মনের মত ডোমেইন খুঁজে নিন [সাইট রিভিউ]

আসসালামু-আলাইকুম । সবাইকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা । কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র অশেষ মেহেরবানীতে ভালই আছেন ।

আমার আজকের এই পোস্ট মূলত ডোমেইন সংক্রান্ত । ‘ডোমেইন’ কি? সেটা অবশ্য বলার তেমন কিছু নেই । আমরা যখন কোন ওয়েবসাইট তৈরি করার পদক্ষেপ গ্রহন করি তখন আমাদের জন্য সবচেয়ে কঠিন ব্যাপার হয় ডোমেইন নেম ঠিক করা অর্থাৎ, সাইটের কি নাম হবে তা নির্ধারণ করা । শুধু ডোমেইন নেম-ই নয় ডোমেইন এর এক্সটেনশন (যেমন; .com, .net, .org, .biz, .info ইত্যাদি ।  সবাই অবশ্য .com কে প্রাধান্য দিয়ে থাকে) কি হবে তা ঠিক করা । তারপরও যদিও আমরা ডোমেইন নেম ঠিক করি কিন্ত একটা সমস্যায় পড়তে হয় যখন ডোমেইন নেম প্রযোজ্য (Available) থাকেনা ।

তাই, আজ আমি আপনাদের জন্য এমন একটি সাইট নিয়ে এসেছি যেখান থেকে আপনি খুব সহজেই ডোমেইন নেম নির্বাচন করতে পারবেন । যেমন; ধরুন আপনি স্বাস্থ্য বিষয়ক একটি সাইট তৈরি করতে চান । তখন, আপনি যদি সাইটটিতে ‘health’ লিখে সার্চ দেন তাহলে health এর সাথে সম্পর্কযুক্ত অনেকগুলো ডোমেইন এর নাম আপানার সামনে প্রদর্শিত হবে । শুধু ডোমেইন নেম-ই নয় ডোমেইন এর এক্সটেনশনসহ প্রদর্শিত হবে । সেই সাথে ডোমেইন নেম প্রযোজ্য (Available) আছে কি না তাও প্রদর্শিত হবে ।

সাইটের ঠিকানা জানতে এখানে ক্লিক করুন ।

ডোমেইন নেম বাছাই করার জন্য নিম্নলিখিত নিয়মগুলো মেনে চলবেন

  • ডোমেইন নেম যেন সহজে মনে রাখার যোগ্য হয় অর্থাৎ, ডোমেইন নেম হবে সহজবোধ্য ।
  • অতিরিক্ত বড় ডোমেইন নেম নির্বাচন করবেন না ।
  • আপনার ডোমেইনটি যাতে অন্য কারো ডোমেইন এর নামের সাথে মিল না থাকে সে দিকে খেয়াল রাখবেন।
  • ডোমেইন নেম এ হাইফেন যথাসম্ভব পরিহার করুন ।
  • ডোমেইন এর এক্সটেনশন এ .com কে-ই বেশি প্রাধান্য দিন ।

আমার আজকের পোষ্ট এ পর্যন্তই, ভাল থাকবেন ।

 

পোস্ট লিখেছেন টিউটোহোস্টের জিহাদুর রহমান।

পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 5

domain available ki na..aita kunjagay giye dekhbho?