
সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করা ৩জি প্যাকেজের দাম বিষয়ক গুজব থেমে গেল। কারন গ্রামীনফোন তাদের ৩জি প্যাকেজের মুল্য ঘোষণা করেছে। কথা না বাড়িয়ে নিচের প্যাকেজগুলো এক নজর দেখে নিন।

স্পিডঃ ৫১২ কেবিপিএস
-------------------------------------------------------
প্যাকেজ ১- ভ্যাটসহ ২ জিবি ডাটার দাম ৪৬০ টাকা। মেয়াদ ৩০ দিন।
প্যাকেজ ২- ৬০০ মিনিট ভয়েস কল, ৬০০ এসএমএস, ৬০০ এমএমএস এবং ১.৫ জিবি ডাটা ভ্যাট সহ ৯২০ টাকা। মেয়াদ ৩০ দিন।
*১.৫ জিবি ডাটা ব্যবহারের পর ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য হবে তাই ভেজাল বাদ দিয়ে ১.৫ জিবিই লিখলাম।
প্যাকেজ ৩- ভ্যাটসহ ৮ জিবি ডাটার দাম ১০৯২.৫০ টাকা। মেয়াদ ৩০ দিন।
*৮ জিবি ডাটা ব্যবহারের পর ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য হবে তাই ভেজাল বাদ দিয়ে ৮ জিবিই লিখলাম।
----------------------------------------------------------
স্পিডঃ ১ এমবিপিএস
--------------------------------------------------------
প্যাকেজ ১- ভ্যাটসহ ২ জিবি ডাটার দাম ৮০৫ টাকা। মেয়াদ ৩০ দিন।
প্যাকেজ ২- ৬০০ মিনিট ভয়েস কল, ৬০০ এসএমএস, ৬০০ এমএমএস এবং ১.৫ জিবি ডাটা ভ্যাট সহ ১২৬৫ টাকা। মেয়াদ ৩০ দিন।
*১.৫ জিবি ডাটা ব্যবহারের পর ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য হবে তাই ভেজাল বাদ দিয়ে ১.৫ জিবিই লিখলাম।
প্যাকেজ ৩- ভ্যাটসহ ৮ জিবি ডাটার দাম ১৪৩৭.৫০ টাকা। মেয়াদ ৩০ দিন।
*৮ জিবি ডাটা ব্যবহারের পর ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য হবে তাই ভেজাল বাদ দিয়ে ৮ জিবিই লিখলাম।
এইটা গ্রামীনফোনের প্রমোশনাল অফার। রেগুলার প্যাকেজের দাম এর চেয়ে একটু বেশি হবে।
বিস্তারিত জানতে এই লিঙ্কে যানঃ http://www.grameenphone.com/products-and-services/gp-3g/3g-packages
আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আনলিমিটেড কোন প্যাকেজ নাই?