বাংলালায়ন: দুর্দশার নতুন নাম ‘TX Server’

[আপডেট: বাংলানিউজ২৪ এ্টা নিয়ে একটা রিপোর্ট করেছে - http://goo.gl/V3XbG ;

তবে আমার টেকটিউনসের লেখাটা "বাংলানিউজ২৪" ব্লগার রাসেল নামে প্রকাশ করলো! ব্লগার রাসেল কে?
কপিরাইটে মামলা দিমু না-কি? না থাক, বাংলালায়নের বেহায়াপনা প্রকাশ করেছে এতেই খুশি!!

"ব্লগার রাসেল তার ব্লগে লিখেছেন, “অলস দুপুরের খাওয়া-দাওয়ার পরে কিছু সময় নেট ব্রাউজিং প্রত্যেক দিনের রুটিন কর্ম। নেটে ঢোকার আগেই মোবাইলে বাংলালায়নের মেসেজে আমি আতঙ্কিত বোধ করলাম। এরা কখনো ভালো মেসেজ দিয়েছে মনে করতে পারি না। মাসের মিনিমাম ৫-৭ দিন ‘সার্ভার’ নামক বস্তুটার কারণে ৩০-৪০ ঘণ্টা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখে। আমি ইন্টারনেটের পেছনে প্রতি মাসে বিল দেই ১৪৩৭ টাকা। ৩০ দিনে এক মাস, প্রতি ঘন্টায় বিল হয় ২ টাকা, ৪০ ঘন্টায় বিল আসে ৮০ টাকা। এই ৮০ টাকা ইন্টারনেট না থাকার পরও কেন আমাকে প্রতি মাসে দিতে হচ্ছে?”
রাসেল আরও অভিযোগ করেন, ৫১২ কেবিপিএসের ইন্টারনেট স্পিড মাঝে মাঝে ১২৮ কেবিপিএসে নেমে আসে।"]


অলস দুপুরের খাওয়া দাওয়ার পরে কিছু সময় নেট ব্রাউজিং প্রত্যেক দিনের রুটিন কর্ম, নেটে ঢুকার আগেই মোবাইলে বাংলালায়নের ম্যাসেজে আমি আতঙ্কিত বোধ করলাম, এরা কখনো ভাল ম্যাসেজ দিয়েছে যতদূর সম্ভব মনে করতে পারি না । স্বাভাবিক নিয়মেই আজকের ম্যাসেজের বিষয়, এদের TX Server এর সমস্যার কারনে ইন্টারনেট নাই । এই টিউনটা যখন লিখছি আমার ইনডোর মডেমের নিওন বাতিটা এ পাশ থেকে ও পাশে দৌড়াদুড়ি করছে । পাক্কা ৪ ঘন্টা আগে এই দৌড়াদুড়ির সূচনা ঘটেছে কবে শেষ হবে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানেন না । বাংলালায়ন থেকে নতুন যে সুবিধাগুলো ইদানিং পাচ্ছি :

