ডার্ক ওয়েব , রহস্যের হাতছানী ( পর্ব ২ ) যেভাবে ঢুকবেন

হাই পিপল,

লিখবো লিখবো করে আজ সারাদিন পার হয়ে গেলো, সময় করে উঠতে পারি নাই। এখন লিখে ফেলি। যারা জানেন না , বা আগের টিউন টা দেখেন নাই, তারা  ডার্ক বা ডিপ ওয়েব, রহস্যের হাতছানী ( পর্ব ১) টিউন টা আগে দেখে নেন।

শুরুতেই বলে নেই, অনেকের কাছেই ডার্ক ওয়েব অপরিচিত একটা যায়গা, সো ঢুকে কিছুই খুজে না পেয়ে বিরক্ত হন অনেকে। তাদের বলবো সাধারন নেটে যা দেখেন, তার থেকে কয়েকশো গুন বেশী তথ্য ডার্ক বা ডিপ ওয়েবে লুকানো থাকে। এখন মুল আলচনায় আসি।

আমি যেভাবে শুরু করলাম

শুরুতে আমার একটা এক্সট্রা হার্ডডিস্ক আছে, যেটাতে বস্তাপচা কতগুলো মুভি ছিলো। মেইন টা খুলে রেখে সেটা লাগাইলাম, লাগিয়ে নতুন করে উইন্ডোস সেটাপ দিলাম। ( এইটুকু আমার এক্সট্রা সতর্কতা , না হলেও সমস্যা নাই ) ফায়ারফক্স ইনস্টল দিলাম , এবার শুরু করি।

যা করতে হবেঃ

সাধারন ব্রাউজার দিয়ে ডিপ ওয়েবে ঢুকতে পারবেন না। এজন্য লাগবে টর বলে একটা ব্রাউজার। যেটা অনলাইনে আপনাকে লুকিয়ে ফেলবে। আপনি কে, বা কোথা থেকে ব্রাউজ করতেছেন তা জানা যাবে না সাধারন ভাবে, তবে হ্যা, নাসা বা আমেরিকার ক্ষতি করতে গেলে তারা আপনারে দোজখ থেকেও খুজে বের করার ক্ষমতা রাখে, এটা মনে রাখবেন ।

সো চলে যান Tor এর সাইটে , লিঙ্ক ঃ https://www.torproject.org/download/download.html.en

ডাউনলোড করে ফেলেন, বেশী বড় না ফাইল টা । ২৫ মেগাবাইটের মত।

এবার ইনস্টল দেন কোন একটা ফোল্ডারে। সাবধানতা সরুপ c ড্রাইভ বাদ দিয়ে অন্য কোথাও । সেই ফোল্ডারে যেয়ে টর ব্রাউজার টা ওপেন করেন। এবার টর কিছুক্ষন সময় নিবে নিজের নেটয়ার্কে আপনাকে কানেক্ট করতে, একটু ধৈর্য ধরেন।

হয়ে গেলে সাকসেস পেইজ দেখতে পাবেন।

ব্যাস, আপনি এবার রেডী অন্ধকার জগতে পা রাখার জন্য। এবার আমি কি বলি মন দিয়া দেখেন।

  •  কোন কিছুই, Pdf , ভিডিও, ওডিও ফাইল রে ডাউনলোড দিবেন না।
  •  হার্ড ক্যান্ডি,  পর্ন এ ধরনের কোন বিজ্ঞাপনে ক্লিক করবেন না, ভয়ানক কিছু ভাইরাস থাকে। তার উপরে এগুলো লিগাল না।
  •  কোথাও আপনার মেইল বা কোন তথ্য চাইলে দেবেন না।
  •  খুব দরকার হলে একটা ভুয়া মেইল খুলে রাখেন।
  •  ড্রাগ বা অস্ত্র বেচাকেনা হচ্ছে, এমন যায়গা গুলো থেকে দূরে থাকবেন। এগুলোর উপর নজর রাখা হয়।

যাহোক, টর ওপেন করছেন ? অনেক টাই ফায়ারফক্সের মত, তাই না ?

শুরুতে একটা সার্চ ইঞ্জিন দিলাম , এখানে সার্চ করে কিছু পাইতে পারেন।

http://xmh57jrzrnw6insl.onion/ এটা একটা টর সার্চ ইঞ্জিন।

আরেক টা জিনিষ শেয়ার করি, DOXBIN - Post Dox এটা একটা ওপেন আর্টিকেল ডাইরেক্টরী। ঢুকে Bangladesh লিখে সার্চ করে হোচট খাইছি।

সো, এখানেই লেখা টা শেষ, বাকি যা কিছু তা আপনার জন্য একটা গেম, খুজে বার করুন।  কিছু না বুঝলে এখানে কমেন্ট করুন, আমি চেষ্টা করবো হেল্প করতে

সময় করে একবার আমার সাইট ঘুরে আসতে পারেন, লেখাটা সেখানেই প্রথম প্রকাশিত।

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

valoi ,,,,,,,,,,,,,,,,,caliye jan vai

Level 2

অসংখ ধন্যবাদ। এটা ছাড়া techtunes এর মাধ্যমে আর কি দিতে পারি?

শিমুল ভাই যদি কিছু ডাউনলোডই না দিতে পারলাম তাহলে আর ডার্ক ওয়েব কেন???ডাউনলোড দিলেই বা কি কি সমস্যা হতে পারে???আর এই টিউন আর কোনো পর্ব কি প্রকাশ হবে নাকি এটাই শেষ পর্ব???আর এমন একটা বিষয় নিয়ে টিউন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    @Shoroar Alam: আরো হবে ভাই ইনশাল্লাহ। বিস্তারিত লিখবো, আজ শুরু তাই মানা করলাম, সেইফ থাকলে কিছুই সমস্যা না

Thank u bhai….
Amar question hosse ami jodi j Windows use kori sei Windows diye tur browser diye ei site a dhoki amar kono problem hobe ????

Level 0

Android e mone hoy eai browser ta support korbe, taina?

    @biplob roy: জী না, এটা পিসি সফট, এ্যান্ড্রয়েড এ সাপোর্ট করবে না ব্রাদার

Thanks vai……tobe android er jonno dile valo hoto…..parle diyen vai….

Level 0

যদি কেউ মোবাইল দিয়ে নেট বা মোবাইল ব্যাঙ্কিং করে তাহলে সেই মোবাইল দিয়ে ডার্ক ওয়েব এক্সেস না করাই ভালো..বাকি নিজের ইচ্ছে ..

Level 0

Real info. Please delete this line…. “তবে হ্যা, নাসা বা আমেরিকার ক্ষতি করতে গেলে তারা আপনারে দোজখ থেকেও খুজে বের করার ক্ষমতা রাখে, এটা মনে রাখবেন ।”

Level 0

vai ami tor namailam kaj kore kintu vaii kno dark web e dhuke na.sudhu normal website light world er gulai dhuke.
dark er sondhan to pailam na

Level 0

ভাল হয়েছে ধন্যবাদ ।

Bhai ae site ta general browser dia dhuke,boltase eta ekta tor search engine.
Link:https://xmh57jrzrnw6insl.onion.lt
Tobe kisu search korle error dekhai.

ভাল হয়েছে ধন্যবাদ ভাইয়া । আর সার্চ ইঙ্গিন লিঙ্ক টা কাজ করছেনা… প্লিজ দেখেন…।

জটিল টিউন ভাই

Good,But Risk নিতে পারব না ভাই।