পিসিতে আনলিমিটেড ফ্রি নেট ব্যবহার করুন আপনার রবি সিম দিয়ে (VPN)

robi

আস্সালামু আলাইকুম ।
কেমন আছেন আপনারা?
আশা করি সকলে ভালো আছেন ।
এই পর্যন্ত আপনারা Pd Proxy, Proxifier, Ispce ও নানা রকম Vpn দিয়ে ফ্রি নেট চালিয়েছেন ।
এবং আমার জানা মতে কিছুদিন আগে সকলে PD PROXY দিয়ে ফ্রি নেট চালাচ্ছিলেন ।
কিন্তু এখন তা আর চলছে না । তাই আজ আপনাদের জন্য নতুন একটি সিস্টেম নিয়ে এলাম ।
আমি গত ১ মাস যাবত এই সিস্টেমে ফ্রি নেট ব্যবহার করছি । এইটির সবচেয়ে বড় সুবিধা হল এইটির কোন লিমিট নেই এবং এ্যাকাউন্ট খোলার কোন ঝামেলাও নেই । এটি আনলিমিটেড ।
তাই আশা করি আপনাদের ভালো লাগবে ।

যা যা লাগবেঃ
১। মডেম অথবা Pc Suite

২। Robi সিমে যেকোন একটি প্যাকেজ থাকতে হবে ।

৩। ProXPN নামক একটি সফটওয়্যার লাগবে ।

কার্যর্‍প্রনালীঃ
প্রথমে এখান থেকে ProXPN.exe নামক সফটওয়্যারটি ডাউনলোড করুন ।
এবার এই সফটওয়্যারটি পিসিতে ইনস্টল দিন । সফটওয়্যারটি ওপেন করতে হবে না ।
ইনস্টল শেষে এইখানে যানঃ C://Program Files/proxpn/bin/

এবার উপরের পিকচারে যেই চারটি ফাইল (openssl.exe, openvpn.exe, proxpn.exe, tapinstall.exe) কে দেখানো হয়েছে সেই চারটি ফাইলকে একটি একটি করে Administrator Permission দিতে হবে ।
যেকোন একটি ফাইলকে সিলেক্ট করুন এরপর মাউসের Right Button এ ক্লিক করুন এরপর নিচের দিকে এসে Properties এ ক্লিক করুন ।

এরপর Compatibility এ ক্লিক করুন, এরপর Run this program as an administrator অপশনটিকে mark করুন তারপর OK বাটনে ক্লিক করন । এইভাবে চারটি ফাইলকে Administrator Permission দিন ।

এবার Vpn Settings.zip ফাইলটি ডাউনলোড করুন ।
ডাউনলোড হয়েগেলে ফাইলটি Extract করুন । Extract করলে এই দুইটি ফাইল পাবেনঃ Vpn Settings.ovpn ও vpn.txt

এবার এই ফাইল দুইটিকে আপনার পিসির Desktop এ রাখুন ।

[Note : এই ফাইল দুইটিকে আপনার পিসির Desktop এ না রেখে যদি অন্য কোন ফোল্ডারে রাখেন তাহলে ফ্রি নেট চলবে না ]

সেটিংস এর কাজ শেষ ।

যে কাজটি প্রতিবার করতে হবেঃ
১। প্রথমে আপনার Robi সিমে যেকোন একটি ইন্টারনেট প্যাকেজ এ্যকটিভ করুন এবং নেট কানেক্ট করুন (নরমালি যেভাবে করেন) । [ Small Package = 4 MB Price : 2.30 tk (with vat). Dial *8444*4# to Active this Package. For Check Dial *8444*88#]

২। এবার Vpn Settings.ovpn ফাইলটিকে সিলেক্ট করে মাউসের Right button এ ক্লিক করুন, এরপর Start proXPN on this config file এ ক্লিক করুন । ক্লিক করলে একটি কালো পেইজ আসবে এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করুন...

যদি সবকিছু ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে কালো পেইজটি উপরের পিকচার এর মতো হবে । লক্ষ্য রাখবেন শেষ লাইনটি এমন হবে "Initialization Sequence Completed" । এবার এই কালো পেইজটিকে মিনিমাইজ করে রাখুন । এই পেইজটিকে Cancel করবেন না ।

[Note : ২ নং কাজটি ১ নং কাজ শেষ হবার সাথে-সাথেই করবেন ]

আপনার পিসি এখন ফ্রি ইন্টারনেট ব্যবহারের জন্য সম্পন্ন প্রস্তুত ।

এখন আপনি আপনার পিসিতে Firefox, Chorome, IDM, Skype, ইত্যাদি যা ইচ্ছে তাই ব্যবহার করতে পারবেন ।

