ইন্টারনেটের গতির দিক থেকে বিশ্বের শীর্ষ ১০ টি দেশ

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ‘আকামাই’ নামের একটি সফটওয়্যার ও ওয়েব ডেভেলপার কোম্পানি বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেটের গতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তবে আশ্চর্য বিষয় কি জানেন, আমরা যাদের উন্নয়নের পথিকৃত বলে জানি সেই আমেরিকা, ব্রিটেনও নেই সেরা দশের ভিতরে। এমনকি এই তালিকায় প্রযুক্তির বিপ্লব ঘটানো চিন ও ভারতের নামও নেই।
ইন্টারনেটের গতির দিক থেকে বিশ্বের শীর্ষ ১০ টি দেশের মধ্যে প্রথমেই আছে হংকং। দেশটির ইন্টারনেটের সর্বচ্চোগতি ৬৩ দশমিক ৩ এমবিপিএস। যেখানে বিশ্বের অন্যন্য দেশগুলোর গড় গতিবেগ ১৮ দশমিক ৩ এমবিপিএস থেকে এই গতি ৩ দশমিক ৫ গুন বেশি। গত তিন মাসে তাদের গতি বেড়েছে ৯শতাংশ এবং গত বছরের তুলনায় এই হার ২৯শতাংশ বৃদ্ধি পেয়েছে।দ্বিতীয় অবস্হানে আছে জাপান, তাদের ইন্টারনেটের গতি ৫০ এমবিপিএস।গত তিন মাসে তাদের গতিবেড়েছে ১৩শতাংশ এবং গত বছরের তুলনায় এই হার ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় অবস্হানে আছে রোমানিয়া, তাদের ইন্টারনেটের গড় গতিবেগ ৪৭ দশমিক ৯ এমবিপিএস। গত তিন মাসে তাদের গতিবেড়েছে ৮ দশমিক ৯শতাংশ এবং গত বছরের তুলনায় এই হার ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তালিকার চতুর্থ অবস্হানে আছে দক্ষিন কোরিয়া।দেশটির ইন্টারনেটের সর্বচ্চোগতি ৪৪ দশমিক ৮ এমবিপিএস। গত তিন মাসে তাদের গতি বেড়েছে ১দশমিক ৫ শতাংশ এবং গত বছরের তুলনায় এই হার ৬দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পঞ্চম অবস্হানে আছে লাটভিয়া, তাদের ইন্টারনেটের গতি ৪৪ দশমিক ২ এমবিপিএস। বিগত তিন মাসে তারা ইন্টারনেটের গতি বাড়িয়েছে ১০ শতাংশ এবং গত বছরের তুলনায় এই হার ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তালিকার ছয় নাম্বারে আছে সিঙ্গাপুর, তাদের ইন্টারনেটের গড় গতি ৪১ দশমিক ১ এমবিপিএস। গত তিন মাসে তাদের গতিবেড়েছে ৮ দশমিক ৮ শতাংশ এবং গত বছরের তুলনায় এই হার ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সপ্তম অবস্হানে আছে সুইজারল্যান্ড, তাদের ইন্টারনেটের গতি ৪০ দশমিক ৩ এমবিপিএস। বিগত তিন মাসে তারা ইন্টারনেটের গতি বাড়িয়েছে ১২ শতাংশ এবং গত বছরের তুলনায় এই হার ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তালিকার অষ্টম অবস্হানে আছে বুলগেরিয়া, তাদের ইন্টারনেটের গতি ৩৮ দশমিক ২ এমবিপিএস। বিগত তিন মাসে তারা ইন্টারনেটের গতি বাড়িয়েছে ১৪ শতাংশ এবং গত বছরের তুলনায় এই হার ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

নবম অবস্হানে আছে নেদারল্যান্ড, তাদের ইন্টারনেটের গতি ৩৮ দশমিক ২ এমবিপিএস। বিগত তিন মাসে তারা ইন্টারনেটের গতি বাড়িয়েছে ১৫ শতাংশ এবং গত বছরের তুলনায় এই হার ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তালিকার দশম অবস্হানে আছে বেলজিয়াম, তাদের ইন্টারনেটের গতি ৩৮ এমবিপিএস। বিগত তিন মাসে তারা ইন্টারনেটের গতি বাড়িয়েছে ১৪ শতাংশ এবং গত বছরের তুলনায় এই হার ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Level 0

আমি Sabuj Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলাদেশ কত নম্বরে থাকতে পারে? 😀

    @সুজন: দেশ কয়টা ?? ১৯৭ টা ।

    ইন্টারনেট ইউজ করে কয়টা ??? ১৯০ +

    তাইলে বংলাদেশ ১৯১ !!! 😀 😀 😀

    Apatoto vamar jana nai

Level 0

ফালতু পোস্ট বাংলাদেশ ১ নাম্বারে আছে এটা কে দিবে? 😀

Level 0

(Y)

Level 0

LoG_In না করে পারলাম না
আমার মনে হয় BDর অবস্থান প্রথম
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
কম SpEeD এর দিক থেকে
সবাই যেখানে MBPs
আমরা সেখানে KBPs
K আগে না M আগে আপনিই বলুন।

Level 3

Chattanooga, TN, USA has 1gbps up & down (very pricey though). Wish more public utilities would take the plunge like theirs did.

https://epbfi.com/internet/
http://www.thegigcity.com/
আমি আমেরিকা আসার আগে এটা জানতামইনা ।

ভাই পৃথিবীতে মোট দেশ কইটা আমার মনে হয় সবার শেষে বাংলাদেশ

যারাই যত জি ব্যবহার করুক না কেন? আমরা আগামীতে 10জি ব্যবহার করব ইনশা আল্লাহ।

ভাই ইন্টারনেটের জ্বালাই বিদেশ চলে যাব।