আপনার ব্লগে প্রবেশ করুন আর অটোমেটিক সুন্দর একটি মিউজিক বাজতে থাকুক

কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন, আমিও ভাল আছি আপনাদের দোয়ায়।  আমার আজকের টিউন যাদের ব্লগ সাইট আছে তাদের জন্য। টিউনটি খুবি মজার। আপনারা কেউ অটবি ফার্নিচার কোম্পানির ওয়েব সাইটে প্রবেশ করছেন কি না জানিনা? দেখবেন তাদের ওয়েব সাইটে প্রবেশ করার সাথে সুন্ধর একটি মিউজিক বাজতে থাকে। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার আপনাদের ব্লগ ওয়েব সাইটে মিউজিকটি যুক্ত করবেন।

প্রথমে ব্লগার ডেসবোর্ডে লগ ইন করুন,তারপর

1. Layout

2. Add a gadget

3. HTML/Java script

4. নিচের কোডগুলো কপি করে পেস্ট করুন

<!-- Darmowy odtwarzacz muzyki na stronę z http://www.soundimage.pl START //-->
<script id="player_type" language="javascript" type="text/javascript">
var player_id=1;
var soundimage_player_start = 1;
document.write('<div id="soundimage_holder'+player_id+'" align="center">');
document.write('<div id="soundimage_player_main'+player_id+'"></div>');
document.write('<a id="soundimage_player_links'+player_id+'" href="http://www.soundimage.eu/" target="_blank" title="Royalty Free Music">Royalty Free Music</a>');
</script>
<script id="player_script" src="http://www.soundimage.pl/freemusic/soundimage_player_en2.js" language="javascript" type="text/javascript"></script>

<!-- Free website background music player from http://www.soundimage.eu END //-->

5. সেভ করুন এবং ওয়েব সাইটটি ভিজিট করে দেখুন মিউজিকটি যুক্ত হয়েছে। তবে আপনি চাইলে মিউজিকটি Pause ও করে রাখতে পারবেন।

সময় পেলে আমার ব্লগ এ ঘুরে আসতে পারেন

Level 0

আমি আকাশ মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

আপনাকেও ধন্যবাদ

ধন্যবাদ

ভাইয়া মোবাইলে ওকি বাজবে…………

Thanks for your tune.

প্রিয় টিউনার,

আপনার টিউন যেহেতু প্রোগ্রামিং সংক্রান্ত টিউন ও টিউনে কোডের ব্যবহার রয়েছে তাই বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড যেমন HTML, CSS, JS, PHP ইত্যাদি কোড সুন্দর ও সঠিক ভাবে দেখাতে টেকটিউনসের রয়েছে নিজেস্ব “কোড হাইলাইটার”। টেকটিউনস কোড হাইলাইটার ব্যবহার করার জন্য Code Escape করার প্রয়োজন নেই।

টেকটিউনসের “কোড হাইলাইটার” কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে https://www.techtunes.io/web-design/tune-id/77692/ এই টিউনটি দেখুন।

নিয়মিত টিউন করুন ধন্যবাদ আপনাকে।

সুন্দর জিনিস। তবে এটা বাইরের দেশের ওয়েবসাইট এর জন্য খুব ভালো হই।

নিজের পছন্দের Music সেট করা যাবে ?