কিছু গুরুত্বপূন কথাঃ
যদি কোন কারনবসত আপনার নেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যাই অথবা আপনার মডেমটি পিসি থেকে বের করে নেন তাহলে আপনার প্যাকেজের সম্পন্ন MB অথার্ত 4 MB কেটে নিবে । মোবাইলের টাকা কাটবে না ।
এক্ষেত্রে আপনাকে পুনরায় নতুন একটি প্যাকেজ নিতে হবে । কিন্তু Robi সিমে প্যাকেজ এর MB শেষ হয়েগেলেও প্যাকেজটি থেকে যাই এজন্য পুনরায় একই প্যাকেজ নিতে হলে প্রথমে পূর্বের প্যাকেজটি Cancel করতে হবে । এর জন্য ডায়াল করুন *8444# এরপর 2 চেপে ok করুন এরপর 1 চেপে ok করুন এরপর আবার 1 চেপে ok করুন । তাহলে আপনার প্যাকেজটি Cancel হয়ে যাবে । এবার আগের মতো করে *8444*4# ডায়াল করে নতুন একটি 4 MB এর প্যাকেজ এ্য্যকটিভ করুন ।

4MB কে রক্ষা করার উপায়ঃ অনেক খোজাখুজি করে একটি উপায়টি বের করেছি । এই উপায়টি একটু ঝামেলার । তারপরও অনেকেই এই উপায়টি দ্বারা উপকৃত হবেন ।
তাই এটি শেয়ার করছি । উপায়ঃ আপনি যদি মোবাইল দিয়ে পিসিতে নেট ব্যবহার করেন তাহলে মোবাইল থেকে ব্যাটারে খুলে নিন, এবার মোবাইলে ব্যাটারি লাগিয়ে চালু করুন দেখবেন 4 MB রয়েগেছে ।

আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন ।

= = = = ফেসবুকে আমি = = = =

পোষ্টটি আবিষ্কার করেছে সাগর
পোষ্টটি পূর্বে প্রকাশিত হয়েছে আমার নতুন ব্লগে

Level New

আমি Rohossomoy Parvez। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দেখি চেষ্টা করে হয় কি না… 😛

Level 0

পারভেজ ভাই TT তে এইটাই আমার ১ম comment. আপনার টিউনটা খুব ভাল লাগলো । কিন্ত আমার ১টা প্রশ্ন ছিল। Nokia Ovi Suite দিয়ে কি চালানো যাবে? প্লিজ জানাবেন ।

Masud5625@ চালানো যাবে

নেট ডিসকানেক্ট হলে কি মোবাইল থেকে ব্যাটারে খুলে নিব, এবার মোবাইলে ব্যাটারি লাগিয়ে চালু করব।

চলবে তো ?

Level 2

ভাই আমি আরো 1 মাস আগে থেকে ইউস করি আমার কাছে েএর চেয়েও ভাল কিছু আছে

    Level 0

    @mdmijan: ফ্রি নেটের আর ভাল কোন নিয়ম থাকলে দিয়েন প্লিজ ।

    @mdmijan: ভাল কিছু থাকলে দেন।
    [email protected]

    Level 0

    @mdmijan: vai tahole plz process ta amake ektu send koren, [email protected] .thanks

দিন তাহলে ।

Vai Speed Ki Rokom ?

Level 0

mdmijan,ভাই আমাদের টাকা দিয়ে নেট ব্যবহার কষ্টসাধ্য। আপনার পদ্ধতিটা দিলে অনেক অনেক উপকৃত হবো। (০১৭২৯-৮০২৮৩৯)

vhai tnx.tobe ar aktu speed bashi hole bhalo hoto………..

Level 0

vai Amar ay lekhata awe na “Initialization Sequence
Completed” ekhane access dinei and error ase …. win 7 ..
slove kore din.
already 10 tk. end at robi

(৭) Macro Enable করে Save করার জন্য, File–> Save As–> Save as type এ Excel-Macro Enabled Workbook select করে ok দিন। ব্যস কাজ শেষ।

Paina??

Sorry Comments to onno poster!!!

ভাই সকাল থেকে তো ভালই চালাচ্ছিলাম এখন আর কাজ হয়না । পিলজ হেল্প । ফেইড দেখায়

Rohossomoy Parvez@ Tune ta Sagor vai ar kora. Apnio akoi vabe korlen. Jak Jehetu Apni tune ti Korechhen sehetu apni 1 Hour por por disconnect hoy ar somadhan den.

Ar jara aj connect korte parchen na tara ( xuW3qeJa ) ai password ta use koren connect hobe.

vai kaj hoi na aktu dhaken

Text file edit kore ( va5puwRa ) ar jaigay ( xuW3qeJa ) likhe save korle kaj hobe.

সমাধান হয়েগেছে ।
যারা এই ট্রিক্সের মাধ্যমে ফ্রি নেট চলাতে পারছেন না তারা
শুধুমাত্র পূর্বের Vpn Settings.zip ফাইলটি ডিলেট করে নিচে থেকে এই নতুন Vpn Settings.zip ফাইলটি ডাউনলোড করুন ।
তাহলেই চলবে ।
Download Vpn Settings.zip From Here
http://share.bdfoorti.com/xhtml/file.php?id=914

Level 0

vai amar completed lekha ashtice na okhane press any key to continue eita ashtice ki korbo????plzzzzzz help

vai kaj hoy na to..press any key to cintinue ase..please ki vabe use korbo valo vabe bolen..

