PD Proxy নিয়া যারা ঝামেলায় আছেন শুধু তাদের জন্য, আমার এ টিউন।

প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি । আমার এ টিউনটি শুধু আমার অভিজ্ঞতা থেকে লিখছি ।তাই হয়ত সবার জন্য কাজ নাও করতে পারে । আর বেশি কথা বাড়াবো না, চলুন সরাসরি টিউনে চলে যাই ।

ইদানিং PD Proxy তে connect হলেও browse করা যাচ্ছে না, বিশেস করে সন্ধ্যার দিকে অথবা পিক আওয়ারে । এতে করে আমরা অনেকেই বিরক্ত, ফ্রী এর যুগ বুজি শেষ । প্রায় হটাত করেই এর একটা সমাধান বের করে ফেললাম ।

>> প্রথমে PD Proxy টা connect করুন, যদি Demo server 1 server full দেখায় তাহলে Demo server 2 ব্যবহার করুন । UDP protocal কাজ না করলে ICMP or TCP protocal ব্যবহার করুন । যে কোন একটা দিয়া অবশ্যই connect হবে । তা না হলে TAP driver টা reinstall করুন, তা না হলে কিছুক্ষন পরে চেষ্টা করুন।

>> এবার আপনার browser option এর Proxy settings এ গিয়ে এই Proxy IP address টি লিখুন 82.145.210.16  আর port: 80 লিখুন। তার পর আপনার browser টা বন্দো করে আবার চালু করুন । বাস হয়ে গেল সমাধান । এবার address bar এ  http://www.google.com
লিখে  Enter দেন Google চলে আসবে।

Firefox এর জন্য :  Menu>>Options>>Advanced>>Network Tab>>click Settings>>Manual IP configaration>>
Then put this IP address and port no.

Chrome :  Menu>>Settings >>show advance settings>> change proxy settings >> Then put this IP address and port no.

 

 


 

>> Download এর জন্য IDM ও এই proxy address যোগ করুন ।IDM Menu>> Downloads>>Options>>Proxy>> Then put this IP address and port no. এভাবে download করলে অবশ্য resume support পাওয়া নাও যেতে পারে ।

 

বিদ্রঃ আপনি যদি PD proxy ব্যবহার না করেন বা যখন অন্য কোন internet পরিশেবা ব্যবহার করবেন তখন proxy গুলা ব্যবহার করবেন না । তখন N0 Proxy ব্যবহার করবেন, যদি না করেন তাহলে আপনার browse or dwonload করতে সমস্যা হতে পারে । শুধু  PD proxy এর সময় এই proxy গুলা use করবেন, আপনি চাইলে অন্য proxy address ও ব্যবহার করতে পারেন । ইন্টারনেট একটু  খুজলেই পেয়ে যাবেন অসংখ্য  active proxy address.

বিদ্রঃ কোন প্রকার ভুল ত্রুটি  হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল ।

Level 0

আমি হাসিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Vai ami pdproxy.com a resister korte parcina please help me …..

    আপনাকে ধন্যবাদ ।আপনি অনন্য কোন ISP যেমন Banglalion or CUBE অথবা যেকোনো, use করে PD proxy তে গিয়া আইডি খুলুন Resister হবে । অবশ্যই valid mail address ব্যবহার করবেন, না হলে resister করতে সমস্যা হয়। অনেক সময় Gmail এর Dot, problem করে যেমন: [email protected] কে valid মেইল মনে করে না । তাহলে আপনি আপনার মেইল কে এইভাবে লিখবেন [email protected] . এই ভাবে লিখলে কাজ করবে আপনার মনে হতে পারে দুইটা মেইল অ্যাড্রেস তো ভিন্ন, আসলে same address, Gmail এ Dot কোন কাজে লাগে না Dot দিলেও যা না দিলেও তা । আশা করি সমস্যার সমাধান হবে। @BD_rabbi:

ধন্যবাদ আপনার টিউনের জন্য। ভাই মজিলার প্রক্সি ও আইডিএম এর প্রক্সি কি আলাদা হবে? আর্থাত মজিলার প্রক্সি = 82.145.210.16 এটা হলে, এখন আইডিএম এর প্রক্সি কি এটিই হবে না আপনি স্কিন শটে যেটা দিয়েছেন (80.239.242.253) এটা হবে।

    আপনাকে ধন্যবাদ । যে কোনো একটা ব্যবহার করলেই হবে, আপনি চাইলে অনন্য proxy server ব্যবহার করতে পারেন । @Reaz Ul Islam :

আচ্ছা ভাই আমার এই প্রশ্নের উত্তর দিবেন বলে মনে করি:
আমি আজ 15/16 দিন pdproxy ব্যবহার করতে পারছি না আমার নিচে দেওয়া ম্যাসেজ আসে। হিসট্রি ডিলেট করে, নতুন করে উইন্ডোজ দিয়ে, নতুন একাউন্ট করে কয়েকটি পিসি তে চেষ্টা করেছি একই ম্যাসেজ আসে। সমস্যাটা কি বুঝতে পারিনা।
Cannot resolve address: The requested name is valid, but no data of the requested type was found.

