নিজের নামে তৈরি করুন ফেইসবুকের ইমো (সাথে আরো অনেক কিছু)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আমারা অনেকেরই Facebook ফেইসবুক একাউন্ট আছে, এবং অনেক বন্ধু ও আছে অনেক সময় বন্ধুদের সাথে Chat করি। Chat করার সময় বন্ধুকে নিজের নামের ইমো পাঠিয়ে দিয়ে মজা করুন, তো এই ইমো কিভাবে তৈরি করবেন সে নিয়ম আজকে আমি আপনাদের শিখাবো।
(১) প্রথমে এখানে ক্লিক করুন তাহলে নিচের মত একটি বক্স আসবে।

এবার আপনি যে নামের ইমো তৈরি করবেন Type Your Text Here বক্স-এ লিখুন আমি আমার নাম লিখলাম আপনারা যে কোন নাম লিখতে পারেন। তারপর Generate Facebook chat/message code এ ক্লিক করুন । তাহলে আপনার নামের কিছু ইমো কোড দেখতে পাবেন এবার এ কোড গুলো ফেসবুক মেসেজ বক্স এ পেষ্ট করুন আর দেখুন মজা।

(২) লেখাকে বিভিন্ন স্টালে পরিণত করে হলে এখানে ক্লিক করুন। তাহলে একটি বক্স আসবে নিচের মত।


এবার যে লেখাকে স্টালে তৈরি করবেন Type Your Text Here বক্স-এ লিখুন আমি Techtunes লিখলাম আপনারা যে কোন লেখা লিখতে পারেন। তারপর একটি স্টালে ক্লিক করুন আর দেখন কেমন হয়েছে আপনার লেখার স্টাইল।

৩) আর লেখাকে এনিমেটর করতে হলে এখানে ক্লিক করুন।
তাহলে একটি বক্স আসবে এবার এখান থেকে যে কোন একটি ইফেক্ট উপর একটি ক্লিক করুন।
এবার Design Your Logo বক্স-এ যে লেখাকে ইফেক্ট দিতে চান লিখুন।

আর দেখুন কেমন হয়েছে আপনার লেখার ইফেক্ট।
পরিশেষে সেভ করে রাখুন।

ভাল লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না,আজ এই পর্যন্ত।

ফেইসবুকে আমি

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই কোড পেস্ট দিলে তো কোড শো করে। না শো করে। আপানাকে request পাথাইসি

http://go.site90.com/Chat_text_Generator এই link এ নিজের ইচ্ছে মতো ইমো বানাতে পারবেন…

Level 0

Cooltext ar logo fb te dibo kivabe ?

Design Logo Text facebook-এ সাপোর্ট করেনা কেন? স্টীল পিকচার হিসেবে সাপোর্ট করে এনিমেশন দেখায় না। Help me….

Level 0

► পুরান জিনিস, নতুন কিছু লইয়া আসেন…!! ইরাম টিউন আগে কয়েক বার হইচে!! লুল :p