  • মাসের মিনিমাম ৫-৭ দিন TX Server নামক বস্তুটার কারণে ৩০-৪০ ঘন্টা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রেখে আমাদেরকে প্রাকৃতিক পরিবেশে (পদ্নার পাশে বা আশেপাশে) সময় কাটানোর সুবর্ণ সুযোগ প্রদান । আমি ইন্টারনেটের পিছনে প্রতি মাসে বিল দেই ১৪৩৭ টাকা, ৩০দিনে এক মাস, প্রতি ঘন্টায় বিল হয় – ২টাকা,৪০ঘন্টায় বিল আসে ৮০ টাকা । এই ৮০ টাকা ইন্টারনেট না থাকার পরও কেন আমাকে প্রতি মাসে দিতে হচ্ছে?
  • ৫১২ কেবিপিএস এর ইন্টারনেট স্পীড মাঝে মাঝে ১২৮ কেবিপিএসে নেমে এসে মুভি নাটক এর পিছনে অযথা সময় নষ্ট না করার জন্য নিরুৎসাহিত করা । এটা জাতিকে সুশিক্ষিত করার জন্য বাংলালায়নের অদম্য একটা প্রয়াস বলে আমার মনে হচ্ছে । কিন্তু সমস্যা হচ্ছে যে জাতির কিছু সন্তানেরা ‘ফ্রীল্যান্সিং’ নামক বস্তুটার পিছনে ছোটাছুটি করে দেশের ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করছে এটাও কি দেশের জন্য অকল্যানকর? না তাদের জন্য বাংলালায়নের আলাদা সার্ভারের ব্যবস্থা আছে?
  • বিশ্বের সবচেয়ে সুন্দর এবং সুমধুর কাস্টমার কেয়ার রয়েছে বাংলালায়নের । আপনি যে কোন সমস্যায় ফোন করলে ১মিনিটের মাঝেই ফোন কল কেটে দিতে বাধ্য হবেন তাদের সুমধুর কথাবার্তার ‘টোন’ শুনে । তবে আপনার সমস্যার কোন সমাধান হবে না । একটা ডিএ্যাকটিভ লাইন ঠিক করতে বাংলালায়ন রাজশাহী প্লাজায় মিনিমাম ৩বার আপনাকে দর্শন দিতে হবে । আপনি তাদেরকে সাপোর্ট টিকিট পাঠালে ডাকবিভাগের চিঠি তাও ২/৩ বছর পর ঠিকানায় পৌছে যেতে পারে কিন্তু আপনার উত্তর কখনো পাবেন না ।ফেসবুকে ‘Say Cat’ নামে একটা পেজ আছে, ওখানে জনসাধারণের কথাবার্ত দেখলে ভালভাবে বুঝতে পারবেন এদের ইন্টারনেট সার্ভিস মান কত উঁচু দরের!! বিশেষ একটা তথ্য জানাতে ইচ্ছা করছে, আগে লোকাল কাস্টমার কেয়ার সেন্টারে অভিযোগ করার জন্য নাম্বার ছিল, TX Server কাহিনী শুরু হওয়ার পর এদের সব ধরনের মোবাইল নাম্বার “দুঃখিত এই মহুর্তে আপনার কাঙ্খিত নাম্বারটাতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না” পর্যায়ে চলে গেছে ।

মনে মনে অনেক কিছু লিখতে চেয়েছিলাম, নিওন বাতির “ঝাপাঝাফি” এখনও চলছে, ২টার পর এখন ৬টা বাজে (৪ মে ২০১৩), মানে মাত্র ৪ঘন্টা  ইন্টারনেটবিহীন আছি, আমি অধির অপেক্ষায় বসে আছি আরও কতঘন্টা বসে থাকতে হবে… । ওয়াও এটা মিরাকল নাকি??? মডেমের বাতি বসে গেছে মানে আমি ইন্টারনেট ফিরে পেলাম । তাহলে এই পোস্টটা এখনই টেকটিউনসে পাবলিস করা যাবে J ।

দিনশেষে একটা কথায় বলবো, আমি TX Server কি বুঝি না, 4G কি জানিনা, আমি জানি বাংলালায়ন জঘন্য ইন্টারনেটের উজ্জল একটা উদাহরণ । এই্ যে এত এত সমস্যা দেশে বিটিসিএল নামক একটা বস্তু আছে এরা কখনো দেখতে পায় না, শুনতেও পায় না আর কিছু করবে গ্রাহকদের স্বার্থে এটা তো অলীক কল্পনা!! তবে ইন্টারনেট নামক অপ্রয়োজনীয় বস্তু বন্ধ করে হলেও এই দেশটাকে ডিজিটাল করা হবে । যদি সেটা সম্ভব না হয় তবে আবার আপলোড স্পীড ৯০% কমানো হবে, ডাউনলোড স্পীড ০% করা হবে, কাজ নেই শুধু ইন্টারনেট থেকে নাটক সিনেমা নামানো!! ইহা কী সহ্য করা যায়???   

