জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার গুলোর পরিসংখ্যান ২০১৩।

টেকটিউনস আমি অনেক দিন ধরেই পড়ি তবে কখন ও টিউন করা হয় না।যায় হোক ভুল হতে পারে .........।

আমার প্রথম টিউন এবং আমার নিজের লেখা।এই পোস্টটি আমার নিজের সাইটে একবার প্রকাশিত হয়েছে।দেখে আস্তে পারেন

যারা ইন্টারনেট ব্যাবহার করেন তারা অবশ্যই কোন না কোন ব্রাউজার ব্যাবহার করেন।এর মধ্যে গুগল ক্রম,ফায়ার ফক্স,ইন্টারনেট এক্সপ্লোরার,সাফারি এবং অপেরা বেশি জনপ্রিয়।আপনি জানেন কি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার কোনটি? আপাতদৃষ্টিতে আপনার মনে হতে পারে ফায়ার ফক্স।কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়/ব্যাবহৃত ব্রাউজার হল গুগল ক্রম।মোট ব্যাবহারকারীর ৪৮.৪ %  গুগল ক্রম ব্যাবহার করেন।দ্বতীয় স্থানে আছে ফায়ার ফক্স যার ব্যাবহারকারীর সংখ্যা ৩১.১ %।
আমরা সকলে হয়ত বিশ্বের ১ নম্বর ওয়েব ডিজাইনের টিউটোরিয়াল সাইট w3schools.com/ এর নাম শুনে থাকব।w3schools.com/এর এলেক্সা ২৩০।তার মানে বুঝতেই পারছেন প্রতিদিন কি পরিমাণ ভিজিট হয় এই সাইটটিতে  এবং ভিজিটরেরা কোন না কোন ব্রাউজার থেকে ভিজিট করে এখানে।তাদের লগ ফাইল অনুসন্ধান করে তারা গত ১০ বছরের একটা পরিসংখ্যান বের করেছে।এখানে ২০১২ এবং ২০১৩ এর জানুয়ারী মাসের পরিসংখ্যান দেওয়া হল।
 

উল্লেখ্য উপরোক্ত পরিসংখ্যান বিশ্বের আসল ব্রাউজার ব্যাবহারকারীর সংখ্যা বহন করে না।কারণ,w3schools.com যারা ভিজিট করেন তারা সাধারণত টেকনলজি বিষয়ের ভিজিটর।এরকম বিভিন্ন ধরনের ভিজিটর আছেন যারা বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যাবহার করতে ভালবাসেন।

প্রতিবন্ধকতা যায় থাকুক আমরা আমাদের ব্যাবহৃত ব্রাউজার সম্পর্কে একটা ধারনা পেলাম।
জানি ভাল লাগে নি।
ধন্যবাদ

Level 0

আমি agro। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি ভাই আগুনশিয়াল নিয়াই ভাল আছি।

Level 2

আগুনশিয়াল বেস্ট। ৩৬০ ডিগ্রী কাস্টোমাইজ করা যায়

Crome is better than any other browser.

Level 0

কেন জানি ম্যাক্সথন ব্রাউজারকে ভালো লাগে…. আর কোন ব্রাউজার ইনষ্টল করতে হয়নি…একাই ৯৯.৯৯। Awesome.

Chrome এর উপরে কোন ব্রাউজার নেই। সবথেকে ফাস্ট। আমি chrome/firefox/opera সবই ইউজ করেছি।
একটা কথা বলে রাখি অধিকাংশ FireFox ইউজাররা FireFox ব্যবহার করে আরেক জনের টা দেখে বা শুনে। যেমনঃ অনেকে Kaspersky ব্যবহার করে, এর নামের জন্য। আমার মতে Eset বেস্ট।
যাইহোক যারা Firefox ব্যবহার করেন তাদের বলবো একটি বার chrome ব্যবহার করতে।
এছারা chrome এর oper/start হওয়ার সময়টাও Firefox এর চেয়ে দ্রুত।

আমি আবার স্রোতের বিপরীত SEA MONKEY ব্যাবহার করি

আমি EXPLAER 10 আর google চরম USE করি .দুইটাই জটিল