এখন ইউটিউব থেকেই হাই স্পীড (আমি 1mbps+ পাই) এ ডাউনলোড করুন খুব সহজে…

আমি অনেক দিন ধরে টেকটিউন এর একজন নিয়মিত পাঠক, আমি টেকটিউন থেকে অনেক কিছু শিখেছি। কিন্তু সময়ের অভাবে আমি কখনই টিউন করি নাই...আজকে সেহরী খাওয়ার পর কেন জানি মনে হল আমারো কিছু শেয়ার করার দরকার তাই টিউন করতে বসলাম।

অনেক তো বকবকানি করলাম না জানি এতক্ষনে সবাই চেইতা গেছেন নাকি????

এবার আসল কথায় আসি, আমি কিছুদিন আগেও ইউটিউব থেকে ডাউনলোড করতাম সেভফ্রম ডট নেট থেকে, ইউটিউব থেকে ডাউনলোড লিঙ্ক কপি করে করে এই লিঙ্ক এ দিয়ে দিতাম আর ডাউনলোড করতাম, ভালই ডাউনলোড হচ্ছিলো বাট প্রব্লেম একটাই সেইটা হল ডাউনলোড স্পীড খুব কম পাইতাম...

তারপর গত কয়েকদিন ধরে গুগল মামার সাহায্যে সলুশন তো পেয়ে গেলাম। তারপর ভাবলাম সবার সাথে শেয়ার করি, তাই এই প্রচেষ্টা আসুন শুরু করি

প্রথমেই যে জিনিস টা লাগবে সেটা হল "জলন্ত খেকশিয়াল" (firefox) ব্রাউজার যাদের ইন্সটল করা আছে তাদের তো কোন কথাই নাই। আর যাদের ইন্সটল করা নাই তারা এইখান থেকে নিতে পারেন, তারপর ইন্সটল করুন।

এইবার ফায়ার ফক্স (firefox) ব্রাউজার টা ওপেন করে এইলিঙ্ক এ ক্লিক করেন। দেখবেন লিখা আছে add to firefox ঐ খানেই ক্লিক করবেন, তারপর ইন্সটল নাও (install now) এ ক্লিক করেন, এবং আপনার ব্রাউজার টি কেটে দিয়ে আবার ওপেন করেন।

add ons of firefox 1 click youtube downloder

+ add to firefox এ ক্লিক করুন।

add ons of firefox 1 click youtube downloder

install now এ ক্লিক করুন।

বাহ হয়ে গেল!!!!!!!!! এখন আর কিছুই করার নাই। আপনার ব্রাউজার টা কেটে দিয়ে আবার ওপেন করুন...আর হজালে ডাউনলোড করুন ,

এখন ইউটিউব কে FTP সার্ভার এর মত করে ইউজ করুণ। এখন ব্রাউজার টি ওপেন করলে নিচের মত ডাউনলোড আসে নাকি দেখেন তো????

add ons of firefox 1 click youtube downloder

উপরের ডাউনলোড এ ক্লিক করেন, তারপর ইচ্ছা মত যেকোন ফরম্যাটের ভিডিও ডাউনলোড করেন ধুমছে...

বিশ্বাস না হলে আমার ডাউনলোড স্পীড টা দেখুন স্কিন শট দিয়ে দিলাম

download speed

আর আপনাদের বুঝতে কোন সমস্যা হলে অবশ্যই টিউমেন্টস করবেন। আর ভুল হলে ক্ষমা করে দিয়েন আর এটাই আমার প্রথম টিউন তাই উৎসাহ পেলে আরো টিউন করবো...ইনশাল্লাহ

ফেসবুক এ আমি

স্কাইপিতে আমি

Level 2

আমি রফিক হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a student of DIU. Now I am studying in Electrical & Electronics Engneering. i wanna to do work for our country. Allah help me


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা কি সত্যি??? এটা শুধু কি ব্রডব্যান্ড এর জন্য নাকি অন্য অপারেটরএ ও চলবে

Level 2

ইন্টারনেট ডাউনলোড (idm) থাকতে আলদা অ্যাডঅন এর কি দরকার ?idm দিয়েই তো ভিডিও ডাউনলোড হয়

ভাইয়া শিরনামে problem আছে মনে হই।

আপনি লিখেছেন ;;এখন ইউটিউব থেকেই হাই স্পীড (1MB per second) এ ডাউনলোড করুন…।।)
নেট কানেকশন যদি ৫১২ থাকে তাহলে 1mbps স্পিড দিবে কেমনে ??