Level 0

আমি writer2012। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

TX Server জিনিসটা কি??

    Level 0

    @নেট মাস্টার: এরা TX Server লিখে কিন্তু সেটা কি বস্তু তা লিখে না । দেখা যাক নিচে এ বিষয়ে কোন বিশেষজ্ঞ পাওয়া যায় কি-না । Wait করেন………..

আমারও একি অবস্থা। চিন্তা করতেছি বাংলাবিলাই কে লাথি মাইরা ঘর থাইকা খেদায়ে দিমু। শালারা speed কমানোর সময় সাথে সাথেই কমায়ে দেয় আর price কমানোর সময় নাম-গন্ধও পাওয়া যায় না তোদের। তাও তো কানেকশন পাওয়া যায় না ঠিক মত। 256kbps লাইনে কখনো কখনো 50kbps ও পাওয়া যায় না। এর চেয়ে রবি/এয়ারটেল ইউস করবো কিনা চিন্তা করছি।

    Level 0

    @টেকপোকা: স্পীড কমানোর চেয়ে সুমধুর বস্তু বাংলালায়ন জানে না, এটা লোডশেডিং এর চেয়ে দ্রুত ঘটে যায় । সেদিন পেপারে পড়লাম চিঠি দিয়েছে ‘ইন্টারনেট গেটওয়েতে” আর এদিকে বাংলাবিলাই (ISP Company) স্পীড কমিয়ে বসে আছে । দাম কমানো তো চিরতার পাতার থেকেও তেতো বিষয় 🙂

এমন ট কুমিল্লাতে প্রতিদিনই হয়। আমার লাস্ট ঘটনার কথা বলি

গত পরশু দিন রাতের ২.২০ আমেরিকার এক বায়ার এর সাথে কথা বলতেছি ইস্কাইপিতে, সব কথা শেষ প্রায় শুধু প্রোজেক্ট টা আমি পাইছি এটা কনফার্ম করবে আমাকে এমন সময়, কল ড্রপ

এখন চিন্তা করেন বায়ার আমাকে কি বলতে পারে, তেমন কিছু বলে নাই শুধু লিখছে,

Good Bye all Bangladeshi Contractor

Level 2

আমার কিউবি এবং বাংলা লায়ন দুটোই আছে। দুটোর স্পীডই 1MB। কিন্তু ব্রাউজ করলে মনে হয় গ্রামীণ ফোন ব্যবহার করছি।

    Level 0

    @Kamrul Cox: সব শালা একই জাতের, কুকুরের লেজ বেকা । কোন কিছুই শুনতে পায় না, বুঝতেও পারে না ।

    @Kamrul Cox: via ami to akta line nibo vabci 1 mb ar..konta nibo..bl or qb…

      Level 2

      @damnamsogood: এখন পর্যন্ত টেলিটক ঠিক আছে দেখছি। তবে দাম বেশি। প্রফেশনাল কাজের জন্য ব্যবহার করতে চায়লে ব্রডব্যান্ড চিন্তা করতে পারেন। আশাকরি ওটাই ভাল হবে।

bangla belay ke age e bidai janisi or modem ke koyek tokra korsilam rager cote,koto golo kottha namok prani manush saija a babe amader pritineyot protorona kortase…akon kotthbe ar pallay asi ai ta o tom jerry khela dekiya cotase …..mone hoy 3G shala aktu support dite parbo kintu o khane ase bangladesh ar sere scientist amla jara 12ta kemne bajano jai jonogoner seta vaho kore jane…

banglalion ar tulonai qubee onek valo ase

Level 0

writer2012@ভাই ঠিকই বলিছেন ওদের ধরে লাথি মারার দরকার……আমির ও একই সমস্যা.

apni ki janen banglalion ar uploading speed koto? now 68kbps/8KB. biswash na korlay check kore dakun…………………………………………………………….

