আসুন ঘুরে আসি SEO এর একটি ডায়গনোষ্টিক সেন্টার থেকে।কাজে লাগবেই। আপডেটকৃত

প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে গতকাল আমি টিউনটি সম্পূর্ণ না করেই প্রকাশ করেছিলাম।যা ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত।তাই আমি আজ আবার টিউনটি নতুন করে আপনাদের সামনে প্রকাশ করলাম।

আমাদের মানব দেহে কোন ধরনে সমস্যা সৃষ্টি হলে অনেক সময় তা বাহ্যিক ভাবে ধরা পড়েনা তার জন্য আমাদের দেহে অনেক সময় একটা চেকআপ করাতে হয়।ঠিক তেমনি ভাবে আপনার ওয়েব সাইটের যদি কোন SEO সমস্যা থেকে থাকে তাহলে তা কোথায় গেলে আপনি রোগ নির্ণয় ও সমস্যার সমাধান করতে পারবেন আমি আজকে এই টিউনের মাধ্যমে আপনাদেরকে জনাবো।তো চলুন ঘুরে আসি একটি SEO ডায়গনোষ্টিক সেন্টার থেকে।

SEO ডায়গনোষ্টিক সেন্টার আবার কি

আমাদের দেশের ব্যাঙের ছাতার মত গতে উঠা প্যাথলজি বা ডায়গনোষ্টিক সেন্টারের সাথে SEO ডায়গনোষ্টিক সেন্টারের কোন মিলই নেই।তবে ভালো ডায়গনোষ্টিক সেন্টারের সাথে একটি জায়গায় মিল আছে।আর তা হল সঠিক রোগ নির্ণয়।আমারা হাজার হাজার শব্দ বাক্য ব্যবহার করে একটা সাইট বানালাম, সার্চ ইন্জিন অপটিমাজেশনের জন্য।কিন্তু আমাদের কিছু ভুলের কারনে আমরা অনেকে এর মধ্যে সফল হইনা।আর আমাদের ভুল গুলো ধরিয়ে দিতে সবসময় প্রস্তুত SEO ডায়গনোষ্টিক সেন্টার।
আপনার এই সেন্টারে যেতে হলে প্রথমে যেতে হবে এই লিংকে।।Seo Site Checkup নামের এই সাইটি আপনার ওয়েব সাইটের এসইও সম্পর্কে যত রকমের রোগ আছে সব ক্লিয়ার (মানে ঠিক পথ বাতলাইয়া) করে দেবে।আর এর জন্য আপনি সাইটটিতে প্রবেশ করে প্রথমে Analyze http:// ঘরে আপনার সাইটের ঠিকানা দিন।

এর পর Check All সিলেক্ট করে Get Checkup বাটনে ক্লিক করুন।ব্যাস কিছুক্ষনের মধ্যে আপনি আপনার সাইটের সকল Seo বিষয়ক তথ্য পেয়ে যাবেন।আপনার সাইটে যদি কোন সমস্যা থাকে তা তারা লাল বাটন দ্বারা বুঝিয়ে দেবে।আর সাথে আপনাকে এখন কি করতে হবে তার পরামর্শও তারা দিয়ে দেবে।এছাড়া আপনি আরো অনেক প্রয়োজনীয় লিংক খুজে পাবেন এই সাইট থেকে।যা আপনার সত্যই কাজে আসবে বলে আমার বিশ্বাস।কারন এটা আমার অনেক কাজে লেগেছে।যেমন আমার সাইটের সাইজ অনেক বেশি ছিল কিন্তু আমি তা প্রথমে খেয়াল করিনি।এর পর আমার সাইটটি অনেক ধীর গতির হয়ে যায়।যখন আমি আমার সাইটটি ওখান থেকে চেকআপ করাই তার পর বুঝতে পারলাম যে আমার সাইটের পেজে সাইজ অনেক বড়।কিভাবে সাইজ ছোট করতে হবে তাও সাইটটি আমাকে বলে দিয়েছে।এমন অনেক কিছুই আছে যা আপনি হয়তো খেয়াল করেন নি।কিন্তু তার কারনেই আপনার এসইও তে তেমন কাজ হচ্ছেনা।আর সেসব লুকায়িত বিষয় গুলোকে আপনার সামনে তুলে ধরবে এই চমৎকার সাইটটি।

যে যে বিষয়ে হবে এসইও চেকআপ

সাইটটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে চেকআপ করে থাকে তার মধ্যে অন্যতম গুলো হলো ......
১।আপনার ওয়েব সাইটের পেজ সংক্রান্তু তথ্য যেমন আপনার পেজের সাইজ,আপনার পেজের Caching Check।
২। আপনার সাইটের ডাটা সমূহ ,যেমন সাইটের লোডিং স্পীড কেমন,সাইটের যেসকল রিলেটেড লিংক আছে তার লিস্ট,Visitor Breakdown: আপনার পেজের ব্যাকলিংক সংখ্যা দেখা ইত্যাদি।
৩।আপনার সাইটে ব্যবহারকৃত মেটা ট্যাগ গুলো ডাটা এবং তার পরামর্শ।
৪।ওয়েব পেজের নোট সমূহ যেমন Most Common Keywords,Keywords এর ব্যবহার, h1 ও h2 ট্যাগের ব্যবহার,robots.txt ফাইল ,sitemap.xml ম্যাপ,URL Canonicalization ব্যবহার,Nested Tables ব্যবহার
Favicon সহ আরো অনকে কিছু।
৫।আপনার সাইটের ওবজেক্ট সমূহ যেমন সাইটের ইমেজ সাইজ কত,সিএসএস ইমেজ কত,সাইটের কোন ইমেজ গুলোর সাইজ বড় ইত্যাদি
৬।সাইটের নিরাপত্তা সংক্রান্ত সকল তথ্য।

আর আপনি আপনার সাইটের Overview বা পেজ সামারি ও পাবেন এখান থেকে ।যেকানে আপনার সাইট এসইও র জন্য কি মানে সাইট তা পরীক্ষার রেজাল্টের মত প্রকাশ করবে।

তো আশা করি টিউনটি আপনাদের অনেক কাজে দেবে।আর আবারো আপনাদের কাছে আমি কড় হাতজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি টিউনটি দেরীতে আপডেট করার জন্য ।সকলে ভালো থাকবেন।ধন্যবাদ

Level 0

আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি ও এটা আগে ব্যবহার করেছি।কিন্তু এটা এমন ভাবে দেয়া আছে যা সবার পক্ষে বোঝ সম্ভব নয়।তাই আমি এই সাইট তেমন ব্যবহার করি না তবে সাইটটিতে আরো অনেক নতুন কিছু জানার বিষয় আছে।ধন্যবাদ আপনাকে।

Level 0

tnx