এই লোক ফ্রড! এর থেকে সাবধান!! এরপর হতে পারেন আপনিও শিকার!!

পেপালের ডলার কিনতে যেয়ে এক তিক্ত অভিজ্ঞতার শিকার হলাম। লোককে বিকাশ করার পর ফোন অফ এবং আমাকে ব্লক। কালকে যাচ্ছি জিডি করতে। দেখি কিছু করা যায় কিনা ।।
আপনারা দয়া করে অনেক সাবধান। যত তেল মারুক বা যত কমই বলুক না কেন, ফেস টু ফেস না হয়ে টাকা দিবেন নাহ।

একে চিনে রাখুন, চেহারা ভাল করে চিনুন এবং ভুলেও এর থেকে কিনতে যাবেন নাহ, নাহয় আমার মত অবস্থায় পরবেন। নিতান্ত অনেক তারাতারি দরকার ছিল বলে কিনতে গিয়েছিলাম এবং ধরা খাব না খাব না করেও খেয়ে গেলাম। এর নাম মিনহাজুল ইসলাম ।

Level 2

আমি naimmcduck। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Ohhh…

Level 0

নিজের কষ্টার্জিত টাকা কোন চোরের হাতে তুলে দিবেন না।

বিষয়টা দূ:খজনক! কেনযে, আপনারা শিক্ষিত হয়েও ঐ সব পথে পা দেন………. কে জানে!! এই রকম যে কতজন ভূক্ত ভোগীর ঘটনা জেনেছি যার তথ্য উপস্থাপনা করতে গিয়ে একটি পান্ডুলিপিতে পরিণত হবে।-ধন্যবাদ।

কিছু কথা না বললেই নয় তাই বলছি —
০১. যারা ধরা খান তারা ফেস টু ফেস লেন দেন করেন না সাধারনত।
০২. ২/৩ টাকা কম বেশীর জন্য বিশ্বস্ত মানুসের কাছ থেকে ডলার কেনেন না ।
০৩. কারো কাছে থেকে ডলার কেনার পূর্বে কাওকে জিজ্ঞাসা করেন না , ধরা খাওয়ার পর বলে বেড়ান ধরা খাইসি ।