{UPDATED} আবারও ফ্রী আনলিমিটেড ব্রাউজ ও ডাউনলোড করুন জিপি সিম দিয়ে আপনার অ্যান্ড্রয়েড ও সিম্বিয়ান ফোনে……

জিপি তাদের অফিসিয়াল Proxy & Port লক করে দেয়ায় প্রচলিত ফ্রী ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এতে অনেকেই চরম ভোগান্তিতে পড়েছে। কিন্তু অদম্য বাঙ্গালীকে কি দমিয়ে রাখা যায়। তাই চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই নতুন ফ্রী ইন্টারনেট ব্যবহারের পদ্ধতি।

আগেই বলে রাখি আমি এটা Android ও Symbian  ফোনে পরীক্ষা করে দেখেছি এবং এটা ১০০% কাজ করে।

বিঃ দ্রঃ

* অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর Boat Browser, One Browser, Secure browser এবং Default Browser দিয়ে এটা ব্যবহার করতে পারবেন। এসব ব্রাউজার দিয়ে Facebook ব্যবহার করে মজা পাবেন তবে ডাউনলোডের জন্য Opera Mobile ই বেস্ট।

* যাদের Opera Mobile এ বাংলা পড়তে সমস্যা হয় তারা উপরোক্ত ব্রাউজারসমূহ ব্যবহার করলে আর সমস্যা হবে না।

* আপনি যদি শুধুমাত্র ফেসবুক ব্যবহার করতে চান তাহলে Browser এ https://facebook.com (অবশ্যই https:// লিখতে হবে।)  লিখে ব্রাউজ করুন। কারণ এই প্রক্সি দিয়ে ফেসবুক ব্যবহার করলে আইডি লক হয়ে যেতে পারে ।

*Symbian  ব্যবহারকারীর Opera Mobile দিয়েও এটি ব্যবহার করতে পারবেন।

* এটা অধিকাংশ ক্ষেত্রে ডাউনলোড Resume সাপোর্ট করে না

Settings-

অ্যান্ড্রয়েডঃ(ANDROID)

প্রথমে Menu থেকে Settings এ যান। Wireless & Network থেকে Mobile Networks এ যান এবং Access point Names এ গিয়ে  Option থেকে New Apn তৈরি করুন।


Name: Free

APN: gpmms

Proxy: 010.128.001.002

Port: 8080

Username: <not set>

Password: <not set>

Server: <not set>

MMSC: <not set>

MMS Proxy: <not set>

MMSPort: <not set>

MCC: 470

MNC: 02

Authentication type: <not set>

APN type: internet

APN protocol: IPv4

Option থেকে APN টি Save করে নিন।

এবার আপনার ফোনের Opera Mobile ওপেন করুন। ইন্সটল করা না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন।

এখন Address bar  এ লিখুন

https://217.79.179.67 (অবশ্যই https:// লিখতে হবে।)

বি ঃ দ্রঃ এখানে আমি এই প্রক্সি ব্যবহার করেছি তবে ইচ্ছা করলে অন্য প্রক্সি সার্ভারও ব্যবহার করতে পারবেন।

Certificate Error এর একটি Message আসতে পারে আসলে Continue Press করুন।

সবকিছু ঠিকঠাক মত করে থাকলে একটি বক্স দেখতে পাবেন। সেখানে আপনার কাঙ্খিত web address লিখুন এবং  আনলিমিটেড ব্রাউজ ও ডাউনলোড করতে থাকুন।

ফোনের Default browser দিয়েও একই পদ্ধতিতে কাজ করবে।

সিম্বিয়ান: (Symbian)

প্রথমে Settings থেকে একটি নতুন Access Point তৈরি করুন।

Name: Free

APN: gpmms

Option থেকে Advanced option এ যান এবং

Proxy: 10.128.1.2

Port: 8080

করে সেভ করে নিন।

এবার ফোনের Default Browser Open করুন । Option থেকে Settings এ যান এবং Default Access point হিসেবে Free সিলেক্ট করে দিন। এখন Address Bar এ লিখুন

https://217.79.179.67( বি ঃ দ্রঃ এখানে আমি এই প্রক্সি ব্যবহার করেছি তবে ইচ্ছা করলে অন্য প্রক্সি সার্ভারও ব্যবহার করতে পারবেন।)  এবং Go press করুন। Certificate Error এর একটি Message আসতে পারে আসলে Continue Press করুন। সবকিছু ঠিকঠাক মত করে থাকলে একটি বক্স দেখতে পাবেন। সেখানে আপনার কাঙ্খিত web address লিখুন এবং আনলিমিটেড ব্রাউজ ও ডাউনলোড করতে থাকুন। এই পদ্ধতি Opera Mobile দিয়েও কাজ করবে।

