কিভাবে বুঝবেন ফেসবুকে কেউ আপনাকে সত্যিই ব্লক করছে কি না? (এক্ষুনি দেখে নিন !!!)

প্রথমেই বলে নেই এটা একটা সিম্পল পদ্ধতি। তাই অনেকেই হয়তো আগে থেকেই জানেন। তাই যারা একেবারেই নতুন এবং জানেন না তারা ভালো করে দেখুন আমার টিউনটি তাদের জন্যই।

এবার কাজের কথায় আসি। অনেক সময় আমাদের ফেসবুকে অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হতে হয় যার ফলে কেউ আপনাকে ব্লক করে দিতে পারে। সেটা হতে পারে আপনার ফ্রেন্ড বা অন্যকেউ। আবার অনেক সময় আমরা আমাদের আইডি ডিএকটিভেট করি। এটা আপনার ফ্রেন্ড ও করতে পারে। আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনার ফ্রেন্ড আপনাকে ব্লক করছে নাকি তার নিজের আইডি ই ডিএক্টিভেট করে দিয়েছে।কারন উভয় ক্ষেত্রেই আপনি নিচের মত ছবি দেখতে পাবেনঃ

এর ফলে আপনার কনফিউশন ও বাড়বে। আমি আপনাদের দেখাব কিভাবে আপনি সেটা বুঝতে পারবেন এবং আপনার কনফিউশন দূর করতে পারবেন। এটা খুব সিম্পল একটা পদ্ধতি। আপনারা নিচের স্টেপগুলি অনুসরণ করুনঃ

  • সাইট এর এড্রেস এর শেষে '/' এর পরে আপনার সেই ফ্রেন্ড এর ইউজারনেম যোগ করুন যে আপনাকে ব্লক করছে বলে আপনার মনে হচ্ছে। ইউজারনেম কোথায় পাবেন সেটা বলে দেই। সেই ব্যক্তির প্রোফাইলের এড্রেস যদি  https://www.facebook.com/zuck  হয় তাহলে ইউজারনেম হল zuck ।

উদাহরণ হিসেবে যদি ইউজারনেম zuck  হয় তাহলে সাইট এর এড্রেস হবে এইরকম

  • এবার নিচের ছবিগুলি ভাল করে খেয়াল করুন।

যদি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির একাউন্ট এক্টিভ থাকে মানে সে যদি আপনাকে সত্যই ব্লক করে থাকে তাহলে উপরের সাইটে ভিজিট করার পর আপনি নিচের মত ছবি দেখতে পাবেনঃ

আর সে যদি তার আইডি ডিএক্টিভেট করে তাহলে নিচের মত ছবি দেখতে পাবেনঃ

তাহলে বুঝতেই পারছেন কিভাবে আপনি পার্থক্য করবেন কেউ আপনাকে সত্যিই ব্লক করছে নাকি সে নিজেই তার আইডি ডিএক্টিভেট করে দিয়েছে। আজ এ পর্যন্ত ই।

Level 0

আমি Knight। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জানা ছিলো না বেপার টা কাজে দিবে…।
ধন্যবাদ ভাই…

    Level 0

    @রাকিব হাসান: welcome

    Level 0

    @আর জে সোহেল: welcome

Level 0

@knight ভাই পিসি দিয়ে আমার ফেসবুকের হোম এ ক্লিক করলে, Sorry this page is not available আসে। ফেসবুক লোগো তে ক্লিক করলেও একই সমস্যা । আমাকে সাহায্য করুন ।

    Level 0

    @rajubd.eee: সমাধান পাইছি, ধন্যবাদ।