জিপি ও টেলিটক! :: একবার হলেও দেখুন…

সবাই কেমন আছেন? আজ আর কোন টিপস দিচ্ছি না তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। আসুন, আজকে একটু জানি সেই বহুল জনপ্রিয় একটু মোবাইল অপারেটর সম্পর্কে অর্থাৎ জিপি (হারামির ফোন)!! জিপির লোক ঠকানর কাহিনি তো অনেক শুনেছেন কিন্তু জিপি সম্পর্কে এই তথ্যগুলো কি জানেন? না জানলে জেনে নিন...

নরওয়ের কোম্পানী গ্রামীনফোনের বাংলাদেশে গ্রাহক সংখ্যা নরওয়ের মোট জনসংখ্যার চেয়ে ৯ গুন বেশি। নরওয়ের মোট জনসংখ্যা মাত্র ৫০ লাখ আর বাংলাদেশে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা সাড়ে ৪ কোটি । বাংলাদেশ থেকে একজন গ্রাহক যদি মাসে ৩শ টাকাও ব্যবহার করে আর তারা যদি ৫০ ভাগ লাভ করে তবে তাদের জনগনের মাথাপিছু আয় দাড়ায় মাসিক ৪০ হাজার ৫০০টাকা। যদি আমরা টেলিটক ব্যবহার করতাম তবে এই বিশাল অংকের টাকাটা আমাদেরই থেকে যেতো।

এখন প্রশ্ন উঠবে টেলিটকে তো অনেক সমস্যা! এতো সমস্যা নিয়ে কিভাবে আমরা টেলিটক ব্যাবহার করবো? তো সেই সমস্যাগুলোরই উত্তর দিচ্ছি আমি! দেখে নিনঃ

** টেলিটকের কিছু লোকজনতো দুর্নীতিবাজ
- দুর্নীতি ঠেকানোর ক্ষমতাতো আমাদের নেই। আমাদের আছে টেলিটক ব্যবহারে ক্ষমতা। দুর্নীতিবাজরা দুর্নীতির টাকায় ১টির বদলে ৩টি বাড়ি করবে। সেই বাড়ি করতে এদেশের শ্রমিক লাগবে, ইট লাগবে, বালি লাগবে। অর্থাৎ টাকা কিন্তু ঘুরে ফিরে আমাদের হাতেই থাকবে।

** কিন্তু টেলিটকের তো নেট খারাপ
- আর বাকীগুলোরতো পেট খারাপ। সারা বছর এতো রক্তচুষেও তারে পেট ভরে না।

** টেলিটকের থ্রিজি রেট কেমন?
- অন্যদের টুজি রেটের চেয়েও কম। আর অন্য অপারেটরের থ্রিজি ব্যবহার করতে হলে হয়তো আমার মতো অনেককে মোবাইল সেটটিই বিক্রি করে দিতে হবে ।

** কিন্তু আমার এলাকায়তো থ্রিজি নেই
- টুজিতো আছে। টেলিটক টুজির স্পীড জিপি টুজির চেয়ে কোন অংশে কম নয়। আমি এই মুহুর্তে টেলিটক টুজি ব্যবহার করে স্ট্যাটাস দিচ্ছি। থ্রিজির জন্য টুজি নেটওয়ার্ক আপগ্রেড করা হয়েছে। অনেক ভালো স্পীড।

** টেলিটকের কাস্টমার সার্ভিস মোটেও ভালো না
- কাস্টমার সার্ভিসতো আর আমরা ভালো করতে পারব না। আমরা যেটা করতে পারি তাদের সাথে ভালো ব্যবহার করে কাস্টমার সার্ভিস শিখিয়ে দিতে পারি। আর ব্যবহারকারী বৃদ্ধি পেলে তাদের বেতনও বৃদ্ধি পাবে। তখন এমনিতেই সার্ভিস ভালো হয়ে যাবে।

আসল কথা হলো, দেশকে ভালবাসতে হবে। দেশের জন্য কস্ট করতে হবে। আর সেই কস্ট হলো- কর্তা ব্যক্তিরা কে কি করল না করল সেদিকে না তাকিয়ে শত সমস্যা থাকার পরও দেশীয় পণ্য ব্যবহার করতে হবে। আমি ব্লাড সাকার গ্রামীনফোনের স্টার সিম মানিব্যগে পাঠিয়ে টেলিটক শুরু করেছি। আপনি করছেন কবে? সেউ উত্তরের আশায় রইলাম... 🙂

ZubyTech (ব্লগিং এর নতুন দুনিয়া। আজকেই ভিজিট করুন আর আপনার প্রযুক্তির জ্ঞান বৃদ্ধি করুন)

ZubyTech পেইজ (টেক সম্পর্কিত সমস্ত খবরাখবর ফেসবুকেই পেতে এখনই একটি লাইক দিয়ে রাখুন!)