    Level New

    @ওহাব: GP modem diye use koren r windows 7 ultimate setup den tahole asa kori apnar problm thakbena

      @Parish: হা ভাই, GP modem diye use kori, r windows 7 ultimate ব্যবহার করি।

        Level New

        @ওহাব: tahole to bishal problem. apnar pc te Micosoft .NET Framework install kora na thakle install kore dekhte paren

    @ওহাব: C তে ইনেস্টল করবেন না পেনড্রাইভ থেকে ব্যবহার করুন অথবা অন্য কোন ড্রাইভ থেকে। আর প্যাকেজের ব্যাপারে 2/3 এমবি প্যাকেজ ব্যবহার করুন। আর ব্রাউজারের প্রক্সি দেয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন। আর Cannot resolve address: The requested name is valid, but no data of the requested type was found. থাকলেও কানেক্টড হয়।

Level 0

ami pdproxy premium user but somossa holo download ba browsing korte krte ektu por por disonnect hoya reconncet nei kintu reconnect hoyna and modem pc theke khule abar lagate hoy ei somossar somadhan kew jodi dite paren onek upokrito hobo N:B ami windows 7 user,,,Thnaks.

    আপনাকে ধন্যবাদ আপনার জিজ্ঞাসার জন্য । এইটা Windows এর একটা সমস্যা, Windows নিজে থেকেই কিছুক্ষন পর আপনা আপনি একটা timer message দিয়ে internet বিছিন্ন করে দেয়। মুলত user যখন inactive অবস্থায় থাকে, বিশেস করে dwonload চলাকালে। এটা অবশ্য Windows OS একটা ফিচার যা হয়তো আপনাকে অযথা internet এর খরচের হাত থেকে বাঁচাবে । এইটার সমস্যার সমাধান হল আপনি dwonload দিয়ে PC এর সামনে বসে থাকেন যখন ওই message টা আসবে তখন never disconnect এই চেকবক্স এ টিক দিন। আপনি internet এ সার্চ করুন এর চেয়ে ভাল সমাধান পেয়ে যাবেন। @djjmahbub:

Level 0

vai pd proxy dia to emnei free connect hoi . tahole apnar proxy gulor kaj ki? ektu janaben

    আপনাকে ধন্যবাদ আপনার জিজ্ঞাসার জন্য । প্রথমেই বলেছি ইদানিং GP তে বিশেস করে সন্ধ্যার দিকে অথবা পিক আওয়ারে PD proxy connect হলেও browse করা যাচ্ছে না, তাই এই টিউনটি । এটা অনেকটা Proxy server কে Proxy দেওয়ার মত কাজ করে । আর যদি PD Proxy ওই সময় কাজ করে তাহলে proxy address এর কোন দরকার নেই । @amisawon9:

Kaam jodi kore,apnare biriani khawamu

It worked:):)

    আপনাকে ধন্যবাদ । আবারও ধন্যবাদ, বিরিয়ানির দাওয়াতের জন্য। আপনি ‘Virtual বিরিয়ানির ‘ ব্যবস্থা করতে পারেন।@Sadiq Nayeem:

Level New

Reaz ul islam @vai idm abog browser er proxy eki hote habe ta na hole idm dea download korte parben na.

    আপনাকে ধন্যবাদ । আপনি যেকোনো active proxy server ব্যবহার করলেই কাজ করবে । Browser এবং IDM এর proxy একই হলেও চলবে, না হলেও সমস্যা হবে না । @AMITROY0:

      @Hasib.cse.pstu: ভাই আমি টিটিতে নতুন তো তাই কোন প্রক্সি আমার জানা নেই আমার মেইলে যদি কিছু প্রক্সি দিয়ে দিতেন খুব উপকার হত। [email protected]

tahole vai konta dibo aktu bole dan. proxy ta aktu likhe dan vai. thanks

ভাই আমি ইদানিং Connect দিলে নিচের লেখাটি আসে। বারবার একই সমস্যা দেখা দিচ্ছে, নূতন অ্যাকাউন্টেও একই। আশা করি সাহায্য করবেন।
Sending ICMP Requests…
Authenticating…
Bandwidth limit reached!
Please upgrade your account to premium to continue browsing!
Tunnel sucesfully terminated!
Click the connect button to start again…

