টিউনার ভাইয়াদের সাহায্য চাই, Please HELP.

টিউনার ভাইয়াদের সাহায্য চাই

আমি গত রমজান মাসে পিসি কিনেছি। তখন আমি আমার Nokia C2-01 কে ব্লুটুথ মডেম হিসেবে ব্যবহার করেছি। এতে গড়ে ২২-২৫ কিলোবাইট ডাউনলোড স্পিড পেতাম। কিন্তু সমস্যা হল ১৫-২০ মিনিট পরপর ফোন হ্যাং হতো(এখনও হয়) ও নেট ডিসকানেক্ট হয়ে যেতো। তাই কিছু দিন আগে একটা গ্রামীণফোনের ZTE মডেম কিনেছি। মডেমের মডেল MF-193A. কিন্তু মডেম ব্যবহারের অভিজ্ঞতা খুবই খারাপ। মডেম দিয়ে এখন কোনো রকমে ৬-৭ কিলোবাইট পর্যন্ত স্পিড উঠে। আবার, একই সিম, একই স্থানে Nokia C2-01 এ লাগিয়ে তাকে ব্লুটুথ মডেম হিসেবে ব্যবহার করলে ঐ ২২-২৫ কিলোবাইট স্পিড উঠছে।

এখানে বলে রাখি, বেজ টাওয়ার থেকে আমার বাড়ি প্রায় ৮ কিলোমিটার দূরে। আমি CPUর পিছনের USB পোর্টে মডেম লাগিয়ে চালাই (সামনের USB পোর্টে লাগালে USSD দিয়ে ব্যালেন্স চেক করার সময় মাঝে মাঝে Device not found লেখা আসে ও মডেম গরম হয়, খুব সম্ভত কম দামি কেসিং এর কারণে; কেসিংটা A-Techএর, দাম ২৯০০)। CPU টেবিলের উপরে থাকে অর্থাৎ মডেম মাটি থেকে প্রায় ২-২.৫ মিটার উপরে থাকে।

এখন আমার প্রশ্ন হলো একই স্থানে, একই সিমে, একই প্যাকেজে(GP, Night Time Unlimited 12am-10am) ফোনকে মডেম বানালে যে স্পিড ও অরিজিনাল মডেমের স্পিডের পার্থক্য এতো বেশি হওয়ার কারণ কী? এটা কী মডেমের সমস্যা? নাকি অন্য কিছু?

মডেমের সাথেই ১৮০ টাকা দিয়ে BNLএর ৩ মিটার লম্বা একটা এক্সটেন্ডেড USB কিনেছি, কিন্তু ওটাতে মডেম লাগালে শুধু Device not found লেখা আসে, মডেমে শুধু লাল বাতি জ্বলে, সবুজ জ্বলে নয়া।

প্লিজ, টেকি ভাইয়ারা হেল্প করেন।
help pls.help (1)

Level 2

আমি মোঃ আব্দুল্লা আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস