সাবধান! ফ্রি ইন্টারনেটের নামে চলছে প্রতারনা!

প্রথমেই যেই কথাটা must বলতে হয় সেইটা হলো এই Tune টা আমার না এটি  নাজমুল হোসেন লিখেছেন। কিন্তু Tune টা পড়ার পর আমার মনে হলো এই জিনিসটা আপনাদের মাঝে share না করতে পারলে আপনারা অনেক বড় একটা জিনিস হারাবেন প্রতারনার শিকার হবেন।

আপনার “মোবাইলে ফ্রি ইন্টারনেট চালান, ‘অমুক’ অপারেটরকে বাঁশ দিন” – এই শিরোনামে শত শত পোস্ট বিভিন্ন বাংলা ব্লগসাইট ও ফেসবুক পেজে দেখে থাকবেন। অনেকে প্রক্সি/ কাস্টম অপেরা মিনি প্রভৃতি উপায়ে কখনও কখনও ‘বিনামূল্যে’ ইন্টারনেট চালাতে সফলও হয়ত হয়েছেন। কিন্তু কোটি কোটি টাকা বিনিয়োগকারী মোবাইল অপারেটরগুলোকে বোকা বানানো বা ‘বাঁশ দেওয়া’ সহজ কাজ না।

‘প্রক্সিম্যান’রা (অর্থাৎ যারা প্রক্সি ইউজ করে :P) একের পর এক নতুন পন্থা বের করে চলে আর মোবাইল কোম্পানিগুলো তাদের প্রযুক্তিতে আপডেট এনে সেগুলো রোধ করার চেষ্টা করে। আমি যতজন প্রক্সিম্যান দেখেছি তারা সবাইই কোনো না কোনো সময় তাদের প্রক্সি সিস্টেমে গণ্ডগোল পেয়েছে এবং ফ্রি ইন্টারনেট ব্যবহার বন্ধ করতে হয়েছে।

তাই বলে প্রক্সি থেমে থাকেনি। ‘গবেষণা’ চলছেই। আর এরই মধ্যে এই প্রক্সি নিয়ে অনেকে খুলেছেন ব্যবসা।

কীসের ব্যবসা? এটা আসলে পুরোদস্তুর প্রতারণা। ফেসবুকে আজকাল অনেকেই বলে ‘ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে চাও, তাহলে আমার এই পেইজ লাইক দাও”! কেউ কেউ আবার বলে “অমুক অপারেটরকে বাঁশ দিয়ে ফ্রি ইন্টারনেট চালাও, বিস্তারিত জানতে আমাকে অ্যাড/ ফলো করো”!

অনেকে লোভে পড়ে ওসব পেজে লাইক দেয় এবং প্রোফাইলগুলোকে ফলো করে। এতে “অ্যাড মি” ফেসবুকারের ‘বন্ধু’ বাড়ে আর তথাকথিত পেইজ অ্যাডমিনদের ফ্যান বাড়ে, ফলে ভবিষ্যতে অন্যান্যদের পেজ প্রোমোট করে অর্থ উপার্জনের রাস্তা পরিষ্কার হয়।

কিন্তু এভাবে আর কতদিন? মনে রাখবেন, লোভ করা ভাল না। আর অসাধু উপায়ে যেকোনো কিছু পেতে চাইলে তার মধ্যে গড়মিল হবেই।

বাংলাদেশের ‘রবি’ মোবাইল অপারেটরের গ্রাহকরা এই বিষয়টি হাড়ে হাড়ে টের পেয়েছেন। অনেকেই হয়ত ব্লগে বা ফেসবুকে এরকম কোনো পোস্ট দেখেছেন যাতে লেখা,

“পোষ্টটি শেয়ার করুন এবং আপনার বন্ধুদের জানান এবং সবাই এই নিয়মটি ফলো করুন আর নতুন অফারটি গ্রহন করুন::– আপনারা যারা রবি সিম ব্যাবহার করেন তারা জানেন, কিছুদিন আগে রবি সিম এ ইন্টারনেট একদম ফ্রি করে দিয়েছিলো। এখন সেটা না দিলেও (অল্প কিছু টাকাতে) রবি দিচ্ছে 35 টাকার 1GB ধামাকা Offer।মোবাইলে 40 টাকা রাকবেন, এর পর MESSAGE এ 35 লিখে SEND করবেন (এখানে একটা শর্ট কোড) এই নাম্বারে। এখন আপনার মোবাইলে একটা কনফার্ম মেসেজ আসবে, তারপর আপনি ডায়াল করুন (এখানে আরেকটি শর্ট কোড) বেশ আপনার কাজ শেষ। ৩১৮ টাকার 1 G.B অপনি পাবেন মাত্র ৩৫ টাকায়”

