আবার এলো পিওরজটিল বাংলা রেডিও প্লেয়ার ২

আবার এলো পিওরজটিল বাংলা রেডিও প্লেয়ার ২। এবার কিছু নতুন ফিচার নিয়ে। এতে মোট এখন ৩৮ টি বাংলা অনলাইন রেডিও আছে।

নতুন ফিচারগুলো হলো এখন আর RJদের সাথে লাইভ চ্যাট করার জন্য ওয়েবপেজ ওপেন করার দরকার নেই। মেনুতেই এই অপশনটা এড করা হয়েছে। Chat With RJ এই শিরোনামে এখানে ক্লিক করে যে রেডিওর আরজে দের সাথে আড্ডা দিবেন সেটাতে ক্লিক করলেই কিছুক্ষনের মধ্যই চ্যাট পেজটি সামনে হাজির হয়ে যাবে।

আর একটি হলো যে কোন লাইভ স্ট্রেমিং লিংক এখন এই প্লেয়ারে শোনা যাবে, এর জন্য Play URL এ ক্লিক করে URL বক্সে উক্ত URL টি লিখে Listen বাটনে ক্লিক করলেই শোনা যাবে।

রেডিও শ্টেশন সমূহ হল:

১. রেডিও গুনগুন

২. রেডিও টুডে (ঢাকা)

৩. রেডিও টুডে (চট্রগ্রাম)

৪. রেডিও ফুর্তি

৫. রেডিও ঢাকা

৬. রেডিও ২ফান

৭. রেডিও মেট্রোবিডি

৮. রেডিও ৭১ (নতুন)

৯. রেডিও হিমছড়ি (নতুন)

১০. ফ্যানটাসটিক বাঙালী (নতুন)

১১. রেডিও বাংলা নেট (নতুন)

১২. পাইওনিওর FM (নতুন)

১৩. রেডিও জোস (নতুন)

১৪. রেডিও টেকভিশন (নতুন)

১৫. অনলাইন গান

১৬. রেডিও ইনফিনিটি

১৭. রেডিও আপন

১৮. রেডিও বিজয়

১৯. রেডিও আড্ডা

২০. রেডিও অনিয়ম

২১. রেডিও প্রতিতী

২২. রেডিও লেমন২৪

২৩. সাউটবিডি

২৪. বাঙলা ওয়েডিও

২৫. অনুভূতি রেডিও

২৬. রেডিও নর্থস্টার

২৭. রেডিও আর্তনাদ

২৮. জাপান রেডিও

২৯. ওয়াসিংটন বাংলা রেডিও

৩০. বিবিসি বাংলা (প্রত্যুষা)

৩১. বিবিসি বাংলা (প্রভাতী)

৩২. রেডিও আমার

৩৩. রেডিও এফএম টিউন

৩৪. রেডিও বাংলা পিওরসাউন্ড

৩৫. বিবিসি বাংলা (প্রবাহ)

৩৬. বিবিসি বাংলা (পরিক্রমা)

৩৭. রেডিও আনমিক্স (নতুন)

৩৮. বাংলাদেশ বেতার লাইভ

প্লেয়ারটি মাত্র ৩৭০ কিলোবাইট। ডাউনলোড করুন এখান থেকে

http://www.purejotil.tk

Level 0

আমি mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ 🙂

ভালা জিনিস বানাইছেন ধন্যবাদ

Level 0

জটিল হইছে।।।।।।।।।।

Level 0

nice

thanks. আগের ভার্সনটাও জটিল ছিল।

দারুন একটি Software এর খোঁজ দিলেন।ধন্যবাদ।