পিসিতে যেকোন অপারেটরে ইন্টারনেট ব্রাউজ করুন সুপার স্পীডে ।

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । কিছুদিন পূর্বে একটি টিউন করেছিলাম - কিভাবে আপনি পিসিতে ইন্টারনেটের গতি দ্বিগুণ করবেন । সেখানে ২ টি মডেম ব্যবহার করা হয়েছিল । আজ আমরা ১ টি মডেম ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজিং এর স্পীড দ্বিগুণ নয় তবে অনেকটা বাড়াব । আপনাকে অবাক করবে আজকের এই টিউন ।

ব্রাউজিং এ সুপার স্পীড পেতে আমরা যা ব্যবহার করবঃ-

ক। ১ টি Mozilla Firefox Browser

খ। জানা/অজানা কিছু Tweaks (Firefox latest version এ নিচের অনেক Tweak already অন্তর্ভুক্ত থাকতে পারে । সেক্ষেত্রে আপনি শুধু ঐ Tweak এর  value ঠিক আছে কি তা যাচাই করতে পারেন  )

গ। NoScript নামের ১ টি Firefox Add-ons ।

তাহলে শুরু করা যাক -

১। যদি Mozilla Firefox Browser ইন্সটল দেওয়া না থাকে , তাহলে ইন্সটল দিয়ে নিন । latest version হলে ভাল হয় ।

২। address bar লিখুন  about:config  এরপর enter চাপুন । I’ll be careful, I promise! এ ক্লিক করুন ।

৩। Search এ লিখুন network.http.pipelining  এর উপর ডাবল ক্লিক করুন যেন Value  true হয় ।

৪। Search এ লিখুন  network.http.pipelining.maxrequests এর উপর ডাবল ক্লিক করুন যেন Value  করে দিন ।

৫। Search এ লিখুন network.http.proxy.pipelining এর উপর ডাবল ক্লিক করুন যেন Value  true হয় ।

৬। Search এ লিখুন network.dns.disableIPv6 এর উপর ডাবল ক্লিক করুন যেন Value  true হয় ।

৭। about:config window তে যেকোন জায়গায় Right-click করুন । New সিলেক্ট করুন । Boolean এ ক্লিক করুন ।

নতুন window ওপেন হলে নাম দিন content.interrupt.parsing

Value দিন true  এরপর ok ক্লিক করুন ।

৮। about:config window তে যেকোন জায়গায় Right-click করুন । New সিলেক্ট করুন । Integer এ ক্লিক করুন ।

নতুন window ওপেন হলে নাম দিন content.max.tokenizing.time

Value দিন 2250000  এরপর ok ক্লিক করুন ।

( নিচের tweak গুলো সাবধানতার সাথে যোগ করুন । ছবি আপলোড দিতে পারলাম না বলে দুঃখিত )

৯। about:config window তে যেকোন জায়গায় Right-click করুন । New সিলেক্ট করুন । Integer এ ক্লিক করুন ।

নতুন window ওপেন হলে নাম দিন content.notify.interval

Value দিন 750000  এরপর ok ক্লিক করুন ।

১০। about:config window তে যেকোন জায়গায় Right-click করুন । New সিলেক্ট করুন । Boolean এ ক্লিক করুন ।

নতুন window ওপেন হলে নাম দিন content.notify.ontimer

Value দিন true  এরপর ok ক্লিক করুন ।

১১। Right-click করুন । New সিলেক্ট করুন । Integer এ ক্লিক করুন ।

নতুন window ওপেন হলে নাম দিন content.notify.backoffcount

Value দিন 5  এরপর ok ক্লিক করুন ।

১২। Right-click করুন । New সিলেক্ট করুন । Integer এ ক্লিক করুন ।

নতুন window ওপেন হলে নাম দিন content.switch.threshold

Value দিন 750000  এরপর ok ক্লিক করুন ।

১৩। Right-click করুন । New সিলেক্ট করুন । Integer এ ক্লিক করুন ।

নতুন window ওপেন হলে নাম দিন nglayout.initialpaint.delay

Value দিন 0  এরপর ok ক্লিক করুন ।

১৪। Search এ লিখুন network.proxy.socks_remote_dns এর উপর ডাবল ক্লিক করুন যেন Value  true হয় ।

