PDF ফাইল Edit করতে পারছেন না? মাত্র ত্রিশ সেকেন্ডে ওয়ার্ড ফাইলে কনভার্ট করে ফেলুন এবং মনমত edit করতে থাকুন।

 

বিষয়টি আগে থেকে কারো জানা থাকলে পোষ্টটি না দেখলেও চলবে।  যারা জানেন না তারা দেখুন খুবই উপকারী একটা পোষ্ট।।  আমাদের অনেক সময়ই পিডিএফ ফাইলকে ইডিট করতে হয় । কিন্তু ঝামেলা হল আমরা চাইলেও পিডিএফ ফাইলকে ইডিট করতে পারিনা।
কারন পিডিএফ ফাইলকে ইডিট করার অপশন থাকেনা। এখন থেকে আপনি খুব সহজে পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করে ইচ্ছে মত ইডিট করতে পারবেন।  তর জন্য প্রথমে এখানে ক্লিক করুন।  নিচের মত দেখবেন…………………………….

এবার আপনি Browse এ ক্লিক করে আপনার পিডিএফ ফাইলটি দেখিয়ে দিন।  নিচের মত দেখবেন……………………..

এখন আপনি চাইলে  Browse করে আরও একটি ফাইল দিখিয়ে দিতে পারেন।  তারপর নীল দাগ দেওয়া জায়গায় ক্লিক করে আপনার ফাইলটিকে কোন ফাইলে কনভার্ট করবেন তা সিলেক্ট করে convert এ ক্লিক করুন, নিচের মত দেখবেন……………

এখানে যা দেখতেছেন তা হল আপনার ফাইলটি কনভার্ট হয়ে গেছে, এর সাথে সাথে আপনি ডাউনলোডের লিংক পাবেন, এবং ডাউনলোড করে ফেলুন।  এবার ইচ্ছেমত ইডিট করতে থাকুন।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্রাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন…………………

আমার ব্লগে ঘুরে আসতে পারেন………………..

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 407 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Fine

ভাই জান, আপনি আমাকে অনেক উপকার করলেন। এমন টা যদি আগেই জানতে পারতাম তবে অনেক জারি থেকে আজ বেঁচে যেতাম। অনেক কথাও শুনতে হত না। যাক, আল্লাহ্‌র রহমতে অনেক বড় বাঁচা বেঁচে গেলাম। ধন্যবাদ

Level 0

ভাল তো…

ভালতো তাই তো আপনাদের সাথে শেয়ার করলাম………..

    Level 0

    @kamrulbhuiyan: ভাই এইভাবে করা সবার পক্ষে সম্ভব না ।আমার পিসিতে ১০জিবির উপরে পিডিএফ আছে ।আমার ও কিছু এমন করা দরকার । কোন সফট থাকলে দেন ।ওইটাই ভাল হবে।ধন্যবাদ

অফলাইন লাগতো,পাইলে দিয়েন… আপলোড করতে করতে জান চলে যাবে ।

    Level 0

    @ফ্রীওয়্যার পাগলা: Adobe Acrobat Writer 6.0.05 ব্যবহার করতে পারেন খুব ভাল ফল পাবেন। ২০০ মেগাবাইট তাই আপলোড করতে পারলাম না আমার গরুর গাড়ীর মত নেট স্পীড।

      Level 0

      @sikor: Adobe Acrobat Writer 6.0.05 নেট থেকে ডাউনলোড করে নিন Serial: 1118-1911-4821-7104-6966-4189 যদি কাজে লাগে।

        Level 0

        @sikor: ধন্যবাদ ।কিন্তু Adobe Acrobat তে পিডিএফ কোয়ালিটি কেমন্ হবে ? সাইজ তো আছে ভালই ।

ভাই বাংলা লেখা পিডিএফ ফাইল তো এমএসওয়ার্ড এ কনভার্ট করলে তো পুরো বাংলা দেখা যায় না।
ভেঙ্গে ভেঙ্গে আসে। একটু বলবেন?

প্রতিবাদী ছেলে@ আপনার কমেন্টসটা দেখে আমি আবেগাপ্লুত!! মন চাইছে এখনি আরো দশটা টিউন করে ফেলি।

ফ্রীওয়্যার পাগলা @ অফলাইনের জন্য একটা সফ্টওয়্যার আছে বাট ওটা তেমন ভাল লাগেনা।

Mehedi Hasan @ ভাই বাংলার জন্য এই সমস্যটা আমার হয়নি। কিন্তু যদি আপনারটা হয়ে থাকে তাহলে আর কি করা বলেন! আর বাংলা বলে কথা। বুঝেনইতো বাংলা সাধারণত উইন্ডোজ এক্সপি থেকে সেভেনে, সেভেন থেকে এক্সপিতে নিলে বা অফিস সেভেন থেকে তিনে আবার তিন থেকে সেভেনে নিলেইতো ভেঙ্গে যায়। অথচ ডকুমেন্টটা ওয়ার্ড থাকা সত্ত্বেও।

Level 2

Thank you

thank you too Elmur Reza

Level 0

use foxit pdf editor, word e convert korte hobe na, directly pdf edit korte parben

towfiq.eee ভাই ওটা অনেক আগেই ইউজ করছিলাম কিন্তু এটার মত মজা পাইনি।

Level 0

Actually any pdf soft can’t edit the pdf file.In past i am trying many times but i am not success.

কোন ভাই যদি আমাকে একটি PDF ফাইল Word ফাইলে রূপান্তর করে দিতে পারে, তাহলে আমি তাকে ৫০ টাকা মোবাইলে দিব। আমা অনেক প্রয়োজন। কেউ পারলে কমেন্টে তার ইমেইল দিন আমি মেইলে পাঠিয়ে দিব। ফাইলটি আপনাদের কাছে থাকার কথা। এটি হচ্ছে বিজয় ৫২ এর নির্দেশীকা। কারো কাচে থাকলে PDF ফাইল Word ফাইলে রূপান্তর করে দিলে খুব উপকৃত হব। আমার ইমেইল [email protected]

http://www.free-pdf-to-word-converter.com/downloads/pdf-to-word-converter.exe কাউকে টাকা লাগবেনা নিজেই করে নেন।Majharul Islam Masum