কোন সমস্যা হলে Facebook এ আমার সাথে যোগাযোগ করুন।

Level 0

আমি Rohid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কাজ করেনা ভাই .

good information. but not working.
Live Technology

if MCCAIN is 470 then it is not accepting MNC 02. If I put this then the new apn vanishes after saving

sorry it’s MCC not MCCAIN

আরে এটা তো default APN, কাহিনী কোথায় বোঝাই বলেন!

কাজ করে না রে ভাই…………………………

দূর মিয়া কাজ করে নাহ!!!!! ফালতু ।আগে নিজে চেক করে দেখবেন ।

Level 0

MNC: 02 দিলে তো কাজ হয় না ………..

Level 0

MNC: 01 দিলে কাজ হয়…….

ভাই, এভাবে হয়রানি না করলেই ভাল হত।

Level 0

It’s really working thanks so much!!!1 😛

ভাই টেলিটক এর কোন পথ নাই??

Level 2

সব কিছুই করলাম কাজ হয় না কেন???

Level 0

ধন্যবাদ ভাই… সিম্বিয়ানে কাজ করছে

Level 2

এন্ড্রয়েড এ APN:-GPMMS দিলে নেট কানেকশনই তো আসেনা।।

    Level 0

    SAM@SAMBIT: ভাই APN: gpmms দিয়ে নিচে APN type: internet করে দিন। তাহলে কাজ করবে……

      Level 2

      APN type: internet দিলেও তো নেট কানেকশন আসেনা//আমার বাকি সব সেটিং ঠিক আছে// আমার ফোন মডেল হচ্ছেঃ- SAMSUNG GALAXY POP..[GT S5570]// আবার default জিপি সেটিং এ নেট কানেকশন ঠিকই আসে//

        Level 0

        @SAMBIT: @SAMBIT: ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত……… Samsung এর Galaxy ডিভাইসসমূহে এটা কাজ করে না……।

আমার তো ভাই nokia n86 set এ অনেক try করলাম কিন্তু কিছুই হল না… আরেকটু বিস্তারিত বললে ভাল হত

    Level 0

    @saif khan sohan: আপনি আবারও চেষ্টা করে দেখুন কাজ করবে… আমি Nokia N73 তে পরীক্ষা করে দেখেছি এটা কাজ করে… এবং Download Speed 35-40 KBPS….

MNC 01 এবং APN type blank করে দেখেন আশা করি হবে । অবশ্যই opera mobile গিয়ে address bar a “https” দিতে হবে। আমার এভাবে কাজ করতেছে এমনকি টাকা ও MB কিছুই কাটতেছে না,

Level 0

thanks vai amar সিম্বিয়ানে কাজ করছে……….

k0p er tune… Simbyan A Kaj korese………………

amar android e kaj korteche

bro, android e opera mini 7 die hobe naki opera mobile lagbe?? mini kaj korena..:( post er jonno thnx

আমার android ফোনে কাজ করেছে।ভাই big ফাইল ডাউনলোড করার কোন proxy দেন।

Bangali khali fao khoje…

Level 0

কাজ হয় না রে ………

    Level 0

    @sobuz.rmc: কাজ হয়… কিন্তু আপনি ঠিকমতো Configure করতে পারেন নি……

      @Syko Virus: assalamualaikum, vi amarto apn type option a internet nai……ase…..default, mms, supl, wap.
      ami konta dibo.janale valo hoto………..plz ans…..

amar data shesh bt meyad ase, ei jonno ki hoy na?? plz rply……ami server bondho hoar age use kortam….

    Level 0

    @TRANSFORMER: হ্যাঁ মেয়াদ থাকলে কাজ হবে ……।।

Level 0

আমি ঠিক ভাবে configure করেছি কিন্তু apn আসে na…..

