যে কোন ইবুক ডাউনলোড করুন Google Books থেকে |

বিসমিল্লাহীর রাহমানির রাহিম

হইতে অনেকের জানা আছে যে, ইবুকের একটা বিশাল সম্রাজ্য হল Google Books। যারা অনলাইনে ইবুক খোঁজাখুঁজি করেন তারা সবাই জানেন ইবুকের একটা বিশাল সম্রাজ্য হল Google Books। মোটামুটি সকল ক্যাটগরির ইবুক এখানে পাওয়া যায়। প্রথমেই বলে রাখছি, সকল ইবুক পাওয়া গেলেও গুগল ইবুকের একটা কনডিশন আছে তা হলো ইবুক আপনাকে অনলাইনেই পড়তে হবে। মানে এটাতে কো ডাউনলোডের কোন ব্যবস্থা নেই। ফলে আমার মত যারা ২৪ ঘন্টা ইন্টারনেট এ থাকেন তাদের ছাড়া এটা আর বেশি কারোর উপকারে আসেনা।

ঘাবড়ে গেলেন? ঘাবড়াইয়েন না, আর একটু পড়েন।

উক্ত সমস্য সহযেই সমাধানের জন্য এবং শিক্ষা মূলক কাজের জন্য বানানো হয়েছে Google Book Downloader.  এটি একটি ইউটিলিটি সফটওয়ার। যা ব্যবহার করে আপনি যে কোন ইবুক  pdf  বানিয়ে আপনার পিসিতে ডাউনলোড করতে পারেন।

Google Book Downloader চালাতে আপনার যা দরকার:

  • Google Book Downloader চালানোর জন্য আপনার পিসিতে Microsoft .net Framework 3.5 SP1ইনস্টল করা থাকতে হবে।
  • এবং Google Book Downloader ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

যেখানে পাবেন:


যেভাবে ইবুক ডাউনলোড করবেন:

  1. প্রথমে Google Book Downloader চালু করুন।
  2. Google Books এ গিয়ে আপনার যে বইটি দরকার সেই ইবুকটি খুজে বের করুন।
  3. মনে করেন আপনি A Real World Guide to CompTIA A+ Skills ইবুকটি ডাউনলোড করবেন। এটার লিংক হবে, http://books.google.com/books?id=Nk-vOWkcahYC&pg=PA125&dq=Xp+tweaks&ei=-zWhS-HxJJTqzASP-KTzAQ&cd=1#v=onepage&q=Xp%20tweaks&f=false বোল্ড এন্ড ইটালিক করা নাম্বারটি হল এই বইয়ের কোড।
  4. Google Book Downloader এ কোডটি পেস্ট করুন। এবার Check বাটনে ক্লিক করুন। বইটির ডাউনলোড লিংক খুঁজে বের করবে।
  5. Download entire book বাটনে ক্লিক করুন। সম্পূর্ন ইবুকটি ডাউনলোড করা হবে।
  6. Save entire book as... বাটনে ক্লিক করে ইবুকটি আপনার পিসির যে কোন জায়গায় সেভ করুন।

জানিনা টিউনটি আপনাদের কেমন লেগেছে। অনেক ভয় করে টিউনটি করলাম। ভালো লাগলে কমেন্ট করবেন।

Level 0

আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

দারুন!!!!!!!

Level 0

আমার অনেক উপকার হল । ধন্যবাদ , আর একটা কথা Microsoft .net Framework অফলাইন ইনসটলার কেথায় পাব কেউ বলবেন ?

    download.microsoft.com/download/2/0/e/20e90413-712f-438c-988e-fdaa79a8ac3d/dotnetfx35.exe

    ধন্যবাদ rain৯৬৯৬, আপনি বোধ হয় আমার টিউনটি ভাল করে দেখেননি । টিউন টিতে Microsoft .net Framework 3.5 SP1- এর লিংক দেওয়া আছে একই নামে। আশা করি খুজে পাবেন।

এই গুলি নিয়া এক সময় অনেক ট্রাই করছি, কিন্তু হয়না।
আপনি যদি সাকসেস হয়ে থাকেন, তবে বলেন, আবার ট্রাই করব।
ধন্যবাদ.

    অবশ্যই, চেষ্টা করতে পারেন।

Level 0

vi wininstaller 3.1 chai but how i find it pls send a compleat download link of alll

Level 0

ধন্যবাদ।

এইতো ভালো টিউন করেছে । আস্তে আস্তে কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করতে থাক। ধন্যবাদ তোমাকে টেকটিউনস ফ্যামিলির সাথে থাকার জন্য । আশা করি ভালো ভালো টিউন করার মাধ্যমে টেকটিউনসকে সামনে নিয়ে যেতে আমাদেরকে সহযোগিতা করবে ।

Sorry,
GOOGLE BOOK DOWNLOADER er link e software ta pelam na.Would you please provide another link of mediafire?

Level 0

ভাই আপনার লিঙ্ক তা চেক করেন কারণ সফট নামানো যাচ্ছে না ,দয়া করে আপনার কম্পিউটার এ থাকা সফট টি আপলোড করে লিঙ্ক তা দিন

    একটু চেষ্টা করুন, নিচে ১ ও ২ নামে যে লিংক দেওয়া ওখানে পাবেন। সময় স্বল্পতার কারণে ঠিকভাবে লিখতে পারিনি।

ভাই, google book downloader সফট টি নামানো যাচ্ছে না ,দয়া করে আপনার কম্পিউটার এ থাকা সফট টি আপলোড করে লিঙ্ক তা দিন

কাজের জিনিস

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।