আজ রাতেই হয়ে যাবে ২০১৪ বিশ্বকাপের সবচেয়ে অসাধারন ম্যাচটি! আজকের ম্যাচের বিজয়ীর হাতে যাবে ওয়ার্ল্ডকাপ এর ট্রফি... আজকের ম্যাচের বিজয়ী হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন।
তাই, এই ম্যাচ সম্পর্কে মানুষের আগ্রহের শেষ নেই। এই বিশ্বকাপের ম্যাচ সম্পর্কে এই পর্যন্ত অনেকেই ভবিষ্যৎ বানী করেছিল। কিন্তু, কেউই অক্টোপাস পল হতে পারেনি 🙂 তবে একটা জিনিস আমাদেরকে আশার আল দেখাচ্ছে। এমন একটা সফটওয়্যার যে আজ পর্যন্ত সবগুলো ভবিষ্যৎ বানী সঠিক দিয়েছে। এটার নামঃ Cortana
Cortana হচ্ছে একটি মাইক্রোসফট এর নির্মাণ করা সফটওয়্যার যা সকল উইন্ডোজ ৮.১ চালিত স্মার্টফোনে আছে! তবে, বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রেই এই সফটওয়্যার ব্যাবহার করা যাচ্ছে।
দ্বিতীয় রাউন্ড থেকেই এই সফটওয়্যার সকল ম্যাচের সঠিক ভবিষ্যৎ বানী করেছে! যা সবাইকে চমকে দেয়! আর এই Cortana বর্তমানে ভবিষ্যৎ বানী করেছে যে জার্মানি বনাম আর্জেন্টিনা ম্যাচের উইনার হচ্ছেঃঃ------ "" জার্মানি ""
হ্যা, ঠিকই দেখছেন। সফটওয়্যারটি জার্মানির পক্ষে ভবিষ্যৎ বানী দিয়েছে।
তবে, আর্জেন্টিনার সমর্থকদের মন খারাপ করার দরকার নেই। সত্যিই এখনো জার্মানি বিজয়ী হতে পারেনি। Cortana এর ভবিষ্যৎ বানী এবার ভুলও হতে পারে! দেখা যাক আজকে কে জিতবে রাত ১টার সময় অনুষ্ঠিত হওয়া এই ফাইনালে! 🙂
সবাইকে অনেক ধন্যবাদ টিউনটি পড়ার জন্য 🙂
আমার ফেসবুক আইডিঃ এখানে ক্লিক করুন
আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 161 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মাঝে মাঝে নিজেকে দেখলে মনে হয়, 'হায়! আরও কত কিছু করার বাকি আছে!'
My good wishes to both team.