যখন আপনি গুগলে কোন সার্চ করার কমান্ড দিচ্ছেন, তখন আপনার সামনে সাথে সাথে ওয়েবের অসংখ্য রেজাল্ট তুলে ধরছে। গুগল কিভাবে আপনার প্রশ্ন বোঝে এবং প্রশ্নের বা কুয়েরীর সাথে সঙ্গতিপূর্ণ রেজাল্ট খুজেঁ পায়, একবার ভেবে দেখেছেন কখনও ? অথবা কখনও কি চিন্তা করেছেন, গুগল কিভাবে বোঝে, আপনি ঠিক কি প্রশ্ন করেছেন এবং আপনাকে আপনার প্রশ্নের উত্তর ঠিক ঠিক ভাবেই দিচ্ছে ? আসলে গুগলের এই কারিশমার পেছনে কাজ করছে “পেইজর্যাঙ্ক TM” নামের একটি প্রযুক্তি।
কারো কি জানা আছে, কি এই পেইজর্যাঙ্ক টেকনোলজি? চলুন তাহলে জেনে নেই এর সম্পর্কে।
আসলে, পেইজর্যাঙ্কে ৫০০ মিলিয়নের বেশি ভেরিয়েবল এবং ২ বিলিয়ন হিসাবনিকাশের ভিত্তিতে আমাদের গুরুত্ব ও পছন্দের ওয়েবপেইজের তালিকা করা হয়। যেসব পেইজগুলোকে আমরা বেশি প্রাধ্যান্য দেই, সেগুলোই স্বভাবত বেশি পেইজর্যাঙ্ক পায় এবং বেশিরভাগ সময়ে সার্চ রেজাল্টের প্রথমদিকের কোন না কোন স্থান পায়।
সেইসব পেইজগুলো পেইজর্যাঙ্ক TM –এর কাছে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে ভোটের অপশন থাকে, সেইসব পেইজগুলো আরও বেশি প্রাধান্য পায়, যারা অন্য কোন পেইজে ভোটের রেজাল্টে বেশি গুরুত্ব পায়। আমরা আসলে এভাবে সার্চ রেজাল্টের কোয়ালিটি উন্নয়নে এবং উন্নততর প্রোডাক্ট তৈরিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি, এবং আমাদের টেকনোলজি ওয়েব পেইজের সামগ্রিক বুদ্ধিমত্তা ব্যবহার করে এসব ওয়েব পেইজের গুরুত্ব বোঝে এবং তার রেকর্ড রাখে।
সাধারণভাবে, ওয়েব মাস্টাররা তারা তাদের সাইটের সাথে অন্যান্য হাই র্যাঙ্কের সাইটের লিঙ্ক করে নিজেদের সাইটের র্যাঙ্ক বাড়াতে পারেন এবং এভাবেই আসলে তাদের সাইটগুলো বেশি গুগলফ্রেন্ডলি হয়ে যায় এবং গুগল সার্চে আরও ওপরের দিকে স্থান পায়।
আপনারা আপনার ব্লগ টেমপ্লেটে একটি বাটন হিসেবে “পেইজর্যাঙ্ক TM” প্রদর্শন করার জন্য এই ফ্রি টুলটি ব্যবহার করতে পারেন। এটা আপনাকে আপনার নিজের সাইট সহ অন্য যে কোন সাইটের বর্তমান র্যাঙ্ক বের করতে সাহায্য করবে।
http://www.graphicsguru.com/googlerank.php
আপনি ওপরের সাইট থেকে আপনার পছন্দের ডিজাইনের যে কোন একটি ফ্রি গুগল পেইজ র্যাঙ্ক টেমপ্লেট ব্যবহার করতে পারেন আপনার নিজের সাইটের জন্য। আপনাকে শুধু উপযুক্ত এইচটিএমএল/জাভাস্ক্রিপ্ট উইজেটের কোডটুকু কপি করে আপনার সাইডবার অথবা আপনার সাইটের টেমপ্লেটের যে কোন যায়গায় পেস্ট করতে পারেন, যেখানে আপনার গুগল পেইজ র্যাঙ্ক বাটন স্থাপন করতে চান।
আমি zicobaby। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গুগলের পেইজ র্যাঙ্ক বিষয়টা কিন্তু বেশ জটিল। এই পেইজ র্যাঙ্ক এর জন্যই গুগলেই সার্চ পারফরমেন্স অপ্রতিরোধ্য। ধন্যবাদ আপনাকে।