এরকম আরও কিছু পোস্ট আছে যেগুলো শুরু হয় এভাবে “এইমাত্র হ্যাক হল বাংলাদেশের ২য় বৃহত্তম মোবাইল অপারেটর রবির ইন্টারনেট…”

এবার আসল কথায় আসি। উপরে যে ‘রবির হ্যাক অফার’টি দেয়া আছে, সেটি মূলত একটি ধান্ধাবাজি। আপনি যদি ফ্রি/হ্যাকড ইন্টারনেটের লোভে উপরের নিয়ম অনুসরণ করেন, তাহলে আপনার মোবাইল থেকে ব্যালেন্স ট্র্যান্সফার হয়ে শর্ট কোডের মধ্যে থাকা রবি নাম্বারে চলে যাবে। অর্থাৎ উপরের পদ্ধতি অনুসরণ করলে আপনার মোবাইল থেকে টাকা কেটে নিয়ে যাবে, যা সেই শর্টকোডে থাকা একাউন্টে জমা হবে। অনেকেই এটা করে প্রতারণার শিকার হয়েছেন এবং এই লোভে কিছু লোক আজও একই পোস্ট করে যাচ্ছে।

রবি’তে এক মোবাইল থেকে অন্য মোবাইলে ব্যালান্স ট্রান্সফারের জন্য এখন নিবন্ধনের প্রয়োজন হয়না। ট্রান্সফারের জন্য ম্যাসেজ অপশনে গিয়ে টাকার পরিমাণ (যেমন, ২০) লিখুন এবং ১২১২০১৮xxxxxxxx নম্বরে এসএমএস পাঠিয়ে দিন (এখানে ০১৮xxxxxxxx হচ্ছে ব্যালান্স গ্রহণকারীর নম্বর)।

এবার দেখুন তো, উপরের ভুয়া ইন্টারনেট পোস্টের সাথে মেলে কিনা! এই লিংকে রবি’র ব্যালেন্স ট্র্যান্সফারের বিস্তারিত নিয়ম দেখতে পারেন।

আপনি যেভাবে ইচ্ছা ইন্টারনেট ব্যবহার করেন, শুধু এগুলো প্রয়োগের আগে কমন-সেন্স ও অন্যান্য উৎস দিয়ে যাচাই করে নেবেন আপনি আসলে প্রতারণার শিকার হচ্ছেন না তো?

আজকের পোস্টে আমি কিন্তু প্রক্সিম্যানদের দোষ দিইনি। মোবাইল অপারেটরদের পক্ষেও কিছু বলিনি। শুধু বলতে চেয়েছি, আপনারা ইন্টারনেটে যেকোনো ফ্রি/ডিসকাউন্ট অফার দেখলেই ঝাঁপিয়ে পড়বেন না। খুব ভেবেচিন্তে এগোবেন। আপনাদের সবার সময় ভালো কাটুক। ধন্যবাদ।

Level 0

আমি প্রযুক্তি প্রেমিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই প্রতারনা কি আজ থেকে দেখেছেন?
তবে এটা কিন্তু কাওকে উল্লেখ করে বলবেন না

Md Sagor @Sure….আমি কাওকে উল্লেখ করেও বলিনি। কেউ জেনো প্রতারনাই পা না দেই তাই share করলাম।

ভাল পোস্ট

প্রতারনা আছে এবং প্রতারনা থাকবে কিন্তু এটা ঠিক যে Free Net চালানো যায়। এখন কেউ যদি একটু হেঙ্কি-পেঙ্কি করে পকেটের কিছু টাকা বাঁচতে পারে তাহলে ক্ষতি কি..!

    @বাপ্পী:হা হা কথাটা মন্দ বলেন নি। আমিও কিন্তু tune এ এইটাই বোঝাতে চেয়েছি যে ফ্রী নেট তো চালাবো but কারও প্রতারনার শিকার না হয়ে। আপনাকে ধন্যবাদ।

আপনার সমস্যা কোথায়, মাথায় না পেটে?
কেন এমন ফাল্তু পোস্ট করেন?
আপনি যদি কখনো ফ্রী নেট চালাতে নাই পারেন তার দায়-ভার আপনার । offer এর কথা বলে ধান্দা যারা করে তাদেরটা নিয়ে লিখলে ভালো করতেন । হাজার হাজার ভায়েরা আছেন যারা প্রক্সি বা অন্য কোন পন্থায় ফ্রী নেট চালাচ্ছে কোন সমস্যা ছাড়াই। আর এমন পোস্টে উৎসাহ দিন । ধন্যবাদ ।।

    @শহিদুল ইসলামঃ- আপনার সমস্যাটাই বা কথাই। আমি এই tune টা share করছি যেন আপনারা প্রতারনার হাত থেকে আর একটু সাবধান হতে পারেন। অজাথা তাদের support করটা আমি উচিৎ বলে মনে করি না। আপনাকে ধন্যবাদ।

Level 0

মিয়া আপনি নিজে তো কারো উপকার করতে পারেন না টার উপর মানুষের সুবিধা ভোগ করা কি সহ্য হচ্ছে না… ফ্রী নেটের কারনে যদি মানুষের ১ টাকা ক্ষতি হয়ে থাকে তাহলে হাজার টাকা লাভ হয়েছে…এইসব ফালতু পোস্ট করে মানুষের মন ভেঙ্গে দিয়েন না ??

    @meglariad -ঃ- আপনি অজাথাই রেগে যাচ্ছেন জনাব। আপনি হয়ত আমার tune টা বুঝতে ভুল করেছেন। আমি এই tune টা share করছি যেন আপনারা প্রতারনার হাত থেকে আর একটু সাবধান হতে। আর আমি বুঝি যে আমদের দেশের ইন্টারনেট এর দাম কতটা রাক্ষসী। তাই আমি ফ্রী নেট কে support করি। আমি কারওকে বিব্রত করার জন্য tune টা করি নি। আপনাকে ধন্যবাদ।

Level 2

ভালই

Level 0

চুরি বিদ্যা ভালো না।
বাশ দিতে চাইলে দুর্বার আন্দোলন গড়ে তুলুন।
যেখানে ৩জি চলে এসেছে সেখানে ২-৩ কিলোবিটের স্পীড চুরি…।
যে স্পীড দেখলে মাথা নষ্ট হয়।

    @munika15 ঃ আপনার কথাটা সঠিক ভাবে বুঝতে পারলাম না আপু। আপনি যদি বুঝিয়ে থাকেন যে ২G speed চুরি কেনো ৩G speed চুরি তাহলে ঠিক আছে।

অনেকের কাজে লাগবে। ধন্যবাদ লেখক কে।

parla sobi asun 3g speed a rokto chosa gp ka bash di

ধানের বেড় এর নিচে কে রে ? মা আমি গুড় খাই না ।
আমাদের ওই দশা এর কি ।

চমৎকার টিউন চালিয়ে যান ।

@বাপ্পী:হা হা কথাটা মন্দ বলেন নি। আমিও কিন্তু tune এ এইটাই বোঝাতে চেয়েছি যে ফ্রী নেট তো চালাবো but কারও প্রতারনার শিকার না হয়ে। আপনাকে ধন্যবাদ।

@শহিদুল ইসলামঃ- আপনার সমস্যাটাই বা কথাই। আমি এই tune টা share করছি যেন আপনারা প্রতারনার হাত থেকে আর একটু সাবধান হতে পারেন। অজাথা তাদের support করটা আমি উচিৎ বলে মনে করি না। আপনাকে ধন্যবাদ।

@meglariad -ঃ- আপনি অজাথাই রেগে যাচ্ছেন জনাব। আপনি হয়ত আমার tune টা বুঝতে ভুল করেছেন। আমি এই tune টা share করছি যেন আপনারা প্রতারনার হাত থেকে আর একটু সাবধান হতে। আর আমি বুঝি যে আমদের দেশের ইন্টারনেট এর দাম কতটা রাক্ষসী। তাই আমি ফ্রী নেট কে support করি। আমি কারওকে বিব্রত করার জন্য tune টা করি নি। আপনাকে ধন্যবাদ।

@ Alone boy & @ kalamfaim & @সুমির @tariqul6005 & @ শামীম রাশেদ : আপনাদেরকে ধন্যবাদ।কারন নিচ্ছয় আপনার সচেতন মানুষ।

@munika15 ঃ আপনার কথাটা সঠিক ভাবে বুঝতে পারলাম না আপু। আপনি যদি বুঝিয়ে থাকেন যে ২G speed চুরি কেনো ৩G speed চুরি তাহলে ঠিক আছে।

    @প্রযুক্তি প্রেমিক: ভাই আপনি কমেন্টের রিপ্লাই করার জন্য post comment এ ক্লিক না করে reply button এ ক্লিক করেন।

@কাজী কামরুজ্জামান: Thanks For Your Suggestion……