আপনার কম্পিউটারকে বানিয়ে ফেলুন MediaFire এর মত ওয়েব সাইটে

অনেক দিন থেকেই চাচ্ছিলাম এটা নিয়ে টিউন করব , কিন্তু সময়ের অভাবে করা হয় নি । আশা করি টিউনটি আপনাদের অনেক কাজে দেবে । আজকে আপনাদের নতুন একটা Software এর সাথে পরিচয় করিয়ে দেব , আর Software টির নাম Tonido । এটা ব্যাবহার করে আপনি আপনার পিসিকে মিডিয়াফেয়ার বা hotfile এর মত সারভার এ পরিনত করতে পারবেন । এটা খুবই ভাল একটা কম্পিউটার প্রোগ্রাম , কিন্তু এর একটা সমস্যা হল ফ্রিতে আপনি শুধু ৫টার মত ফাইল শেয়ার করতে পারবেন ।যাই হোক আমি এখন আপনাদের দেখাব , কিভাবে আপনারা এটার ব্যাবহার করবেন । আর একটা কথা , আপনারা যারা TonidoLite এর ব্যাপারে আগে থেকেই জানেন, আমার এই টিউন তাদের জন্যে নয়।

১: প্রথমে সেটাপ ফাইলটি ডাউনলোড করুন এখান থেকে ---> DOWNLOAD

ডাউনলোডেড ফাইলটি ইন্সটল করুন । এবার নিচের মত করে দেখতে পাবেন

s1

অথবা  নিচের মত করেও আপনি  প্রোগ্রামটা রান করতে পারবেন
s2

২: এবার রান করলে আপনার ওয়েব ব্রাউজার ওপেন হবে এবং সাইন আপের অপশন দেখতে পাবেন , নিচের ছবির মত করে ।
null

সকল প্রয়জনীয় তথ্য এখানে দিতে হবে ।আপনি যে Account Name টি দেবেন সে অনুযায়ী আপনার

পিসির ওয়েব এড্রেস হবে । ধরুন আপনার Account Name "example" । তাহলে আপনার পিসির

এড্রেস হবে  "example.tonido.com" ।
৩: Create এ ক্লিক করলে আপনার Account টি ওপেন হবে । নিচের ছবির দিকে খেয়াল  করুন ।
null
এখানে অনেক অপশন রয়েছে ।আশা করি আমার দেখাতে হবে না , আপনারা এটা করতে পারবেন । যাই হোক এবার আমি দেখাব কিভাবে ফাইল শেয়ার করবেন ।
৩: আপনার খুশিমত আপনার যেকোন ড্রাইভে গিয়ে আপনার পছন্দের ফাইল ক্লিক করুন এবং শেয়ার অপশন পাবেন ।
e
৪: এরপর Share এ ক্লিক করলে একটা URL link পাবেন । এই লিঙ্কটি আপনি যেকাউকে দিতে পারবেন ।
ও
এবং এটাই আপনার ফাইলটির ডাউনলোড লিঙ্ক । এখন অন্য যেকেউ আপনার শেয়ারড ফাইলটি Access করতে পারবে, ঠিক যতক্ষন আপনার
PC তে ইন্টারনেট সংযোগ থাকবে ।
৫:এবার শেয়ারড ফাইলস এ ক্লিক করুন । আপনি যে ফাইল গুলো শেয়ার করেছেন তার বিস্তারিত দেখতে পাবেন । নিচের ছবি খেয়াল করুন ।
null
এভাবে একটা ফ্রী Account দিয়ে আপনি ৫টি ফাইল শেয়ার করতে পারবেন । সবগুলো ফাইল শেয়ার করতে হলে আপনাকে প্রিমিয়ামে আপগ্রেড করতে হবে আপনার Account  ।
টিউনটি করার উদ্দেশ্য হল , যারা মুভির জন্য ওয়েব সাইট খুলতে চাচ্ছেন তাদের একটা সহজ রাস্তা দেখিয়ে দেওয়া । একটা প্রিমিয়াম
Account থাকলে তারা অনেক ফাইল শেয়ার করতে পারবে । টিউনটি অনেক তারাহুরো করে করতে হয়েছে , ভুল হলে ক্ষমা করবেন ।
আর এই লিঙ্ক এ আপনারা যা যা দরকার তার সকল তথ্য পাবেন । যদি টিউনটি কাজে লেগে থাকে তাহলেই আমি খুশি ।সবাই ভাল থাকবেন ।

Level 0

আমি Naasif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ । মিডিয়া ফায়ার পরকিসি দিয়ে ফাইল নামাতে সমস্য । ডাইরেক্ট লিংক দেয় এমন কিছু শেয়ার করুন ভাই। তবে ছোট একটি আমার সাইটে দেখুন ডাইরেক্ট লিংক শেয়ার করার জন্য বিবরন একটু লেখা আছে।

Level 0

@ http://www.bangladesh.usa.cc
টিউমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ । আমি আপনার কথাটি বুঝতে পারছি না । আমি যেভাবে দেখিয়েছি তাতে ডাউনলোড লিঙ্ক IDM এ দিলেই তা ডাউনলোড হতে শুরু করবে । আপনার পিসিকে শুধু ইন্টারনেটে কানেক্টেড থাকতে হবে । ধন্যবাদ ।

ভাল টিউন, নতুন ১টা সফ্ট সম্পর্কে জানতে পারলাম… 🙂

Level 0

@ ধূপছায়া . ধন্যবাদ ।

সুন্দর পোষ্ট। ধন্যবাদ।

Level 0

@ Abdul Motaleb । ধন্যবাদ।

এইটা কি টরেন্ট ফাইলের মতো সেন্ড হই ? or skype এ জেভাবে ফাইল সেন্ড হই এইটাও কি ঠিক সেইভাবে ?
ধরেন আমার পিছিতে নেট কানেকশন স্লো আর আমি যাকে ফাইলটি দিবো তার হাই স্পিড নেট। এ ক্ষেত্রে সেতো অনেক স্লো স্পিড পাবে ফাইল্টি download দেবার সমাই তাই না ?

Level 0

@ রাকিব হাসান । এটা টরেন্ট ফাইলের মতো না । আমি যখন ইউজ করেছিলাম তখন নরমাল ফাইলগুলোর মত IDM দিয়ে ডাউনলোড করেছিলাম আর স্পিড খারাপ ছিলো না । ধন্যবাদ।

ব্যবহার করে মন্তব্য করবো।