আসা করি সবাই ভালোই আছেন,
সুরু করচি আজকের টিউন,
সাধারানত যারা স্টুডেন্ট আছেন তারা সকলেই চান পড়ালেখার পাসাপাসি একটা ভালো চাকরী করতে, কিন্তু কথায় পাবেন এ সোনার হরিন? আমি যে ভাবে বলবো এ ভাবে একটু চেষ্টা করে দেখতে পারেন।
গ্রামীনফোন দিচ্ছে স্টুডেন্ট দের জন্য এ সুযোগ, যার জন্য আপনার পড়ালেখার যোগ্যতা ইন্টার পাস হলেই চলবে, এটা অনেক এ জানেন, যারা জানেন না একমাত্র তাদের জন্য আমার এ টিউন,
তাহলে সুরু করা যাক,
গ্রামীনফোন কাস্টমার কেয়ার (কল সেন্টার) এ চাকরীর জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই অনলাইন আবেদন করতে হবে।
আর এটা আপনি যে কনো সময় করতে পারেন।
তাহলে সুরু করে দিন,
প্রথমে এখানে ক্লিক করুন , গ্রামীনফোন এর হোম পেজ আসবে, এখান থেকে career খুজে বের করে ক্লিক করুন, নিছে ২টা অপশন আসবে একটা লগিন করার আর একটা রেজিস্টেশন করার জন্য। আপনি রেজিস্টেশন এ ক্লিক করুন প্রথমে আপনার মেট্রিক পরিক্ষার রেজি নাম্বার দিতে হবে, তার পর নিজে এ বুঝতে পারবেন, রেজিস্টেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর অখানে চাকরীর সার্কুলার সমুহ দেখতে পাবেন, ডান পাসে অ্যাপ্লাই নাউ দেয়া আছে অখানে ক্লিক করলেই আপনার রিকুয়েস্ট জমা হয়ে যাবে, তার পর ১৫ দিন এর ভিতর আপনাকে কল করা হবে,
যে নাম্বার টা দিবেন ওই নাম্বার টা ১৫ দিন নিজের কাছে রাখুন, কারন তারা যে কোন সময় কল দিতে পারে , একবার এর বেসি কল করে না, সো মিস হয়ে গেলে আপনার আর কিছু করার থাকবে না ।
টিপস
· সবসময় সুদ্ধভাবে কথা বলার চেষ্টা করুন।
· স্পষ্ট করে বাংলা ও ইংরেজি রিডিং পড়ার চেষ্টা করুন।
· যদি আপনার অনার্স কমপ্লিট হয়ে যায় ওটা উল্লেখ করবেন না।
· কোন সময় কনফিডেন্সে হারাবেন না।
চাকরী হয়ে গেলে মিষ্টি খওয়াতে ভুলবেন না।
প্রশ্ন থাকলে কমেন্ট এ জানাতে পারেন।
Gp,Airtel er Local Customer care Center e Job Pawa jabe kivabe??