    আপনাকে ধন্যবাদ । আপনি নতুন PD proxy dwonload করে নিন, এর পর TAP driver টা reinstall করুন । আপনি demo server 1 এ connect করার চেষ্টা করেন না পারলে demo server 2 দিয়া চেষ্টা করেন আর protocal হিসেবে ICMP or UDP or TCP প্রত্যেকটা দিয়া চেষ্টা করেন কাজ হবে । আর মনে রাখবে একটা আইডি দিয়া ১০০ MB এর বেশি ব্যবহার করা যাবে না । Bandwidth limit reached করলে অনন্য আইডিও ওই দিন কাজ করবে না । তাই ৮০ MB ব্যবহার করে অনন্য আইডি দিয়া login করুন । এর পরও সমস্যার সমাধান না হলে windows setup দেন মুশকিল আহসান হবে । @প্রতু ভূঞাঁ:

VAi Problem ta amaro hoto…Apnar Dea Kaj korchi ..i am succes….
Vai Pd Chara Ki onno kono VPN ache Ja PD theke Besi Speed Dibe

    আপনাকে ধন্যবাদ । আপনি উপকৃত হয়েছেন যেনে ভাল লাগলো । আমি অতি সাধারন, আমার জানা মতে PD proxy ই সবচেয়ে ভাল অনন্য অনেক service আছে মুলত সব্গুলা paid service. এটাই আমাদের মত লোকদের জন্য ভাল । এছাড়া Free ভাল VPN service থাকতে পারে, কিন্তু আমার জানা নাই ।@khanbappyCSE:

Level New

hasib vai thanks. janacilona age.

    আপনাকে অসংখ্য ধন্যবাদ । আমারও খুব একটা বেশি জানা শুনা নাই । @AMITROY0:

many many thanks ………

Level 0

vaia ,, GP sim sara ,,onno kono sim a ki pd proxy bebohar kora jabe??? janle ektu bolen plz

    ভাইয়া, রবিতে চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই, আর অন্য গুলতে চেষ্টাও করি নি ।@vampierboy:

আপনাকে ধন্যবাদ .

Level 2

Thanks Brother, GP IP change korle kivabe abar proxi address ber korbo? Help please.

    Net এ খজা খুজি করলেই আপনি পেয়ে যাবেন, GP IP Change করার সাথে সাথে অনেক active proxy address অনেকেই upload করবে, আপাতত চিন্তার কোন কারন নাই। @Jahirs:

ভাইয়া ধন্যবাদ, আমি demo server 2 এবং বিভিন্ন protocal দিয়েও চেষ্টা করেছি। 40MB এর বেশি ব্যাবহার করতে পারিনি এখনও। ৪ মাস হল ল্যাপটপ কিনলাম।email টা যদি দেন পরে কাজে আসবে। [email protected]
নূতন অ্যাকাউন্ট খোলার ১৫/১৬ ঘণ্টা পর ছাড়া Connect পাই না। আর যদি পাই তাহলে কিছুক্ষণ পর নেটওয়ার্ক ই থকে না। থাকি গ্রামে, GP মডেম ।

    আপনাকে ধন্যবাদ । আপনি demo server 1 ব্যবহার করতে পারেন (বিশেস করে অফ পিক আওয়ারে ) যদি browse করতে পারেন তাহলে আমার দেওয়া proxy গুলা লাগবে না, আর যদি browse করতে না পারেন তাহলে এই proxy গুলা ব্যবহার কতে পারেন । আপনি 40 MB এর বেশি ব্যবহার করতে পারছেন না এটা কি কারনে হচ্ছে সেটা আমার জানা নাই । তবে আপনি GP এর যেকোন প্যাকেজ P1 বাদে অন্য কোনটা নিতে পারেন যেমন 3MB (মেয়াদঃ 7 days 11TK) । এতে করে আপনি ভাল speed পাবেন। আপনি আরও বলেছেন যে আপনি connect করতে পারছেন না এর কারন হল আপনি যেখানে থাকেন সেখনে Network signal stable না, যদি সম্ভব হয় তাহলে আপনি মডেম বাদ দিয়ে মোবাইল সেট ব্যবহার করুন সমস্যার সমাধান হয়ে যাবে । আমার মেইল অ্যাড্রেস [email protected].@প্রতু ভূঞাঁ:

আপনাকে ধন্যবাদ । আপনি demo server 1 ব্যবহার করতে পারেন (বিশেস করে অফ পিক আওয়ারে ) যদি browse করতে পারেন তাহলে আমার দেওয়া proxy গুলা লাগবে না, আর যদি browse করতে না পারেন তাহলে এই proxy গুলা ব্যবহার কতে পারেন । আপনি 40 MB এর বেশি ব্যবহার করতে পারছেন না এটা কি কারনে হচ্ছে সেটা আমার জানা নাই । তবে আপনি GP এর যেকোন প্যাকেজ P1 বাদে অন্য কোনটা নিতে পারেন যেমন 3MB (মেয়াদঃ 7 days 11TK) । এতে করে আপনি ভাল speed পাবেন। আপনি আরও বলেছেন যে আপনি connect করতে পারছেন না এর কারন হল আপনি যেখানে থাকেন সেখনে Network signal stable না, যদি সম্ভব হয় তাহলে আপনি মডেম বাদ দিয়ে মোবাইল সেট ব্যবহার করুন সমস্যার সমাধান হয়ে যাবে । আমার মেইল অ্যাড্রেস [email protected].