শিরনাম দেখে মনে হচ্ছিলো স্পিড লিমিট ব্রেক করে আপনাকে স্পিড দিবো :/
আর এই adons টা অনেক আগে থেকেই আমি use করি।
ধন্যবাদ

    @রাকিব হাসান: ভাই মজা পাইলাম

Level 0

আগেই জানি কিন্তুু অনেক এ বিশ্বাস করে না। আমি (5MB per second) এ ডাউনলোড করি । আমার ব্রডব্যান্ড নেট কানেকশন ৫১২kbps.

আমি তো ব্রডব্যান্ড ইউজ করি, আমি আগে ডাউনলোড স্পীড পাইতাম 190kbps কিন্তু এই এডন্স ব্যাবহার করে 1200+

ভাই সব এতো সব বাদ দিয়ে এয়ারটেল এর ৬ জিবি ৭০ টাকায় নিয়ে নিন আর 1mb/s এ ডাউনলোড এবং ব্রাউজিং বিস্তারিত www. freeinbd. blogspot.com এ ভিজিট করুন এখুনি।মনে রাখবেন 1mb/s……….ধন্যবাদ

Level 0

bhi firefox to bollan chrome ar jonno ki niom asa to bollan na ?

Level 0

আপনার আইএসপি ইউটিউব ক্যাশে করে/ইউটিউবে এক্সট্রা ব্যান্ডওইথ প্রোভাইড করে/দুটোই করে। আগে আপনি থার্ড পার্টি সার্ভার থেকে ডাউনলোড করতেন। তাই নরমাল স্পীডে ডাউনলোড হত। এখন ক্যাশে ভার্সন থেকে/সরাসরি ইউটিউব থেকে ডাটা ট্রান্সফার হওয়ার কারণে স্সীড স্বাভাবিকভাবেই বেশি। এটা আহামরি কিছুনা। -_-

মেহেদী হাসান ভাইয়া@
এটা শুধু মাত্র ব্রডব্যান্ড ব্যাবহার কারিদের জন্যই কার্যকর। যাদের কেবল মাত্র ব্রডব্যান্ড লাইন আছে তারাই এইটা ইউস করতে পারবে বা এই রকম স্পীড পাবে।

iwtbah007 ভাইয়া@
আমার জানা মতে গুগল ক্রমের এই রকম এডন্স আছে কিনা জানি না, আপনি ফায়ার ফক্স ব্যাবহার করতে পারেন। ইউটিউব থেকে ডাউনলোড দেয়ার জন্য।

Ashik72 ভাইয়া@
যে ভাবেই হোক না কেন আমি নিজে ডাউনলোড স্পীড তো পাচ্ছি তাই আর এত্ত কিছুর চিন্তা কিসের????
ডাউনলোড স্পীড পাইলেই ভাল…।।

    Level 0

    @Rafique Hossain: একচুয়ালি পেলেই হল না। আপনি যেটা পাচ্ছেন সেটাকে লোকাল সার্ভার/এফটিপি/বিডিআইএক্সের সাথে কম্পেয়ার করতে পারেন। এখানে স্পীড সাধারণত লিমিট করা হয় না বা করলেও তা প্রমিজড স্পীড থেকে অনেক বেশি। আপনার আইএসপি কে জিজ্ঞেস করলে জানতে পারবেন তারা ইউটিউব ক্যাশে করে কিনা বা এক্সট্রা ব্যান্ডওই্থ দিচ্ছে কিনা। এড অনের এর পিছনে কোনো ভূমিকা নেই। তাই সবাই পাবে এমনটা না।

Zahid Hossain ভাইঃ
এয়ারটেল এর ৬ জিবি ডাউনলোড দেয়ার পর কি করবেন??? ঐ টা তো আনলিমিটেড না, আমি ব্রডব্যান্ড ইউস করি আনলিমিটেড ডাউনলোড করতে পারি…মজাই আলাদা

rezon_bd ভাইয়াঃ
thnx ভাইয়া…সাপোর্ট করার জন্য…

    @রাকিব হাসান
    ভাইয়া, আমি নিজেও তো ২৫৬ স্পীড এর নেট ইউজ করি বাট ইউটিউব এর থেকে কিন্তু আমি ১mb + ডাউনলোড স্পীড পাই…কিন্তু কেমনে পাইলাম????আমার তো ২৫৬ এর উপরে যাওয়ার কথা না?????

