” করুন। নিচের ছবিতে ফেরত আসবেন।

img2

এখান থেকে “OK” বাটনে ক্লিক করুন। (লাল দাগে আর কিছু করার দরকার নেই, আগের ছবিটাই ব্যবহার করেছি। :p   ব্যস! আপনার ফায়ারফক্সেও বাংলা ঠিক দেখাবে। আর ফায়ারফক্সে “কালপুরুষ”-ই দেখাবে কোনো সমস্যা ছাড়াই। এই জন্য ইদানিং ক্রোমের পাশাপাশি ফায়ারফক্সও ইউজ করছি :\   এতবড় একটা জটিল (!) সমস্যার সমাধান করে দেশ ও জাতিকে রক্ষা করায় আমার জন্য কয়টা লাইক frandsssss??? ;)

টিউনটি এখান থেকে সংগৃহীত

ZubyTech (ব্লগিং এর নতুন দুনিয়া। আজকেই ভিজিট করুন আর আপনার প্রযুক্তির জ্ঞান বৃদ্ধি করুন)

ZubyTech পেইজ (টেক সম্পর্কিত সমস্ত খবরাখবর ফেসবুকেই পেতে এখনই একটি লাইক দিয়ে রাখুন!)

ফেসবুকে আমাকে অ্যাড করতে পারেন

Level New

আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

It’s very complicated. Just install “Solaiman Lipi” ( Where is available “prothom-alo.com”) and enjoy bangla correct form. It’s simple…………….

donnobad……………