Level New

আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Teletalk Sim এ টাকা না থাকলেও 121 call দিলে যাই, আবার তারা call ও ধরে। আমি TT 25GB use করি।

কোন লাভ নাই। বর্তমানে ৪ কোটি গ্রাহক আছে জিপির। এরা অনেক পুরানো ইউজার। এতদিনের সিম নম্বর কেঊ বদলাতে চাবেনা সহজে। তাই জিপির গ্রাহক সংখ্যা সবসময় বেশি থাকবে।

    @Green spider: ভাই, আপনি না সেই টিউনার যে লিখেছিলো “আর ইউজ করবো না ফ্রি নেট এই হোক আমাদের প্রতিজ্ঞা”?? ঠিক কিনা..? আপনার কাছ থেকে আমি এই কমেন্টই আশা করেছিলাম।

      @প্রীতম চক্রবর্তী: এক্কেবারে হাচা কথা কইচেন ভাই । উনি ত আবার জিপির দালাল

    @Green spider: কেউ পারবে কি না- এটা দেখার বিষয় নয়; আপনি পারবেন কি না বলুন!

      @al mamun saif: ঠিক বলেছেন ভাই। 🙂 উনা মনে হয় পারবেনা কারণ উনি জিপির সাপোর্টার। উনার পোস্টগুলো দেখলেই বুঝতে পারবেন।

    @Green spider: @Green spider: গিরিল ইচপাইডার গরুটা এখানেও আছে দেখি 🙂

    @Green spider: ভাই কেউ পারবে কি না জানি না কিন্তু আমি পেরেছি আর আমি যেহেতু পেরেছি বাকিরা ও পারবে

    লোকমান (Green spider) তুই ভাল হইবি না । তুই পুরাই লুল !!!

    @Green spider: দূর হ হারামখোর। জিপির দালাল। রক্তচোষা

Level 0

আমার ১টা টেলিটক সিম আছে চিন্তা করতাছি এইটাই চালামু।

    @mizan4: দেরি না কেন শুরু করে দেন ভাই 🙂 ধন্যবাদ।

      @প্রীতম চক্রবর্তী: থ্যাংকস টিউন করার জন্য।প্রত্যেক টিউনারদের কাছে আশা করি গ্রামীন ফোনকে বাশ দিয়ে একটা করে টিউন করুক।আম্মু।আপি আব্বু সবাই জিপি ইউজ করত আগে ।০১৭১ সিরিজের নাম্বার ছিল।এখন কেউইই জিপি ইউজ করেনা।টেলিটক সিম আছে বাট নেট ইউজ করা হয়ে উঠেনা তেমন।ব্রডব্যান্ড চালাই আর জিপি ফ্রি চালাই।সবার কাছেই পারলে একটা করে জিপি সিম রাখেন।শুধু বাশ দেয়ার জন্য।

        @নামহীন: ভাই, আমি তো সবসময় রেডী থাকি বাশ দেয়ার জন্য 🙂 অলরেডি ৫জিবির মত বাশ দিছি ফ্রিতে গত ৬দিনে। আরও দিচ্ছি 🙂

          @প্রীতম চক্রবর্তী: দাদা আমি এক মাসে ২৮ জিবি ইউজ করসি আর ফ্রী নেট চালাইসি প্রায় পাচ মাস এবার হিসাব করেন। জাই হক এখন আর ফ্রী চালাই না কারন এখন ব্রডব্যান্ড লাইন ইউজ করি

          @প্রীতম চক্রবর্তী: @প্রীতম চক্রবর্তী
          আপনার টিউন পড়ে অনেক ভালো লাগল প্রীতম চক্রবর্তী ভাই..GP কে কিভাবে বাশ দিব
          ভাই পারলে কেউ আমাকে শিখিয়ে দেন
          GMAIl ID:[email protected]

      @প্রীতম চক্রবর্তী: ভাই খুব অল্প দিয়ে ফেলছেন।আমার এক ফ্রেন্ড গ্রামীনের এক এম্বিপিএস এর ২জিবি কিনে বাশ খাইছে।অই সিম দিয়ে এখন দিনে ৭-৮ জিবি নামাই।আর ব্রডব্যান্ড দিয়ে বাকি কাজ সারি।আমাদের গিরিল ইচিপাইডার জনার বলেন ওনারা নাকি অনেক কম দামে ভাল স্পিডের প্যাকেজ দেন।তাদের ৫১২ কেবি স্পিডের ২জিবি প্যাকেজ ৪৬০টাকা যেখানে অন্যান্য অপারেটর এর তারা ১এম্বিপিএস দেয়(বাংলালিংক,এয়ারটেল) ৪০২ টাকায়।আর হারামীফোনের ১এম্বিপিএস ২জিবি প্যাকেজ এর দাম কতো জানেন? ৮৫০+!!!!!!!! এই টাকায় ব্রডব্যান্ড ৫১২ কেবিপিএস পাওয়া যায়!আর টেলিটকের থ্রিজি স্পিড অনেক ভাল ।বাসায় বসেই ২০০কেবিপিএস ডাউনলোড স্পিড পাই।ব্রাউজিং তো আরো ভাল।যদি টাকা দিয়ে নেট ইউজ করতে চান তাহলে টেলিটক্ ধরেন।২জি হলেও ইউজ করেন।