@রাকিব হাসান
thnx….

Level 0

tnkx bro
100% kaaJ kore

IDM দিয়েই ডাউনলোড করেন কিন্তু সেইটা হউয়া চাই HD বাট শুধু IDm দিয়ে ডাউনলোড করলে ভাল রেজুলেশন পাওয়া যাবে না…।

Level 0

আমার Firefox 29 এর সমস্যা হচ্ছে , Download বাটন আসে না 🙁 , সাহায্য করুন

Level 0

vai apni je isp companyr internet chalan tader GOOGLE server ase. tai speed besi pan.

Level 0

Chomotkar.. onek valo laglo.. bisal kaj er jinis vaiya..

Level 0

Vhaiya ami Add ons ta install krci but download hoy firefox er default Downloader diye
apni kibhabe idm diye download koren janale khusi hotam

tanxEem HD @
thanx bro…….may you live long

@ anik00 ভাইয়া,
আপনি কি ধরনের প্রব্লেম এ ভুগতেছেন তা কিন্তু ক্লিয়ার করে বলেন নাই…মানে আপনি কি এডন্স এর ডাউনলোড করার অপশনের কথা বলছেন নাকি ডিরেক্টলি ডাউনলোড করার কথা বলছেন????
আর যদি ফায়ারফক্স ২৯ এ কাজ না করে তাইলে ফায়ারফক্স ৩২ ব্যাবহার করেন…ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে
http://www.filehippo.com/download_firefox/tech/
অথবা
http://www.filehippo.com/download_firefox/download/f5dddc2925b6b60db49fb0f12899b27d/
উপরের যেকোনো একটি লিঙ্ক কপি করে আপনার ব্রাউজার এর url এ বসায়ে দেন। ব্যাস সকল সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ

@ oceanboy23 ভাইয়া,
আমি যেভাবেই পাই না কেন…সেইটা তো দেখার বিষয় না বরং দেখার বিষয় এইটা যে স্পীড ভাল পাচ্চি কিনা????
তারপর ও সমালোচনা করার জন্য ধন্যবাদ।

@ Ahsan
thnx vaiya…..আপনারা আমাকে এভাবে উৎসাহ দিলে ভালই লাগে…এটাই আমার প্রথম টিউন। যাই হোক ভালই লাগছে সবাই আমাকে খুব রিস্পন্স করছে…ইনশাল্লাহ আমি আরো টিউন করবো।

Level 0

addon install হয় কিন্ত youtube এ গেলে addon টার যে download বাটন আসার কথা সেটা আসে না ভাই
নতুন firefox দিয়ে ট্রাই করে দেখি কি হয়

@ wridoy
ব্রাউজারের ডাউনলোড শুরু হউয়া ফাইল টা খুব সহজেই IDM এ নিতে পারবেন। তার জন্য প্রথমে আপনাকে ctrl+j চাপতে হবে তারপর কাঙ্খিত ডাউনলোড করতে চাওয়া ভিডিও টার লিঙ্ক টা কপি করে IDM সফটয়ার টা অন করে add url এ ক্লিক করবেন…আর যদি না পারেন তাইলে আমাকে ফেসবুক এ একটু নক কইরেন…অথবা আমার 01674035912 কন্ট্রাক্ট নাম্বার এ ফোন দিয়েন। ইনশাল্লাহ আমি সল্ভ করে দিবো…।আর স্কিন শট এর দরকার হলে ফেসবুক এ আমাকে নক করেন আমি আপনাকে স্কিন শট পাথায়ে দিবো।
ফেসবুক এ আমি
https://www.facebook.com/rafique.hossain?ref=tn_tnmn

    Level 0

    @Rafique Hossain: Vhaiya ami try krci apnar kotha moto but speed ase 67kbps jeta amar default download speed

