আমি জিপির P6 ব্যবহার করি। মাস শেষে কমবেশি মেগাবাইট মাঝেমাঝে থেকেও যায়।
তাই মাসে 800mb দিয়েও চলা সম্ভব, ২০/২৫ দিন গেলেও তো অনেক তাই না। ১ মাসে 800mb at 137.5tk --150kbps হলে মন্দ হতোনা।
নিচের ছবিগুলো দেখেন Citycell এর সাইট থেকে নামিয়েছি।

Citycell বাদে জিএসএম কোন অপারেটর দিলে তা গ্রহন করা সম্ভব হত কিন্তু Citycell এর ইন্টারনেটের জন্য প্রয়োজন সিডিএম এর মডেম। যার মুল্য ৩০০০/ হাজারের মত।
কেউ কি মাত্র দুই মাসের জন্য একটা মডেম বা সেট কিনবে? ওদের কার্যকালাপ হাস্যকর।
Citycell নিয়ে বেশি কিছু বলবো না, কেননা আমরা সবাই এ বিষয়ে ভালই জানি। কোন একটা অপারেটরের কাছে কেওই কি জিম্মি হয়ে থাকতে চায়। তার জন্য প্রয়োজন অতিরিক্ত শুবিধা।
জিএসএম কোন অপারেটর থেকে খুব বেশি ডিফারেন্স কি করতে পেরেছে?
অফারটা দুই মাসের জন্য না দিয়ে একেবারে দিলে আমি অফারটা গ্রহন করতাম
আপনি কি করতেন জানাবেন।
আমি চেস্টায় সাইদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 866 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ,
দুঃখের বিষয় আমি Zoom ব্যবহার করলেও সুবিধাটা নিতে পারছি না কারন কুষ্টিয়াতে এখনো Zoom ultra আসেনি।