উপরের কাজগুলো আশা করি সঠিক ভাবে করেছেন । এবার NoScript Add-ons ইন্সটল দেওয়ার পালা । এটা কিভাবে কাজ করে তা বলতে গেলে অনেক সময় লেগে যাবে ।এটি অনাকাঙ্ক্ষিত সকল java script কে বাঁধা দিতে পারে যে script গুলো আপনার ব্রাউজিং স্পীডকে স্লো করে দেয় । পাশাপাশি এটি আপনার ওয়েব ব্রাউজিং এ নিরাপত্তা নিশ্চিত করে । এই দেখুন কাকে কি বলছি ! এগুলো তো আপনারা জানেন ।  তাই চলুন শুধু ইন্সটল ও সেটিং পদ্ধতি নিয়ে কিছু কথা বলি ।

১। এখানে যান । ইন্সটল কে ক্লিক করুন । allow করুন । কিছুক্ষণ অপেক্ষা করুন । download শেষে ইন্সটল করুন ।

২। Mozilla Firefox এর Tools-Add-ons-Extensions এ গিয়ে NoScript এর options এ ক্লিক করুন ।

৩। Whitelist এ ক্লিক করুন । Whitelist এর সকল url সিলেক্ট করে কীবোর্ড এ ডিলিট চাপুন । অর্থাৎ Whitelist এর সকল url ডিলিট করে ফেলুন । ok ক্লিক করুন ।

৪। Mozilla Firefox ক্লোজ করে আবার চালু করুন ।

৫। ভাল ফলাফলের জন্য আপনাকে manually java Script বন্ধ করতে হবে । আমি এখানে একটি ওয়েব সাইট দিয়ে উদাহরণ দিব । কিন্তু আপনি যখনই কোন ওয়েব সাইটে  যাবেন তখনই manually java Script বন্ধ করে দিবেন । একবার বন্ধ করলে প্রতিদিন আপনাকে আর এই কাজ করতে হবেনা ।

৬। ধরুন আপনি http://bdmusic24.net/  সাইটে প্রবেশ করলেন । Firefox এর address bar এর ঠিক বামে , যেখানে favicon থাকে । সেখানে NoScript এর favicon  দেখাচ্ছে. সেখানে ক্লিক করুন । Untrusted এ ক্লিক করুন । mark ………….. as untrusted  . এখানে অনেক গুলো Domain দেখাচ্ছে - যেমন -

mark wordpress.com as untrusted

mark facebook.com as untrusted

mark gandrad.org as untrusted

mark  onclikads.net as untrusted

ইত্যাদি।

এক এক করে প্রতি টি Domain এ ক্লিক করুন । এমনকি http://bdmusic24.net/  সাইটকেও ।  তাহলে সবগুলো  Untrusted লিস্টে যোগ হবে । এই Domain গুলো যদি অন্য কোন সাইটে ও থাকে তারপরও আপনাকে আর কখনও এগুলো Untrusted লিস্টে যোগ করতে বলা হবে না ।  আমি কি বুঝাতে পেরেছি , নাকি পেরেছি ?

৭। Firefox এর নিচের দিকে NoScript এর একটি বার দেখাবে । সেখানে ম্যাসেজ এ আপনি দেখতে পাবেন কত টি Script কে বন্ধ করা হয়েছে । নিচের ছবির মত ।

৮। আর একটি কথা কিছু সাইট java script ছাড়া চালান সম্ভব হবে na। যেমন - ফেসবুক ।

আপনি পূর্বে ফেসবুক Untrusted এ নিয়েছেন । সমস্যা নেই । যখন ফেসবুক ব্যবহার করবেন । তখন Right-click করে temporary allow facebook.com করে দিন ।

সবাই ভাল থাকবেন । আর বেশি বেশি কমেন্ট করবেন ।

Level 2

আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

good tune

Level 0

vai …apni great

জাহিদ ভাই আপনাকে thanks দেবনা, কারন এতে আপনাকে ছোট করা হবে। আমি অবশ্য নেট কিনেই use করি, কিন্তু আনেকের জন্য আকাশের চাঁদ এর লাগবে।

Vai apnar tune ar jonno opekkha kori.Vai seses fb ar oita bujhlam na.Plz aktu bujhaya bollen.Vai ami pc ar folder ar picture change korte chai.kivabe korbo aktu bolben ki?