অনিক ভাইয়া,
আপনি আপনার ব্রাউজার টা আপডেট করে দেখেন। কাজ হবে

Level 0

কাজ করছে , অনেক ধন্যবাদ ভাই 🙂 @Rafique Hossain

ভাই আমি অতো শত বুঝি না। আমি বাঙলালিংক এর ১এমবিপিএস ব্যাবহার করি কিন্তু স্পিড পাই ৩.২এমবিপিএস আর ডাউনলোড স্পিড ৫১৪-৫২০কেবিপিএস।

vai ami 3 bocor dohora BTCL are brod ban internet calai (512 kbps).ko kono download speed 70 kbps up holona. apni ato speed koi palan.

লতিফ ভাইয়া@
আপনি নিজেই একবার ট্রাই করে দেখেন হয় কিনা????
আমি পাইছি এবং এখন অনেকেই তো পাচ্ছে তাই শেয়ার করলাম…দেখেন এই এড-অন্স টা ব্যাবহার করে। কাজ করলে ভাল।

ইমন মাহমুদ @ ভাইয়া
আপনি তো মডেম ব্যবহার করেন।
আপনি কিন্তু ব্রডব্যান্ডের মজাটা বুঝতে পারছেন না। আনলিমিটেড ডাউনলোড ……মজাই আলাদা

অনিক @ ভাইয়া
ধন্যবাদ আপ্নাকেও…ভালোওওওও থাকা হয় যেন…”শুভ রাত্রী”

Level 0

আমারও তো ইউটিউবে, Kickass torrent, Playstore e মিনিমাম 2 Mb/sec speed. এটা আইএসপি ক্যাশ করে প্রোভাইড করে । এতে এড অনের কোন ভুমিকা নাই।

বাবু ভাইয়া@
kickass torrent, playstore e আমি ডাউনলোড স্পীড পাই না কেন ভাইয়া একটু বলবেন???
?

Level 0

ftp server এ কিভাবে ওপেন করব ?

humanst1@
ভাইয়া আমি তো FTP সার্ভারের কথা রুপক অর্থে বোঝাইছিলাম।

Level 0

কারন আপনার আইএসপি ওগুলো ক্যাশ করে না

আপনার ব্রডব্যান্ড লাইন এ youtube server বুজলেন। না বিশ্বাস হইলে আপনার লাইনএর অপারেটর কে জিজ্ঞাশা করেন 🙂
আমার ব্রডব্যান্ড লাইন এ ও সার্ভার কনো addon লাগে না আম্নিতেই 2mbps ডাউনলোড পাই 😀

Level 0

ভাই, আমারটাতে ডাউনলোড হয় ব্রাউজারের ডিফল্ট ডাউনলোডার দিয়ে, আইডিএম দিয়ে নয়। আর স্পীডও আগের মতই। আইডিএম দিয়ে কীভাবে ডাউনলোড করব?

আপনার আইএসপি ক্যাশ করে এটা প্রোভাইড করছে। এবং এই ব্যাপরে আপনার আইএসপি ভালো বলতে পারবে। আমিও তো বিটিসিএল ব্রডব্যান্ড ব্যবহার করি। স্পীড তো আগেরটাই। শুধু ব্রডব্যান্ড ব্যবহার করলেই হবে না, আইএসপি ক্যাশ না করলে এটা সম্ভব না।

ব্রাউজারের ডাউনলোড শুরু হউয়া ফাইল টা খুব সহজেই IDM এ নিতে পারবেন। তার জন্য প্রথমে আপনাকে ctrl+j চাপতে হবে তারপর কাঙ্খিত ডাউনলোড করতে চাওয়া ভিডিও টার লিঙ্ক টা কপি করে IDM সফটয়ার টা অন করে add url এ ক্লিক করবেন…আর যদি না পারেন তাইলে আমাকে ফেসবুক এ একটু নক কইরেন… ইনশাল্লাহ আমি সল্ভ করে দিবো…।আর স্কিন শট এর দরকার হলে ফেসবুক এ আমাকে নক করেন আমি আপনাকে স্কিন শট পাথায়ে দিবো।
ফেসবুক এ আমি
https://www.facebook.com/rafique.hossain?ref=tn_tnmn