Level 0

nokia n85 (Symbian) a hoy nai…. apnr n73 er scrn shot up koren… dekhi kmny conct hoy… -_-

ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমার এ্যানড্রোয়েডে কাজ করছে (সিমফোনী W10)। ভাই আমার কিছু সমস্যা আছে আশা করি সাহায্য করবেন।

1. আমি আগে ওপেরা মিনি দিয়ে আমার সেটে নেট চালাতাম সেখানে খুব সুন্দর বাংলা দেখতে পারতাম কিন্তু আপনি যে ওপেরা মোবাইলের লিংক দিয়েছেন সেটাতে বাংলা ঠিক ভাবে আসে না।

2. বড় ফাইল ডাউনলোড করার সময় যদি আমি পজ করে দেয় ও কিছুক্ষন পর রিজিউম দেই তবে আর রিজিউম হয় না।

1 নংটা বেশি সমস্যা কোন বাংলা পেপার পড়তে পারছি না। এখটু হেল্প করেন তাহলে আমার মত সকল এ্যানড্রোয়েড ভাইদের অনেক উপকার হত।

    Level 0

    @Reaz Ul Islam: vai apnar 1st prob ta solv kore dei. adress bar e likhen opera:config likhe ok din. er por jei page asbe tar niche dekhben bitmap fronts lekha ase. then yes select kore save korun. erpor apni bangla lekha clear dekhte paben.
    ekhon amar prosner uttor den. ami to ei system e free use korte partesi na. mnc 02 dile configaration ta delete hoye jay. ar apn type internet nai. wap mms deafult ase. ar 01n dile net connect pay na. help please. symphony w90 use kori

      @amisawon9: ভাই আপনি যে সলুয়েশন টা দিলেনে তা ওপেরা মিনিতে কাজ করবে কিন্তু ওপেরা মোবাইলে কাজ করে না।। ওপেরা মোবাইলে opera:config লিখলে “bitmap fronts for complex scripts” এই ডায়লগ বক্সটা আসে না বরং অনেক গুলো অপশন আসে যার কোথাও bitmap fronts for complex scripts” এই ডায়লগ বক্সটা নাই। আমি এটা আগেই চেষ্ট করেছি, তার পরও আপনার সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ। আমি হয়তোবা আপনাকে লিখে বিস্তারিত বুঝিয়ে বলতে পারবো না, তাই আপনি আমার সাথে এখানে 01671778248 যোগাযোগ করতে পারেন।

Level 0

ভাই samsung galaxy set use করি । আপনার settings দিলে নেট connect হয় না

আমি দেখেছি কাজ করে কিন্তু এটা শুধু মাত্র Browsing এর ক্ষেত্রে কাজ করে ডাউনলোড তো হয় না। PLease একটু চেক করে দেখেন তো।

    @Depok Sarkar: ভাই ডাউনলোড হয় একটু কষ্ট করতে হবে ও ধর্য্য নিয়া ট্রাই করতে হবে, বোঝেন তো ফ্রি জিনিস একটু কষ্ট তো করতেই হবে।

Level 0

hello tuner bro apnar sathe amar kicu kotha cilo plz nock me on fb https://www.facebook.com/ochena.sawon

assalamualaikum, vi amarto apn type option a internet nai……ase…..default, mms, supl, wap.
ami konta dibo.janale valo hoto………..plz ans…..

Level 0

bhai amar n73 te kaj korse, kinto opera mobile dia kivabe chalano jay akto janaben? ([email protected])+(01751904576) are jader prothom bar download deoar por save korte parcenna tara download deoar por kiso kilobayt namar sathe sathe puse karben tarpar abar risum diben dekhben noton kore (%)k/b dhik avabe download hobe, aei download ti save korte parben.

Level New

নোকিয়া আশা ৩১১ তে দেখলাম, ভাই। কাজ করে না।

Level 0

kew ki Samsung gt-5300 pocket android e gpmms configta babohar korte peresen????

Level 0

টিউনার ভাইকে ধন্যবাদ ।
জিঞ্জারব্রেড এর উপরের কোন ভার্সনে কাজ করে কি ? কেউ Jellybean বা ICS এ Try করেছেন ?
Apn:gpmms দিলে যাদের ফোনে নেট কানেকসন আসে না তারা *#*#৪৬৩৬#*#* ডায়াল করে ”Phone Information” tab এ দেখুন ”Set preferred nework type” আছে । ওখানে ”GSM only” or ”GSM (AUTO PRL)” সিলেক্ট করে ফোন রিস্টার্ট দিন , আশা করি নেট কানেকশন এসে যাবে ।