গ্রামীনফোন ২জিবি ৩জি ইন্টারনেট মাত্র ৩৭৩টাকা এবং ৩৪৭টাকা

এবার গ্রামীনফোনে ২জিবি ৩জি ইন্টারনেট পাচ্ছেন মাত্র ৩৭৩টাকা ও ৩৪৭টাকায়। এটি কোন অফার নয়। মাত্র কয়েকটি ধাপ পূরনের মাধ্যমে আপনি এই সুযোগটি উপভোগ করতে পারবেন।

৩৭৩টাকায় ২জিবি

প্রথমে আপনার ইন্টারনেট ডিএক্টিভেট করুন। তারপর গ্রামীনের ২জিবি EDGE প্যাক চালু করুন। গ্রামীন EDGE ২জিবি প্যাকের দাম ৩৪৫টাকা ভ্যাটসহ। প্যাকটি চালু করতে ডায়াল করুন *১১১*৬*১*৩*২*১# । ২জিবি প্যাক চালু হওয়ার পর *৫০০*৫৯# ডায়াল করে গ্রামীনের ৭৫এমবি প্যাকটি চালু করুন।৭৫এমবি প্যাকের দাম ২৮টাকা ভ্যাটসহ। এবার দেখুন আপনি ৩জি নেট পাচ্ছেন। সাথে আপনার ২জিবির সঙ্গে ৭৫এমবি যোগ হবে। কারন গ্রামীনের নিয়ম অনুসারে আপনি যে ইন্টারনেট প্যাক চালু করেননা কেন তারা আপনাকে বেশিদিন মেয়াদের প্যাকেজটি ব্যবহার করতে দিবে এবং সর্বশেষ চালুকৃত প্যাকেজ অনুসারে আপনি নেট স্পিড পাবেন।

৩৪৭টাকায় ২জিবি

এইক্ষেত্রে প্রায় সব নিয়ম উপরের মত। কিন্তু ২জিবি প্যাক চালু করার পর ৭৫এমবি চালু না করে ৩জি Click 4mb প্যাক চালু করতে হবে।৪এমবি প্যাকের দাম ২.৮৮টাকা। চালু করতে ডায়াল করুন *১১১*৬*১*১*১*১# । তারপরে পূর্বের মতই আপনার ২জিবির সাথে ৪এমবি যোগ হবে এবং ৩জি নেট স্পিড পাবেন।

এই টিউনের উপরের অংশটি প্রকাশিত। কিন্তু কোথায় পড়েছিলাম মনে না থাকায় লিঙ্ক দিতে পারলাম না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর নিচের অংশটি আমি নিজে চালু করে দেখেছি। তবে আমি বলব আপনারা ২জিবির পর ৭৫এমবি প্যাক চালু করলেই ভালো। কারন এটি নিরাপদ এবং মেয়াদও বেশি। আর ৪এমবির প্যাক আমি নিজে চালু করেছি গতরাতে। তাই এটি নিয়ে কিছু আশংকা রয়েছে। যদিও মেয়াদ ১মাস দেখাচ্ছে।

এটি আমার প্রথম টিউন। তাই কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

Level 0

আমি ইকবাল হোছাইন গালিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস