Internet Download Manager(IDM) ব্যাবহারের মজা আপনি পেয়েছেন কি?!!!!!!

ইন্টারনেট ব্যবহার করেন আর IDM এর কথা জানেন না এমন লোকের সংখ্যা খুবই কম। যারা ব্যবহার করেন তারা তো ভালভাবেই জানেন এর সুবিধা। আর যারা ব্যবহার করেন না তাদের জন্য এর ফিচারগুলো আমি তুলে ধরব। এর আগে IDM নিয়ে অনেকেই লিখেছেন। আমি অবশ্য সব লেখাগুলি পড়িনি। তবে আমার মনে হয় আমার লেখা পড়ার পর যারা IDM ব্যবহার করেন না তারাও ব্যবহার শুরু করবেন।
IDM এর সবচেয়ে বড় দুটি সুবিধাগুলো হল-
১) ভিডিও ফাইল চুরি করা
২) যেকোন ফাইল রিজিউম করা যায়
আর যেকোন ডাউনলোড ম্যানেজার সফ্টওয়্যার এর থেকে বেশিক্ষণ লিংক ধরে রাখে। এখানে লিংক খুব কম হারায়। অন্যান্য ডাউনলোড ম্যানেজারগুলো থেকে যেমন-DAP,Free Download Manager,Orbit Dowloder ইত্যাদি।

১) ধরুন আপনি কোন ভিডিও টিউটোরিয়াল দেখছেন কোন ওয়েবসাইট এ সেটি আপনি ডাউনলোড করতে চাইলেন দেখলেন যে ডাউনলোড দেওয়া নেই। কি করবেন তাই না? চিন্তা নেই আপনার যদি IDM থাকে তাহলে দেখবেন যে অটোমেটিক আপনার ইউআরএল এ ডাউনলোড লিংক এসে গেছে। ব্যাস শুধু ওকে করুন।

২) ধরুন আপনি একটা ফাইল ডাউনলোড করছেন তাতে রিজিউম সাপোর্ট নেই। ফাইলটি ডাউনলোড করতে করতে কোন কারন বশত বন্ধ হয়ে গেল কি করবেন তাই না? যদি IDM থাকে তাহলে সহজেই আপনি রিজিউম করতে পারবেন। আপনি যে ফাইলটি ডাউনলোড দিয়েছিলেন সেই ফাইলটির ডাউনলোড লিংকটি পুনরায় নিয়ে (অর্থাৎ যেখান থেকে ডাউনলোড দিয়েছিলেন) বন্ধ হওয়া ফাইলটির Properties টি গিয়ে Address এ শুধু পেষ্ট করে দিন। তারপর ফাইলটি আবার রিজিউম দিন দেখবেন ফাইলটি আবার ডাউনলোড শুরু হয়ে গেছে।
এবার চলুন IDM এর অন্য ফিচারগুলো নিয়ে আলোচনা করা যাক।

৩) প্রথম দুটি ফিচারতো আগেই বলেছি। তৃতীয়টি হল গ্রাব্যার প্রজেষ্ট। যার মাধ্যমে আপনি একটি ওয়েব সাইটের সমস্ত ফাইল অর্থাৎ ভিডিও,অডিও,টেক্সট ইত্যাদি একটি ক্লিকের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন।
৪) এর পর আছে Scheduler । এর মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট সময়ে আপনার পূর্বের বন্ধ করা ডাউনলোড ফাইল শুরু করতে পারবেন কিংবা নির্দিষ্ট সময়ে তা বন্ধ করতে পারবেন। শুধু তাই না একটি নির্দিষ্ট সময়ে আপনি আপনার কম্পিউটারটাও বন্ধ করে দিতে পারবেন। এই একটি বড় সুবিধা কাজে লাগবে যারা গ্রামীণফোনের পি৩ প্যাকেজ ব্যবহার করেন যাদের সকাল ৮টায় আনলিমিটেড ডাউনলোড বন্ধ হয়ে যায় এবং পি১ চার্জ করে।
৫) আপনি যেকোন নতুন ব্রাউজার এড করলে তা সাথে সাথে IDM এর সাথে কানেকটেক্ট হয়ে যাবে। এবং ইচ্ছা করলে আপনি আপনার ডাউনলোডকৃত ফাইলের লিষ্টটা এডিট করতে পারবেন। অর্থাৎ আপনি কি কি ফাইল অটোমেটিকলি ডাউনলোডন করবেন তার লিষ্ট । এটা করার জন্য আপনাকে অপশন এ গিয়ে ফাইল টাইপস যেতে হবে এবং তার পরে এডিট করুন।

তবে এটি সবচাইতে ভাল কাজ করে মজিলা ফায়ারফক্স এ । কারন মজিলায় IDM এর একটি এডঅন লোড হয়। আর যারা সবসময় ইন্টারনেট ব্যবহার করেন না কিন্তু এমন সব সফ্টওয়্যার আছে যেগুলো নেট থেকে সরাসরি ডাউনলোড হয় কিন্তু ডাউনলোড ফাইল থাকে না। আপনি ওই ফাইলটি ডাউনলোড করার সময় আপনা আপনিই IDM ওটাকে নিয়ে ডাউনলোড করা শুরু করে দেবে। আর কি চান বলুন? তাহলে এখন থেকেই IDM ব্যবহার শুরু করে দিন। IDM এর লেটেষ্ট ভারর্শন হল ৫.১৮বিল্ড৮ ।

লেটেষ্ট ভারর্শন হল ৫.১৮বিল্ড৮ ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন

 

প্রয়জনে Em@il করুন-

[email protected]

&

[email protected]

Level 3

আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

old tune. allready it is posted

ভাই লিংকটা দিছেন হটফাইলের যদি ঠান্ডা কোন ফাইলে দিতেন দেখতাম আরকি।

ভাই, মহা সমস্যায় পড়ি ঐ সময় যখন দেখি আইডিএম ইনস্টল করার পরেও download this video লেখাটা আসে না। তখন খুবই রাগ হয় কম্পিউটারের উপর।
আপনি কি বলবেন ওই অবস্থায় আমি কি করব? ম্যানুয়ালী ডাউনলোড করার সিস্টেম টা কি?

খুব ভাল টিউন।
ধন্যবাদ ফর দিস টিউন।

Level 0

সত্যি অসাধারন। আমি গত দুই মাস যাবত ব্যবহার করছি। ধন্যবাদ আপনাকে।

তবে কোন ফাইলের ১০ আথবা ২০ % নামালে তা এটা দিয়া দেখা যায় ণা। কিন্তু FDM দিয়া হয়।

Level 3

খুব ভালো টিউন।
ধন্যবাদ ।

thax for good post. sabbir vhai ami IDM download korlam kintu. download hoy kintu serial
number bar bar dite koy. jakhon computer chalu kori thokhon serial
num dete hoy.