Level 0

thnxxx vai kaj hoyce..android ar kichu den.

ভাই যদি ডিসকানেক্ট করে যদি আবার কিছুক্ষন পর কানেক্ট করতে চাই। তাহা হলে ও কী এম বি কেটে নিবে????????????????

Level 0

অনেক ধন্যবাদ ভাই……।এইরকম টিঊন এর জন্যেই অপেক্ষা করি আমরা সবসময়।।

Level 0

frist vpn seting.zip ta kaj kore na please help Rohossomoy Parvez vy…

ভাই কাজ হয়েছে অনেক ধন্যবাদ এই রকম টোন ই আশা করি ।।।।।

Level 2

ভাই আমি আরো 1 মাস আগে থেকে ইউস করি আমার কাছে েএর চেয়েও ভাল কিছু আছে কারো লাগলে আমাকে মেইল কর কেননা সব ফ্রি গুলো জানাজানি হওয়ার কারনে বন্ধ হয়ে যাচ্ছে @@ [email protected] @@

Level 0

robi config ta den

ভাই কাজ হয় কিন্তু মাঝে মাঝে Vpn Settings ডিসকানেক্ট হয়ে যায় কিন্তু মোডেম এর কানেকশন ঠিক থাকে তখন এম বি শেষ হয়ে যায়।।।।

Vy apnar dewa software ta direct open hoy.c drive a proxpn name er kono folder passina.ki korte pari kindly bolben?

sorry bro onno tune er comment vul a apnar tune a koreci.

Level 0

vai kichukhon por por mb kete nisse r dhuktise na ki korbo???phoner battery khule abar on korlam tao mb 0bytes dekhasse.

cohorom faaltu speed……………hudai up-down kore speed, network thak ba na thak.
agei mb kheye boshe thake……..!!!!!!!!
airtel-e valo…………………R valo ki boli, super download speed………..128-131 KB/s always………up-down kore khub kom shomoy.

amar bashay airtel 3g HSDPA network 1 dag pai tatei enough speed…..!!!

robi 3g net full…………tar poro speed dekhle bangla gali dite mon chay……

    Level 0

    @মিরাজ খন্দকার: @নিপুন: vai… airtel er tricks ta kindly bolben ektu?

ভাই আমার ২৫০ mbরয়েছে। আমি যদি চালাই তবে কি সব ডাটা কেটে নিবে?

vai ami robi 3g 1gb pack use korchi…….so ami ki 1gb net deya free chalata parbo…naki amar net free use korta gala ses hoya jaba….. asha koki reply diban

@মিরাজ খন্দকার, আরিফ হাসান : ভাই আপনাদের দুইজন কে এহ্মেত্রে আমি না ব্যবহার করার পরামর্শ দিব । কারন 1MB প্যাকেজ নিয়ে ডিসকানেক্ট করলে 1MB কেটে নেই আবার 4MB প্যাকেজ নিয়ে ডিসকানেক্ট করলে 4MBই কেটে নেই আবার 5MB প্যাকেজ নিয়ে ডিসকানেক্ট করলে 5MBই কেটে নেই ।
তাই এইরকম বড় প্যাকেজ এ্যাকটিভ থাকলে ব্যবহার না করাই ভালো ।

ধন্যবাদ পারভেজ একটিভ করলাম দেখি কত সময় চলে। তবে সমস্যা নাই যেহেতু নেট ২৪ ঘন্টায় প্রায় কানেক্ট রাখা লাগে। বিকল্প ব্যবস্থা করলাম “রবি” ফ্রি সার্ভিস। আর সকল্প ব্যবস্থা “চিটারসেল”।

কাজের মতো টিউনস।

vi akon ki kaz korcha, 16.12.13 rate kaz korcha na jodi karo kaz kore plz janan.

vaia robi sitting diea ki chalate hobe??
er sitting ta bolen. plz

tnxx viaa cholce…..

vaia https:// site chole na… er niea kisu kora jai ki?

Level 2

Thank you Bro……..

thank you sooo much for ur feedback

Level 0

vi amar mb katana.net browsing hoy but downlod hoy na.idm a downlod ashay kintu tana na.browsing hoy sob somoy.apnar bathari kholar podhoti dakhlam mb kata na.kichu koran by.

Level 0

vai aaj theke dhukse na plz help….

Level 0

ভাই আমার এখন আর কাজ করছে না। কারও করলে জানান।

ভাই ফ্রি ভিপিএন দিয়ে ফ্রি ইন্টারনেট চালানোর সফটওয়্যার
গুল vpnbook-udp53.ovpn.zip ফাইল গুলোর আপডেট ডাউনলোড
লিঙ্ক দিতে পারলে কৃতজ্ঞ থাকবো। নেটে অনেক খুজেছি কিন্তু
সব লিঙ্ক ডেড, ডাউনলোড করা যায় না অথবা ইমেইল
[email protected]. ধন্যবাদ