        @নামহীন: ভাই ভুল আমি ১ এম্বিপিএস চালাই ব্রডব্যান্ড লাইন মাসে দেই মাত্র ৭৫০ টাকা তাও আনলিমিটেড

          @জুবায়ের আহমেদ: ভাই , আমি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা তে থাকি , এইখানে কি কোন ব্রডবেন্ড provider আসে? প্লিজ একটু বলেন । আর telephone line দিয়ে use করা যাবে নেট? ক্ত দাম হবে? স্পীড কেমন

@নামহীন @প্রীতম চক্রবর্তী @mizan4 আপনাদের কথা সুনে অত্যন্ত ভালো লাগলো… ধন্যবাদ…

Level 0

Green spider= নং ১ জিপি এর দালাল চিনে রাখুন, প্রীতম চক্রবর্তী। কিভাবে বাশ দিচ্ছেন শিখতে চাই যাতে আমরা ও দিতে পারি,

Level New

আপনার টিউন পড়ে অনেক ভালো লাগল ভাই প্রীতম চক্রবর্তী । আমরা যদি একবার নিজের বিবেক এর কাছে প্রস্ন করি তাহলে নিজে নিজের ভুল বুঝতে পারব। তাহলেই টেলিটক বাবহারে মন চাইবে।

প্রতি বছর Admission session এ টেলিটকের গ্রাহক বাড়তে বাধ্য ,ঠিক আমার মতো 🙂

হুম ।টেলিটক অনেক দিক থেকে ভাল।আর নেট পেকেজ তো পানির দামে।আমি টেলিটক ইউজ করি।পোস্ট করার জন্য ধন্যবাদ।

আমি টেলিটক ইন্টারনেট চালাই ৯২ টাকায় (ভ্যাট সহ) ১ জিবি। সাধ্যের মধ্যে রাজার হালে চালানো যায়।
জিপি যদি চালাই তো ফ্রি চালানোর চেষ্টা করি, আপনাদের টিউটোরিয়াল দেখে।

ভাই একটা কথা বলতে পারি যে টেলিটক এর নেটওয়ার্ক থিক হবে তখন যখন গ্রাহক সংখ্যা বারবে।

ভাইরে বাংলালিংক এ ২৩ টাকায় ৪ জিবি চালা শান্তি পাবি। ৩.৪ এমবিপিএস গতি।

গ্রীন মাকড়সাকে ব্যান করে না কেন ? শালা হারামি ।
@jubayer_ahmed…আপনি কোন ব্রডব্যান্ড ব্যাবহার করেন প্লিজ বলবেন। আমি খুব শিগ্রই ব্রডব্যান্ড লাইন নিতে আগ্রহী

    @সাব্বির চৌধুরী: ভাই আপনার আশে পাসে যদি কন ব্রডব্যান্ড এর সংযোগ দাতা থাকে তাদের সাথে আলাপ করে দেখতে পারেন। আমি বিডি মাক্স এর লাইন ইউজ করছি।

আমি আমার পুরাতন টেলিটক সিম টা চালু করে ফেলেছি ।গ্রামিন অফ করে দিসি যদিও আমার সিম এর নাম্বার ০১৭১২ ্‌্‌্‌্‌৫৬ কিন্তু টেলিটক সিম এখন থেকে ব্যবহার করব ।কথা দিলাম ।পুরাতন সিমের গুস্টি কিলাই ।

    আমার গ্রামিন সিম এর নাম্বার ০১৭১২****৫৬ , শুন্য গুলা হবে না আমি নাম্বার হাইড রাখলাম

বাধ্য হয়ে গ্রামীন ব্যবহার করতে হচ্ছে
কারন আমাদের এলাকায় এখন ও টেলিটক থ্রিজি আসেনি
আসলেই গ্রামীণ কে কবর দিব

ভাই আমিও গ্রামীন বাদ দিয়ে টেলিটক use করছি।

সত্যিকারের ৩ জির মজা কেবল জিপিতেই পাবেন 😀

    আমি ও @Green spider: টেলিটক ব্যবহার করব ভাবতেছি । জিপির খালি চাপা আছে ক্লিয়ার কাটের নাম করে মানুষকে ঠকাচ্ছে !!!!