PD proxy resseler here

1 mounth voucher code = 300 taka (only)

( must be full speedy and strong servers )
if any one need voucher code just knok me
g talk: [email protected]
YM :[email protected]
skype: tushar_vip
call: +8801918966016

{We accept bkash,bracbank,libertyreserve,and paypal}

পুরাই ফালতু পোষ্ট এটা করার কারনে আমার পিসি সেটাপ দিতে হয়েছে। আমি আমর সমস্যা বিস্তারিত বললাম দেখি আপনি কি সমাধান দেন। আমি আপনার মজিলার স্কিন সট অনুযায়ি প্রক্সি বসিয়েছি এর পর আমি যখনই কোন সাইট এ ডুকতে যাই আমাকে demo.operamini এই ঠিকানায় চলে যায় ও Java plugins missing দেখায় ক্লিক করলে কিছু ক্ষন পর Java চলে যায় কিন্তু কোন পেইজ ওপেন হয় না এর পর আমি আবার মজিলা কে আগের অবস্থায় নিতে চাই আপনার দেয়া প্রক্সি টা তুলি দিয়ে Use System Proxy ক্লিক করি কিন্তু মজিলা এখন আর আগের অবস্থায় ফেরত আসে না অটোমেটিক demo.operamini এই ঠিকানায় নিয়ে যায় ও Java plugins missing দেখায় তাই বাধ্য হয়ে আমার উইনডোস সেটাপ দিতে হয়েছে। এখন বুঝলেন কেন আপনার টিউনকে ফালতু বলছি।

কি ভাবে প্রক্সি তুলে দিয়ে মজিলাকে আবার আগের অবস্থায় নিতে হবে এটা কনে টিউনে বলেননি।

আমার পিসার কনফিগারেশন।

1। ডুয়েল কোর 2.0
2। র‌্যাম 2জিবি।
3। 7 আলটিমেট 32 বিট
4। মজিলা 20.7 বেটা
5। আইডম এ প্রক্সি ট্রাই করিনি। (6.15)

অনেক দুক্ষে কমেন্ট করেছি তাই মনে কিছু করবেন না। প্রক্সি দেবার পর আবার আগের অবস্থা ফেরত আসার নিয়মাটা টিউনে থাকলে আমার আজকের সমস্যাটা হত না।

82.145.210.16 এই প্রক্সিটা বসিয়ে ছিলাম।

    আপনার মন্তবের জন্য আপনাকে ধন্যবাদ । আপনি আমার পোষ্টটা পুরপুরি পরেন নি আমি প্রথমেই যা বলে নিয়েছি তা হল “প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি । আমার এ টিউনটি শুধু আমার অভিজ্ঞতা থেকে লিখছি ।তাই হয়ত সবার জন্য কাজ নাও করতে পারে । ” যারা proxy সম্পরকে জানেন তাদের জন্য এই পোস্ট । আপনি হয়ত proxy server or proxy address কিভাবে কাজ করে সেটা হয়ত জানেন না বলেই আজ এই সমস্যা পহাতে হল, এর জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত । এ ঘটনার জন্য আপনি আমাকে দায়ি করেছেন, আমি আসলে বুজতে পারিনি proxy server or address কি এটা হয়ত কেউ নাও জানতে পারে, আমি মনে করেছি এটা হয়ত সবাই পারবে বা বুজবে। আর যারা proxy address সম্পর্কে বিস্তারিত জানেন তারা হয়ত আমাকে এর জন্য দায়ি করবেন না । রিয়াজ ভাই আপনি আমার দেওয়া proxy ব্যবহার না করে যেকোন active proxy address ব্যবহার করেন PD proxy এর সমস্যার সমাধান হয়ে যাবে । আপনি ইন্টারনেট এ একটু খোঁজাখুজি করেলেই পেয়ে জাবেন । আমি আবারও দুঃখ প্রকাশ করছি, আমি ভাবতেই পারি নি যে আমার টিউনের জন্য কারও windows setup দেওয়া লাগতে পারে ।@Reaz Ul Islam:

gp sim দিয়ে PC suite কানেক্ট করে use করতে পারবো????

    অবশ্যই পারবেন, সাথে কিন্তু আপনাকে PD proxy সফটওয়্যারটা ব্যবহার করতে হবে ।@ডাঃ জিতু:

আপনাকে ধন্যবাদ !!! এত সুন্দর একটি টিউন উত্থাপন করার জন্য……………