আসুন ইন্টারনেট এর মৌলিক বিষয়াবলী জেনে নেই(ভাইভা তে বা রিটেন পরীক্ষার জন্য কাজে দিবে)

জানি অনেকে এই বিষয় গুলো জানেন কিন্তু আমি তবুও শেয়ার করছি কারন আমরা প্রতিনিয়ত ভুলে যাই তাই আর আমরা এখানে অনেকে আছি যারা জানে না কিন্তু রামদাম নেট ব্যবহার করছে.....যাই হোক আমি কাউকে কষ্ট দেয়ার জন্য কথা গুলো বলাম না।তাই কষ্ট না নিয়ে বিষয় গুলা জেনে নেই।

ইন্টারনেট কি?
ইন্টারনেট হলো পৃথিবীজুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমম্বয়ে গঠিত একটি বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা।আনেক গুলো কম্পউটার এক সাথে যুক্ত করে একটি নেটওয়ার্ক এর সাথে যুক্ত করে আর একটি নেটওয়ার্ক এর সাথে যুক্ত করাই হলো ইন্টারনেট।তাই একে ইন্টারনেটওয়ার্কিং ও বলা হয়।

১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেল্-স এর UCLA ল্যাবরেটরিতেএটি সর্বপ্রথম আরপানেট(Arpanet-Advanced Research Projects Administration Network) দিয়ে যাত্রা সুরু করে।s

ইন্টারনেট সংযোক কত প্রকার?
১.অনলাইন(Online)
২.অফলাইন(offline)

বিভিন্ন প্রকার নেটওয়ার্ক

LAN-Local Area Network
WAN-Wide Area Network
VPN-Virtual Private Network

আইপি অ্যাড্রেস(IP Address)

ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে এ ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস(IP Address)।প্রতিটি অ্যাইপি ৩২ বিট এর হয়।
একটি অ্যাইপি অ্যাড্রেস কে তিন ভাবে প্রকাশ করা যাই যেমন
ডটেড ডেসিমাল-২০৩.৯১.১৩৯.২
বাইনারি-১১০০১০১১.১০১১০১১.১০০০১০১১.১০
হেক্সাডেসিমাল-CB:5B:8B:2

আইপি অ্যাড্রেস(IP Address) এর দুইটি অংশ থাকে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং হোস্ট অ্যাড্রেস। ২০৩.৯১.১৩৯.২ ঠিকানায় ২০৩.৯১.১৩৯ হলো নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ২ হলো হোস্ট অ্যাড্রেস।

ডোমেইন নেম(Domain Name)

আইপি অ্যাড্রেস এর নম্বর টাকে একটি নামে প্রকাশ করাকে ডোমেইন নেম(Domain Name) বলে।আইপি অ্যাড্রেস ২০৩.৯১.১৩৯.২ এত এর পরিবর্তে bijoy.net ডোমেইন নেম এ ব্যবহার করা যায়।ডোমেইন নেম(Domain Name) একক হয় তাই এক নামের ডোমেইন অন্য কেউ পাবে না।ডোমেইন নেম(Domain Name) নিয়ন্ত্রন করার পদ্ধতিকে DNS(Domain Naming System)বলে।ডোমেইন নেম(Domain Name) এর শেষ অংশ কে টপ লেভেল ডোমেইন বলা হয়।যেমন bijoy.net এর.net হচ্ছে টপ লেভেল ডোমেইন।এই রকম আরো আছে .com,.gov,.mil,.org,.edu,.int ইত্যাদি ইত্যাদি।

bijoy.net.bd এর ক্ষেত্রে আমরা .bd এ সাব টপ লেভেল ডোমেইন কে কান্ট্রি ডোমেইন বলবো। যেমন: .ar, .au,.bd, .in, .cn, .uk, .pk, .jp, .us ইত্যাদি ইত্যাদি।

ওয়েব পেইজ

ওয়েব পেইজ হলো ইন্টারনেট এর সেই স্থান যে খানে কোন তথ্য,অডিও,ভিডিও,স্থির ছবি,অ্যানিমেশন রাখা হয়।

এই ওয়েব পেইজ এর এই সব তথ্য,অডিও,ভিডিও,স্থির ছবি,অ্যানিমেশন জমা করে রাখা হয় তাকে সারভার বলে।

ইন্টারনেট এ একটি ওয়েব পেজ খুলতে যা যা লাগে:
১.প্রথমে একটি ডোমেইন নেম(Domain Name) রেজিস্ট্রেশন করতে হয়।
২.ওয়েব পেইজ ডিজাইন করতে হয় । ফ্রি সাইট হলে তো কোন কথাই নেই ফ্রি ডিজাইন পাওয়া যাই।
৩.ওয়েব পেইজ কে কোন নির্ভরযোগ্য সার্ভারে ভাড়ার বিনিময়ে বা ফ্রিতেও রাখা যাই।
৪.ওয়েব পেইজ কে প্রচার মূখি করার জন্য SEO করতে হয়।SEO কি পরে জানাবো।

ইআরএল(URL)

কোন ওয়েব পেইজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়।URL-(Universal Resource Unique Locator) হলো  ওয়েব পেইজ এর একক ছিকানা

প্রতিটি URL এ থাকে

যেমন:

http://www.facebook.com/home/login.htm

১.ওয়েব প্রোটোকল (http) 

২.ওয়েব সার্ভার এর নাম (www.facebook) 

৩.ডোমেইন নেইম(.com) 

৪.ডিরেক্টারি নাম(পাথ)(home)

৫.ফাইল এবং এক্সটেনশন(login.htm)

এখানে http মানে  Hypertext Transfer Protocol হলো তথ্য বিনিময়ের যোগাযোগ নিয়ম যা ওয়েব ব্রাউজারকে ওয়েব সার্ভারের সাথে যোগাযোগ কারার অনুমতি দেয়।

.htm হলো নিদির্ষ্ট ফাইল খোলার এক্সটেসন।htm(hypertext markup language)

 

আজ এই পর্যন্তই পরে আবার অনেক কিছু নিয়ে হাজির হবো ।বিছু ভূল হলে মাফ করে দিয়েন......

ভালো লাগলে জানাবেন

I am going to publish full tutorial of web deasing.......so learn (Basic Tutorial)properly

U can Visit my site:

Electrical Engineering Viva Question

For Update software

 

Level 0

আমি রাজিব বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজী ভালোবাসি তাই টেকটিউনস্ এ বারবার আসি...... http://itv24.co/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

sundor tune

Level 0

পিএইচপি শেখার জন্য বাংলা কথা সহ ভিডিও টিউটোরিয়াল
http://www.examanswer24.com

দারুন পোস্ট। অসংখ্য ধন্যবাদ।

Level 0

আপনাদের কেও ধন্যবাদ @Kh ফয়সাল,আরিফ অপু

ভালো লিখেছেন ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ @ থালিদ

অত সুন্দর টিউনে কমেন্টস না করলে অপরাধী মনে হয়। খুব সুন্দর হইছে।

Level 0

Yes..,good

ভাল ১টা পোস্ট। ধন্যবাদ।

চমৎকার। দারুন পোস্ট।

Level 0

ধন্যবাদ সবাইকে ।সবাই দোয়া করেন যেন ভালো কিছু পোষ্ট আপনাদের উপহার দিতে পারি ।