    @Green spider: @Green spider: জিপির চাকরি টা ছাইড়া দে বাপ… না হলে দেশের মাটিতে তোর এতো বদনাম হবে… তোকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে পাওয়া যাবে না।

Level 0

আমিও গ্রামীন বাদ দিয়ে টেলিটক
use করছি।

ভাই ভাল লাগল।এরকম টিউন আরও চাই ।ভাবছি আমার পুরাতন টেলিটক সিমটা ব্যাবহার করব।ইচেছ করলে টেলিটক তাদের সার্ভিস আরও ভাল করতে পারে।কিছু কুত্তার বাচ্চা আছে তাদের জন্য টেলিটক এর এই অবস্থা।

ভাই পারলে কেউ আমাকে শিখিয়ে দেন .GP কে কিভাবে বাশ দিব?আমার GMAIL ID[[email protected]]

Pritom ভাই আমার গ্রামীন ফ্রী নেট চাই।

যুগে যুগে এই দেশে বিভিন্ন ধরনের মীরজাফরের জন্ম হয়েছে। যারা কিনা নিজেদের স্বার্থে নিজের দেশকে বিদেশি কম্পানিদের হাতে বিক্রি করে দিতে বিন্দু মাত্র দ্বিধা করে না। আর এমনি ভাবে এই যুগের বর্তমান মীরজাফর হল এই Green spider . যে কি না নিজের দেশ থেকেও জিপি কে বেশি ভালবাসে। আফসোস

    @নাজমুল হাসিব: কেউ তো আপনাকে জিপি ইউজ করার জন্য পিটাচ্ছে না, তাহলে শুধু শুধু ফ্রি নেট ইউজ করে একটা কোম্পানির ক্ষতি করবেন কেন?

@প্রীতম ভাই খুবই চমৎকার একটা পোস্ট করেছেন ধন্যবাদ। আমি অলরেডি ব্যাবহার করছি নেট স্পীড খুবই ভালো ১৫০ এমবি ০৮ মিনিটে ডাউনলোড করেছি। আমি যশোর এ থাকি এখানে টেলিটক এর কাস্টমার সার্ভিস খুবই ভালো. আবার ৮০ টাকায় ১ জিবি দিচ্ছে ০৩ দিনের জন্য জারা মুভি পাগল তাদের জন্য ভালো

ak mot…..@ Nazmul Hasib

আমি তো অনেক আগে থেকেই ব্যবহার করি ২২০/= ২জিবি গতি ও ভাল সব সময় ২০KB/s থাকে। একবার সমস্যা হয়েছিল আমি ১২১ এ ফোন দিলাম তারা আমার সাথে কয়েক বার যোগাযোগ করে আমার সমস্যা ঠিক করে দিল।
তাই আসুন আমরা সবাই টেলিটক ব্যবহার করি।

vi ami 2ti sim used kori

Level 0

জিপির টুঁ জি আর টেলিটকের টুঁ জির গতি একই কথাটা মানতে পারলাম না। আমার এখানে জিপিতে টুঁ জি স্পিড পাওয়া যায় ১৮০-২০০ কে বিপিএস।আর টেলিটক ৮০ – ১২০ কেবিপিএস। তবে জিপির এভারেজ স্পিড ১৫০ বেশি থাকলেও টেলিটকে থাকে মাত্র ৬০ কেবিপিএস।তাহলে কিভাবে আমি টেলিটক ব্যবহার করবো? আর টেলিটক থ্রি জি সেতো আমাদের কাছে স্বপ্ন।

Level New

@ green spider. Gp re free net diye je bash dissi tar chodone gp tor moto bejomma dalal amago hat paa dhorar jonno set korse. Gp re free net er chodon deya cholte thakbe. Daily 10 gb chodon. Parle theka.

ভাই জিপির ফ্রী নেট চাই @প্রীতম চক্রবর্তী
[[email protected]]

টেলিটক ই ইউজ করব।

টেলিটক ইউজ করব কিন্তু প্যকেজ লিষ্ট জানি না।

Level 0

@GP r রক্ষিতা Green spider:: “””কোন লাভ নাই। বর্তমানে ৪ কোটি গ্রাহক আছে জিপির। এরা অনেক পুরানো ইউজার। এতদিনের সিম নম্বর কেঊ বদলাতে চাবেনা সহজে। তাই জিপির গ্রাহক সংখ্যা সবসময় বেশি থাকবে।”””

আপনে কোন যামানায় বাস করেন, বর্তমান Generation artel, TT Youth, Use করে। উদাহরন- আমি এবং আমার ফ্রেন্ড-সর্কেল, sim 1-artel or TT, sim 2- Gp. artel or TT দিয়ে কথা বলার জন্য এবং Gp দিয়ে free net চালানোর জন্য। (বি:দ্র: আমার এই comment টাও Gp r free net থেকে করা। 😀 Thanks to techtunes. I love this site. )