Level 2

@ITtrickBD.Com: BOLSILAN HI SPEED A BROWS & DOWNLOAD AR TRICK DABAN .AKON DAN.

Level 0

3 bochor aage jei modem ta kinsilam 4000 taka diye er cheye boro opochoy amar jibone kori kokhono, bhobishhote hobe bole amar mone hoy na

broadband line nilam notun ekhon oooonek shanti te asi

ami nirdidhay bolte pari BANGLALION IS THE WORST ISP IN BANGLADESH

দীর্ঘ ৭ মাস বাংলালায়ন এর অসাধারন সার্ভিস পেয়ে খুশির ঠ্যালায় টেলিটক ৩ জি নিসি । তবে টেলিটক আমাকে হতাশ করেছে , প্যাকেজ নিলাম ৫১২ আমারে ডাউনলোড স্পীড দেয় ১ এম বি পি এস । ফাইযলামি নাকি ?? আমারে এতো স্পীড দিলে সরকার চলবো ক্যামনে ?? 😛 😛

Level 0

apni ki Dhakar bahire ? ami dhakar vitor. amar problem hoche na. tobe 15-20 din jabot download speed kub up down kortece. ami 1 year ar basi banglalion wimax chalachi. fibar optical line kata cara ami ai 1 year ar modhe 3/4 ber hoyto net cilo na. ami satisfied. tobe oder customer care kub e baje, ami 1st qubee use suru kori 2010 year thake. oder service kub e valo. kintu 2012 sal ar suru thake ora akta fizlami kore. ora rat 2.45 mint and 3.40 mint 2 ber internet disconnect kore protek din. ami rate download diya gumai . tai amar download gula failed hoy. ai jonno ami qubee thake banglalion a jai. tobe amar mote blion thake qubee valo. tobe heavy download user der jonno blion best.
@স্বরূপ vai teletalk is joss. tobe oder 3g service dhaka r vitor e sob jaygay covareg nai. ami 1 gb active kore cilam kub valo lagce. tobe dukker kota hoche ami hajar chasta kore o video call korte parlam na.

    Level 0

    @Nazmul: হ্যা, Out of Dhaka. রাজশাহী ।

      Level 0

      CINR and RSSI koto thake @writer2012

Level 0

ভাই শালাদের কাস্টমার কেয়ারে ফোন দিয়া অপেক্ষা করেন আপনার সময় অবশ্যই নষ্ট করবে কিন্তু ফোনটা রিসিভ করার পর ওগো কাস্টমার কেয়ারের গুষ্টি উদ্ধার করেন, দেখবেন কাউ করবে, আমি নিজে শালাদের কাস্টমার কেয়ারের গুষ্টি উদ্ধার করার পর কাজ করছে, আমার এখানে তাদের লোক পাঠাইছিল।

ভাই জিপির মত বাংলালায়নের ফ্রি চালানোর কোন ট্রিক্স আসে ???????

    Level 0

    @Tanvir Ahamed: জানা নাই । টাকা দিয়ে চালাই তাই স্পীড দেয় না আর ফ্রী……………….!!

Level 0

sodu bangladeshider sathe koira geli……………………………..

Level 0

Say Cat তো খুজে পাইলাম না ভাই।
আমি ও জ্বালায় আছি বিলাই নিয়া…. এখন দেখি টেলিঠগ কি কয়.

    Level 0

    @rayhan.it: না ওটা ফান করে বলেছিলাম, আপনি লোক দিন দিন কাঠখঠ্রা হয়ে যাচ্ছেন কেন? এদের সার্ভিস তো বিলায়ের মতো । বাংলাবিলায়ের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ:
    http://www.facebook.com/sayhalum