Level New

jahid vai backkkkkkk

Level 2

thanks boss , nice tune(y)

U r G8

Level 0

ভাই আমি তো এই search obtion খুজে পাচ্ছি না। কোথায় যেয়ে search দিব বুঝতেছিনা।please help

ধন্যবাদ জাহিদ ভাই সুন্দর টিউনের জন্য । আমি কিছুদিন আগে লিনাক্স ও এস Backtrack R 3 দেখেছিলাম তবে এই সিস্টেমটা সেটআপ করাই থাকে ।

Level New

network.http.pipelining.maxrequests এর Value ৮ এর বদলে ৩২ আছে, কোনটা ভাল।
NoScript এটা install না করলে কি speed বাড়বে?

Level New

😆 🙂 😀 🙁 😮 😯 😕 😎 😡 😛 😐 😉 😆 😳 😥 👿 😈 🙄 ❗ ❓ 💡 ➡ :mrgreen:

Surya@ আমার ৮ ভাল কাজ করে । NoScript install না করলে কিছুটা বাড়বে

jahid hasan@ ধন্যবাদ

Arif@ about:config এ যাওয়ার পর search / filter option address bar এর নিচে পাবেন

firefox এ tools-options-content থেকে load image automatically টিক তুলে দিন । এতে স্পীড বেশি পাবেন । তবে , ছবি দেখতে পাবেন না , শুধু কন্টেন্ট ।

Alone boy@ ধন্যবাদ

sugata2@ ধন্যবাদ

    Level 0

    @জাহিদ ইসলাম:
    vai freedom e authentication failed dekhay ansto dilen nato. ?????

মার্ক জনি@ ধন্যবাদ

tunereader@ ধন্যবাদ

Saifullah Reza@ ধন্যবাদ

Level 2

ধন্যবাদ! বাংলালায়নে এইটা খাটাইলাম। ৫১২ স্পীড, ফায়ারফক্স খুব ফাস্ট হয়েছে।

Level 2

Good

আমার তো মনে হল Squid Proxy দিয়ে এর চেয়ে স্পিড পাওয়া জায়। জাই হোক টিউন করার জন্য ধন্যবাদ।

    @ফ্রীওয়্যার পাগলা: thanks for comments

    Level 2

    @ফ্রীওয়্যার পাগলা: এইখানে সলিড ডাটা নিয়া কথা হইতেছে। squid হচ্ছে লোড ব্যালান্সিং এর জন্য ক্যাচ সার্ভার। ওইটার কথা বাদ দেন।

আমার ফায়ার ফক্স ২৬ এ
জাভা স্ক্রিপ্ট ম্যানুয়ালি বন্ধ করব কি ভাবে?
Tools>options এ তো পেলাম না।
about:config এ গিয়ে কি কাজ হবে?

Level 0

আপনার এই টিপসটির জন্য ধন্যবাদ

Level 0

jahid vai android er jonno kono free net tips thakle janan…plz

Level 0

সবকিছু ঠিকমত করলাম দেখি কি হয়। অবশেষে আপনাকে এক হাড়ি রশগোল্লা ।

ধন্যবাদ, জাহিদ ভাইয়া।

Level 0

onek kritoggota 🙂 khub sundor tune hoece vai.. ami personally linux use kori… blackbuntu 12.04 LTS… etar firefox er majhe apnar ei process ta setting korei dea ase… tkn bujhtam na eto speed keno pai… ekhn apnar tune ta dekhe bujhte parci 🙂

Level 2

Ur so talent Bhai.Keep it up

Level 0

crome a kono tricks ase ki naa, tuner vaiah jodi bolten??

kicho java site problem.kore.slove korbo ki vabe???