কোন প্রকার সফটওয়ার ছাড়া তৈরি করুন নিজের ছবির দিয়ে ক্যালেন্ডার

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

Ms Word এ আছে কিভাবে ক্যালেন্ডার তৈরি করা যায় বিশেষ করে Adobe Illustrator এ ক্যালেন্ডার তৈরি করলে অনেক সুন্দর হয়, যেমন সুন্দর তেমন কষ্ট করতে হয়, আজ আমি আপনাদের MS Word / Adobe Illustrator দিয়ে নিজের ছবি দিয়ে ক্যালেন্ডার তৈরি করতে হয় তা দেখব কিন্তু সফটওয়্যার ছাড়া নেটের মাধ্যমে, তাহলে আসুন বানিয়ে নিজের ছবি দিয়ে একটি ক্যালেন্ডার।
প্রথমে এখানে ক্লিক করুন, তাহলে নিচের মত একটি পেজ আসবে।

এবার আপনি ক্যালেন্ডারের অনেকগুলো ডিজাইন দেখতে পাবেন। এখান থেকে আপনার পছন্দের ডিজাইন এর উপর ক্লিক করুন।

Upload your main photo অপশনে ক্যালেন্ডারের প্রধান ছবি হিসেবে যে ছবিটি দেখতে চান সে ছবিটি Upload করুন। এরপর Upload your background photo অপশনে ক্যালেন্ডারের ব্যাকগ্রাউন্ডে হিসাবে যে ছবি দেখতে চান সে ছবিটি একই নিয়মে Upload করুন।

এবার ক্যালেন্ডারের মাস ও বছর নির্বাচন করার জন্য Advance option মেনুতে ক্লিক করুন। ইচ্ছে করলে Advance option থেকে আপনি ক্যালেন্ডারে নিজের নাম বা কোনো বার্তা লিখতে পারেন। সবশেষে Next অপশনে ক্লিক করলেই তৈরি হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত ক্যালেন্ডার।

উপরের নিয়মে তৈরি হওয়া ক্যালেন্ডারটি আপনার পিসিতে Save করে রাখুন।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

valo laglo. thank you