এক নিমেষেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোডের সবগুলো পদ্ধতি জেনে নিন ।

আসসালামুআলাইকুম । সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সবাই । ব্যস্ততার কারণে দীর্ঘদিন ধরে লেখালেখি করা হচ্ছে না । বহুদিন পর আজ আবার হাজির হয়েছি, চেষ্টা করবো নতুন কোন টিপস দিতে ।  ইতিপূর্বে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার অনেক পদ্ধতি সম্পর্কে আপনারা অনেকেই অবগত হয়েছেন ।  আজ সবগুলো পদ্ধতি নিয়ে আলোকপাত করবো । সব পদ্ধতি জানা থাকলে সময়ে সময়ে আপনার সুবিধা মত যেকোন পদ্ধতি প্রয়োগ করে কাঙ্খিত ভিডিও ডাউনলোড করতে পারবেন ।  চলুন দেখে নিই কি কি পদ্ধতি আছে, জানা আছে কয়টি, আর অজানা আছে কয়টি ।

প্রথম পদ্ধতি :

আপনার কম্পিউটারে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটি ডাউনলোড করে নিন ।  অতপর যথন ভিডিও প্লে করবেন অটোমেটিক ডাউনলোড অপশনটি পাবেন । আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে, ফ্ল্যাশ প্লেয়ার যথাযথভাবে ইন্সটল করা আছে ।  যদি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটি না থাকে তবে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন ।

Internet Download Manager 

আর যদি ফ্ল্যাশ প্লেয়ারটি ইন্সটল করা না থাকে, তবে নিচের লিংক থেকে ফ্ল্যাশ প্লেয়ারটি ডাউনলোড করে নিন ।

Flash Player

দ্বিতীয় পদ্ধতি :

এ পদ্ধতিতে আপনি যখন ইউটিউব এর কোন ভিডিও প্লে করবেন, তখন ইউটিউব এর লিংক এর শুরুতে ss বসিয়ে দিয়ে এন্টার দিন । তাহলে ভিডিও ডাউনলোড এর আরেকটি সাইট ওপেন হবে । সেখান থেকে কাঙ্খিত ফরমেটে ক্লিক করলেই আপনার সেই ফাইলটি ডাউনলোড শুরু হবে ।  নিচের নির্দেশনা গুলো অনুসরন করে এ পদ্ধতিটি প্রয়োগ ধাপে ধাপে প্রয়োগ করুন ।

ইউটিউবে গিয়ে কাঙ্খিত ভিডিওটি ওপেন করুন ।
তারপর www. এর স্থলে ss টাইপ করে এন্টার দিন ।

কোন অপশন আসলে Proceed Anyway তে ক্লিক করুন ।

তারপর আপনার পছন্দমত ফরমেট-এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে ।

তৃতীয় পদ্ধতি :

এ পদ্ধতিতে নিচের লিংক থেকে ইউটিউব ডাউনলোডার সফটওয়্যারটি ডাউনলোড করে নিন । তারপর সফটওয়্যারটি ইন্সটল করে ওপেন করুন ।  আপনার ভিডিও লিংকটি কপি করে পেস্ট করে তারপর  ডাউনলোডে ক্লিক করুন ।  নিচের নির্দেশনা গুলো অনুসরন করে এ পদ্ধতিটি প্রয়োগ ধাপে ধাপে প্রয়োগ করুন ।

নিচের লিংক থেকে ইউটিউব ডাউনলোডারটি ডাউনলোড করে নিন ।

Youtube Downloader 

তারপর সফটওয়্যারটি ইন্সটল করে ওপেন করুন ।

এখন ইউটিউবে গিয়ে কাঙ্খিত ভিডিওটি ওপেন করুন । তারপর শেয়ার বাটনে ক্লিক করলে একটি লিংক পাবেন ।

লিংকটি কপি করে ইউটিউব ডাউনলোডার সফটওয়ারে গিয়ে পেস্ট করুন ।

তারপর ডাউনলোডে ক্লিক করলেই কাঙ্খিত ভিডিওটি ডাউনলোড শুরু হবে ।

চতুর্থ পদ্ধতি :

আপনার ব্রাউজার এর এড্রসবারে কাঙিখত ভিডিওটির লিংক কপি করুন ।
তারপর নিচের লিংকে ক্লিক করে একটি সাইট ওপেন করুন ।

Force Download

কপি করা ভিডিও লিংকটি এখানে পেস্ট করে Go-তে ক্লিক করুন ।

এবার কাঙ্খিত ফরমেটে ক্লিক করে ভিডিও কনভার্ট ও ডাউনলোড করতে পারবেন ।

পঞ্চম পদ্ধতি :

এ পদ্ধতিতে ওয়ান ক্লিক ডাউনলোডার ব্যবহার করে মজিলা ফায়ারফক্সের মাধ্যমেই আপনি ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারবেন ।  এজন্য আপনার মজিলা ফায়ারফক্স ব্রাউজার-এ Alt+T প্রেস করুন অথবা টুলস-এ ক্লিক করুন । তারপর Add-ons-এ ক্লিক করে 1 Click youtube Video Download লিখে সার্চ দিন ।

Add-onsটি ইন্সটল করে মজিলা ফায়ারফক্স রিস্টার্ট করুন । ব্যাস হয়ে গেলো এখন আপনার ব্রাউজারে প্লাগইনসটি শো করবে এবং এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি ইউটিউব এর যেকোন ভিডিও ডাউনলোড করতে পারবেন ।

ষষ্ঠ পদ্ধতি :

নিচের লিংকটির মাধ্যমে ড্রপবক্স থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন ।

Youtube Video Downloader Pro

ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারটি ইন্সটল করে ওপেন করুন ।

এখানে Add Download এ ক্লিক করলে আরেকটি ডায়ালগ বক্স আসবে ।

এখানে ইউটিউব এর ভিডিও লিংকটি কপি করে পেস্ট করে Download Now বাটনে ক্লিক করলেই আপনার কাঙ্খিত ভিডিওটি ডাউনলোড হতে থাকবে ।

এর বাইরে আরো অনেক পদ্ধতি থাকতে পারে । তবে আপাতত আমার আর জানা নাই ।

আজ তাহলে এ পর্যন্তই । আবার আরেকদিন হাজির হবো নতুন কোন লেখা নিয়ে।  সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ।

আর আমার অনলাইন আর্নিং সাইট থেকে শেষবারের মত ঘুরে আসবেন । সবার জন্য শুভ কামনা রইলো ।

আমার ব্লগ      ।।       ফেসবুক পেজ      ।।      ফেসবুকে আমি    ।।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।

Level 2

আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Science & Engineering www.facebook.com/aimanbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস