ব্লক না খেয়ে সহজে ফেসবুকে বন্ধু সংখ্যা বাড়ানো, Follower বাড়ানো এবং ফেসবুক সেলেব্রেটি হবার সহজ উপায় (তথ্যবহুল Mega Post)

সহজ পদ্ধতিতে ফেসবুক সেলেব্রেটি হবার কয়েকটি উপায়ঃ 

ইদানিং সবার মাথায় একটা ব্যাপার ব্যাপক আকার ধারণ করছে তা হলো ফেসবুক সেলেব্রেটি হওয়া, বিপুল পরিমাণ লাইক এবং ফলোয়ার বৃদ্ধি করার প্রবণতা।  এখনো অনেক লোক আছেন যারা জানেনই না ফেসবুক সেলেব্রেটি কি বা ফেসবুক সেলেব্রেটি কাকে বলে? আসুন তবে একটু একটু করে জানিঃ

  • ১। ফেসবুক সেলেব্রেটি কি?

-         যাদের প্রফাইলে অতিমাত্রায় ফলয়ার, বন্ধু সংখ্যা অনেক এবং যাদের প্রফাইলের বিভিন্ন প্রকার এ্যাকটিভিটি যেমনঃ  ফেসবুক স্টেটাস, প্রফাইল ছবি এবং অন্যান্য সব কিছুতেই অতিমাত্রায় Like এবং Comment পড়ে।

ইদানিং মানুষ ফেসবুক সেলেব্রেটি হবার জন্য হরেক রকম মজাদার এবং হাস্যকর নাম ব্যবহার করেন উদাহরণ দেই: ময়লা বাবা, গাঞ্জা বাবা, মাটি বাবা, রাইফেল বাবা, কাঁচা মরিচ, টুন্ডা সজিব, মুরগী মিলন, জর্দা জামাল ইত্যাদি ইত্যাদি!

এসব নাম ব্যবহার করার কারণ হলো  মানুষ এসব উদ্ভট প্রফাইলধারীদের ফ্রেন্ড রিকোয়েস্ট বেশি মাত্রায় দেয় এবং এসব নাম নিয়ে প্রফাইল কে সেলেব্রেটি প্রফাইলে establish করা সুবিধাজনক।

নমুনা দেখুন : 

1. ময়লা বাবা (Moyla Baba) 

2. মাটি বাবা (Mati Baba)

3. গাঞ্জা বাবা (Ganza Baba)

২। কিভাবে ফেসবুক সেলেব্রেটি হওয়া যায়?

-         অতিমাত্রায় ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে ও এ্যাক্সেপ্ট করে নিজের প্রফাইলকে জনপ্রিয় করে তুলতে হবে। এজন্য ফেসবুকে কিছু আইডি প্রমোট গ্রুপ আছে যেমন : BD Likers Group, Bangladesh ID Promote Group ইত্যাদি ইত্যাদি, সেই সকল গ্রুপে ঢুকে মেম্বারদের এ্যাড করুন। এরা খুব বেশি মাত্রায় Active ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোর প্রায় সাথে সাথে এ্যাক্সেপ্ট করে।

 ** আমাদের সকলেরই আসল ফেসবুক প্রফাইল আছে। কিন্তু আমি এই ক্ষেত্রে নিজের আসল প্রফাইল ব্যবহার করতে অনুৎসাহিত করবো কেননা আমাদের আসল প্রফাইলে আমাদের আত্মিয় স্বজন এবং ভাই বেরাদার থাকেন।

  • সমস্যা:

১। অতিমাত্রায় ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালে ফ্রেন্ড রিকুয়েস্ট ব্লক হয়ে যায়।

২। আপনি এক সাথে গাদা গাদা ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালে Photo Varification এর ঝামেলায় একবার পড়লেই আপনার আইডি খতম।

  • সমাধান:

আমি অতি সহজে বন্ধু বাড়ানোর একটা সোজা পদ্ধতি বের করেছি, এই পদ্ধতিতে আপনি একই সাথে বন্ধু যোগ করবেন এবং তাদেরকে আপনার বন্ধু তালিকার সকলকে Suggest করবেন।

  •  কারণ:

একদিকে আপনি সবাইকে ফ্রেন্ড হিসাবে যোগ দিচ্ছেন, অপরদিকে আপনি তাদের কে আপনার ফ্রেন্ড লিস্টের সকলকে Suggest হিসাবে পাঠাচ্ছেন। এতে করে যাকে ফ্রেন্ড সাজেস্ট করে পাঠাবেন এবং যার কাছে পাঠাবেন উভয়ের নিকট এটা একটা ফ্রেন্ড রিকোয়েস্ট হিসাবে যাবে – সে যদি ফ্রেন্ড সাজেশন এ্যাক্সেপ্ট করে তবে তারা উভয়ে বন্ধু হিসাবে যুক্ত হবে।

  •  ব্যাপারটা আরেকটু সোজা করে বলি:

ধরুন আপনার নাম গলা কাটা মজিবর, আপনার বন্ধু মুরগী মিলনকে আপনি আপনার আরেক বন্ধু জর্দা জামালকে ফ্রেন্ড সাজেস্ট করে পাঠালেন ।

১। সেই ক্ষেত্রে জর্দা জামাল যখন তার প্রফাইলে লগইন করবে সে দেখবে তার ফ্রেন্ড রিকোয়েস্ট নোটিফিকেশনে একটা নোটিফিকেশন এসেছে যেখানে বলা হচ্ছে ‘গলা কাটা মজিবর has suggested মুরগী মিলন to add you as friend’ – এখন যদি জর্দা জামাল ‘Add As Friend’ – এ ক্লিক করেন তবে মুরগী মিলনের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট যাবে।

২। আবার যদি, ঠিক উলটো জিনিস হয়, মুরগী মিলন ফেসবুক প্রফাইলে লগ ইন করলো এবং ফ্রেন্ড রিকোয়েস্ট নোটিফিকেশনে দেখতে পেলো – ‘গলা কাটা মজিবর has suggested জর্দা জামাল to add you as friend’ – এখন মুরগী মিলন ‘Add As Friend’ – এ ক্লিক করলেই মুরগী মিলনের নিকট ফ্রেন্ড রিকোয়েস্ট যাবে।

এভাবে বারবার করলে আপনি এবং আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধু সকলেই লাভবান হবেন এবং খুব তাড়াতাড়ি আপনার লিস্টে আগের চেয়ে দ্বিগুণ ফ্রেন্ড জড়ো হবে তাও আগের চেয়ে দ্বিগুণ কম সময়ে – যেহেতু আপনি একই সাথে ফ্রেণ্ড এ্যাড করছেন এবং অন্যোদিকে এ্যাক্সেপ্ট করছেন।   বিস্বাস করুন আর নাই করুন আমি এই পদ্ধতি তে গত ১৮ ঘন্টা আগে নতুন ফেসবুক প্রফাইল খুলে ২০ ঘন্টায় ৩৮৬ জন কে এ্যাড করতে সক্ষম হয়েছি এবং কোন প্রকার ব্লক না খেয়েই ।

আরেকটা কথা বলে নেওয়া ভাল, এরা কোন Bot Liking Website এর মত রোবট নিয়ন্ত্রিত Auto Liker নয়, এরা মানুষ এবং নিয়মিত পোস্টে কমেন্ট এবং Like দিয়ে থাকেন। অটো লাইকার গণ বাংলা ফন্টে কমেন্ট করতে পারে নাহ! মজার কথা এরা সবাই বাঙ্গালী !

  • প্রমাণ দেখুন - 

4. তুষার  (আমার প্রফাইল) 

কিভাবে ফ্রেন্ড সাজেস্ট পদ্ধিতি কাজ করে? 

নমুনা দেখুনঃ -

এত কষ্ট করে এই বিশাল পোস্ট খানা লিখলাম, যদি আপনার একটূও উপকারে এসে থাকে এবং ফেসবুক সেলেব্রেটি হতে চান অথবা ফেসবুকে বন্ধু সংখ্যা এবং ফলোয়ার বাড়াতে চান তারা আমাকে বন্ধু হিসাবে যোগ দিতে পারেন।  আমাকে বন্ধু হিসাবে যোগ দিন   এবং ইনবক্স করে লিখুন আপনার ফ্রেন্ড সাজেশন লাগবে, তখনই আমি ফ্রেন্ড সাজেস্ট করবো।    

(ফেসবুকে আমার প্রফাইল লিঙ্ক)

Level 0

আমি জর্জ অলড্রিন ঘোষ (তুষার)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

পোস্ট টা মোটামোটি ভালোই। তবে যদি বলতেন কিভাবে ফ্যান পেজে 10000 লাইক বাড়ানো যায় তবে ভালো হয়।

এটা তো আরো সহজ, একটা সেলেব্রেটি প্রফাইল তৈরি করুন ঠিক উপরের পদ্ধতিতে এবং পরে সেই প্রফাইলকে পেইজে কনভার্ট করুন। 😉 এত কষ্ট করলাম আপনাদের সবার কাছ থেকে ফ্রেণ্ড রিকুয়েস্ট পাওনা আছে কিন্তু 😀

Level 0

টিউন পইরা ব্যাপক মজা পাইলাম। টিউন ফাল্তু ও হইছে ব্যাপক। ফ্রেন্ড বারইতে রুচি বিবর্জিত কাজ না করলেই কি নয়? খেতার গাট্টি, মুরির টিন, ময়লা বাবা, হাগু বাবা, চৌধুরী টয়লেট বাবা, আগডুম/ বাগডুম বাবাগোরে ফ্রেন্ড রিকু পাঠানোর আগে যেন পটল তুলি। 5 বছর ধইরা ফেসবুকে আছি। ফ্রেন্ড সংখ্যা এখন প্রায় 4800। কেউ ই আনফ্রেন্ড করার মত না। আইজকা ফ্রেন্ড বারৈতে হাগু বাবারে রিকু পাঠাইবেন দুই দিন পরে দেখবেন অন্য ফ্রেন্ড রা খেপাইতেছে। তখন হাগু বাবাগোরে রিমুভ করতে করতে জান বাহির হইয়া যাইব। তার চেয়ে ভাল বুদ্ধি দেই শিবিরে নাম লেখান। ওগোরে দেখছি লেখার মধ্যে কাশি দিলেও হাজার লাইক। মাইন্ড নিয়েন না।

প্রথমত,

আপনারে বোধ হয় আগেই কয়া লইছি, সবারই ফেসবুকে আসল প্রফাইল আছে। এইটা করতে হবে নতুন প্রফাইল খুইলা। আমার নিজেরও ফেসবুকে একখান পারসোনাল প্রফাইল আছে, সেই খানে আমি যাগোরে চিনি না তাগো এ্যাড দেওয়া তো দূরের কথা কোন জনমে আমার হোম পেইজে তাগো কোন ট্যাগ করা মিউচুয়্যাল ফ্রেন্ড গোর পোস্ট পইড়াও দেখি না, লাইক ও দেই নাহ।

দ্বিতীয়ত,

আপনি ফেসবুকে পেইজ গুলো দেখছেন ? একটা ফেসবুক পেইজ চালানো বড়ই কষ্টের কাজ। একটা পেইজ খুইলা তাতে ১০ হাজার লাইক জড়ো করেন তো দেখি তাইলে কমু নে কামের কাম করছেন। আমার নিজের ফেসবুকে ৩টা পেইজ আছে সব গুলোই 20K + পেইজ। গত ৪ বছরে আস্তে আস্তে পেইজ গুলো গড়ে তুলেছি। একটা পেইজ চালানো অনেক কষ্টের কাজ তাই পেইজ না চালিয়ে স্টেটাশ দেবার জন্য যদি একটা আলাদা প্রফাইলকেই গড়ে তোলা যায় তাতে দোষ কি ?

তৃতীয়ত,
একটা ফেসবুক পেইজ গড়ে তুলতেও ঐ একই রুচি বিবর্জিত কাজ করতে হয় – মানুষের দ্বারে দ্বারে গিয়ে কড়া নাড়তে হয় আর লাইক চাইতে হয়। এর চেয়ে এটা অপেক্ষাকৃত সহজ পদ্ধতি। আর এত ক্ষুতক্ষুত করলে তো প্রফাইল উপরে উঠবো নাহ। আরিফ আর হোসেইন, আরিফ জেবতিক এদের মত লোকও ময়লা বাবার ফ্রেন্ড লিস্টে আছে। ময়লা বাবা আমার আসল প্রফাইলের ফ্রেন্ড লিস্টে আছে, এদের মত বিখ্যাত লোকেরা যদি ময়লা বাবা, গাঞ্জা বাবা এদের এ্যাড করতে পারে তাহলে আমাদের করতে দোষ কই বলবেন কি ?

আর আপনি নিজে কি পারবেন ময়লা বাবার মত দুই এক খান পোস্ট লিখতে ? যখন ঐ রকম কিছু একটা লিখতে পারবেন সেই সময় বলবেন রুচি বিবর্জিত আমরা নাকি আপনারা। সবার রুচি সমান নয়, আপনার কাছে যা কুরুচিপূর্ন তা আমাদের কাছে নয়।

আপনি যখন সামু তে যাবেন দেখবেন সেখানেও এই রকম নামধারী অনেকে আছে, আপনি আপনার মত ব্লগিং করতেছেন সে তার মত। Ultimately সে আপনার পোস্ট পড়তেছে এবং আপনিও তার পোস্ট পড়োতেছে। মোট কথা সে কি ধরনের পোস্ট লিখে তার উপর ভিত্তি করেই তাকে মানুষ বন্ধু হিসাবে যোগ দেয়, সে কি নাম ব্যবহার করে সেটা প্রাসঙ্গিক নয়। একটা কথা আছে নাহ ? – ‘বৃক্ষ তোমার নাম কি? – ফলেই তার পরিচয়’ লোকের নাম গু বাবা নাকি হোগা বাবা সেটা বিষয় নয় তার পোস্ট এবং তার কর্মকান্ড মুখ্য বিষয়। এটাই ব্লগিং এর নিয়ম, শরৎ চন্দ্র অনিলা দেবী নাম নিয়ে তখনকার সাময়িকী গুলোতে লিখতেন তাই বলে শরৎ চন্দ্র মেয়ে হয়ে যান নি! তেমনি, গু বাবা নাম নিয়ে কেউ লিখলেই সে গু হয়ে যাবে এটাও মূখ্য নয়! – মন্তব্যের জন্য ধন্যবাদ, আপনি এখন পাল্টা মন্তব্য করে আমাকে আরো ১০০ রেফারেন্স এখানে টেনে আনতে বাধ্য করবেন না আশা করি 🙂

ব্যাপক বিনুদুনে ভরপুর একটি পোষ্ট

ai post ta ja lakcha sa akta abal ar jara ai post follow korban tara aro boro abal bhibinnoh fb page a dakhban ja sobai khali bola add me add me i am block asob ar jonnok and posroy data asob post ar dukkhar kotha ki bolum asob nounsence ar jonnoh ghumau dakhi add me add me

সবগুলো আইডি ভুয়া আইডি এর মত দেখতে । এই ধরনের আইডি গুলো স্ট্যাটাস এ কমেন্ট করে ।
I Like your status please like my all updates মেজাজ খারাপ হয়ে যায় স্ট্যাটাস না পরেই এই রকম কমেন্ট করলে ।

ভাই আপনি এত লেখেন ক্যামনে। আপনার হাতে কি কয়, আর আপনার ধৈর্য কি কয়?

    @Saharia Rifat: আমার হাতে ভাই জাদু আছে, ল্যাপটপ দিয়া ব্লগিং করি, এই নিয়া আমার ল্যাপটপের ৬ টা কীবোর্ড নষ্ট হইছে। ৬টাই বদলাইছি। ল্যাপটপের বয়স ৪ বছর, প্রতি ৬ মাস পর পর আমার একটা নতুন ইন্টারনাল কীবোর্ড বদল করতে হয়। আমি এক্সটার্নাল কী বোর্ড ইউজ করতে পারি নাহ বিরক্ত লাগে – ওটায় প্রচুর তার থাকে, তারে তারে কেবলই গিট্টু লাগে।

    আমি ভাই মানুষ হাতে যত তাড়াতাড়ি লিখতে পারে তারচেয়ে দ্বিগুন গতিতে বাংলা লিখতে পারি কিবোর্ডে 🙂 বুঝতেই পারছেন। আপনি আমার চোখ বেঁধে দিন, তবুও আমি সমান গতিতে নির্ভুল ভাবে বাংলা লিখবো – এটা পরীক্ষিত তাই বললাম 🙂 কলেজে থাকতে একবার এই চ্যালেঞ্জ করে একজন হেরেও গেছে আমার সাথে 🙂 আর ইংরেজী কত তাড়াতাড়ি লিখতে পারি জানেন ? 171 Character per minute 🙂 প্রমান লাগলে আমার বাসায় চলে আইসেন দেখায়া দিমু নে ।

    জ্বী হ্যাঁ প্রচুর লিখতে পারি, প্রচুর পড়ি এবং প্রচুর জানি। নিশ্চিত থাকুন আপনি যুক্তি দিয়ে আমাকে কখনো কাবু করতে পারবেন নাহ । যতই লেইম ব্যাপার হউক না কেন। ঐ যে দেখেন ঐ ভোগচোদটা একটা কমেন্ট করেই ভাগছে, বুঝতে পারছে অবস্থা বেগতিক এখন হয় কমেন্ট ডীলিট পারবে অথবা আর কোন কমেন্টই দিবে নাহ।

    আমার এই টেকটিউন ছাড়াও আরো অনেক ব্লগ আছে। আমার নাম ‘জর্জ অলড্রিন ঘোষ’ লিখে সার্চ দিলেই খুঁজে পাবেন। নেস্কট টিউনে থাকছে কিভাবে ফটো ভেরিফিকেশন বাইপাস করা যায় – ফুল টিউটোরিয়াল্ম চোখ রাখুন 🙂 সবাইকে মন্তব্যের জন্য ধন্যবাদ।

      @জর্জ অলড্রিন ঘোষ (তুষার): Tune er jonno dhonnobad. Ar apni SONY VAIO (Made In Japan) er akti laptop kine felen. Apnar keyboard ar ato sohoje nosto hobena. Dhonnobad.

আপনারা সিনিয়র টিউনাররা এই ভুল গুলো ক্যনো করেন বুঝি না, এই টিউনের বিভাগ হবে ফেসবুক। যেহেতু ফেসবুক সম্পকিত টিউন করছেন। এখন কথা হল কোন ভিজিটর আপনার টিউন সম্পকিত একটি সম্যসায় পড়েছেন তকন ফেসবুক বিভাগে খুজলে আপনার টিউনটিকে আর পাবেনা। তাই করো উপকার করার ইচ্ছে থাকলে সেভাবে টিউন করবেন। আশাকরি আপনার ভুলটা বুঝতে পেরেছেন।তবে টিউনটা কিনতু জটিল হইছে, ফেন্ড সাজেস্ট করে আমি আগে ফ্রেন্ডের সংখ্যা বাড়াতাম, এতে একদিনে অনেক ফ্রেন্ড বাড়ানো সম্ভব।

Level 0

marattok sob tips

সহমত।

Level 0

Vai, facebook profile ke kivabe page a convert korte hoy ? Plzzz janaben…

ফেসবুকে 5,000 এর বেশি কি friend request পাঠানো যা কি ? আমার একটা আইডিতে 5,000 পর্যন্ত friend আছে । এখন friend request পাঠালে আমাকে বলে Unable to Add More Friends
You’ve reached the 5,000 friends limit. You can remove some friends or follow people you want to hear from. এই কথা । আমি জানতে চাই এর বেশি পাঠানো যাবে কি যাবে না ? উত্তর দিলে খুশি হবো ।

কিছু ফ্রেন্ড করে নতুন ফ্রেন্ড করতে হবে । এর বেশি বাড়ানো যাবে না ।