এবার পুরো ওয়েবপেজের স্ক্রীনশট নিন খুব সহজে

অনেক সময় ওয়েব পেজ ব্রাউজ করার সময় ব্রাউজারে খোলা পুরো ওয়েবপেজের স্ক্রীনশট নেয়ার প্রয়োজন হয়।

ওয়েবপেজের আকার বড় থাকলে তা স্ক্রল করা ছাড়া মনিটরে দেখার আর কোন উপায় নেই এঅবস্থায় স্ক্রীনশট নেয়া অসম্ভব।

আর সে অসম্ভব কে সম্ভব করা কোন ব্যাপার না। এ জন্য আপনাকে মজিলা ফায়ারফক্স আর ফায়ারফক্সে মাত্র ৭০ কেবির

ছোট্ট একটা আড-অন যোগ করে নিতে হবে। এজন্য প্রথমে এখানে ক্লিককরুন। এরপর অ্যাড-অন যুক্ত যে পেজটি

খুলবে তার ডান পাশে Add to Firefox এ ক্লিক করুন। কমপ্লিট হওয়ার পর ব্রাউজার রিস্টার্ট করতে বলবে।

Restart Firefox এ ক্লিক করুন। ব্রাউজারটি বন্ধ হয়ে আবার চালু হবে। এবার ফায়ারফক্স ব্রাউজার দিয়ে যে ওয়েবপেজের

স্ক্রীনশট নিতে চান তাতে যান>মাউসের ডান বাটন ক্লিক করলে সবার নিচে ScreenGrab নামে একটি অপশন রয়েছে সেটাতে ক্লিক করে ScreenGrab>Save>Complete page/

Frame- এ ক্লিক করুন। যে ফরম্যাটে (PNG বা JPG) সেভ করতে চান তা সিলেক্ট করুন।

ফেসবুকে আমার একটা গ্রুপ আছে আশা করি যোগ দিবেন।

গ্রুপটির নামঃ

IT Solution bd (Click to go)

Level 0

আমি প্রযুক্তিমনা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শুধু আমি ই, মানে আমার তুলনা শুধুই আমি.....................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

pdfit আরও বেশী ভালো

kintu pdfit a save hocche na ki korbo?

google chrome ar jonno kono addons achy ki ?
thank you

আমার ফায়ারফক্স ১৮ তে হচ্ছে না। আচ্ছা ভাই আমি ms word এর পুরু একটি ডকোমেন্টকে কিভাবে ইমেজ বানাতে পারব। sniping tool দিয়ে তো শুধুমাত্র যেটুকু দেখা তার স্ক্রিনশুট নেয়া যায় । কিন্তু আমি চাচ্ছি পুরু ডকোমেন্টের স্ক্রিনশুট নিতে। প্লিজ কেউ বলুন।

    pdf24 ব্যবহার করুন। pdf24 গুগলে সার্চ করুন। পেয়ে যাবেন। যা দিয়ে ms word এর পুরু একটি ডকোমেন্টকে পিডিএফ তৈরি করুন এবং তা ফটোশপ দ্বারা খুলুন এবং সেইভ এজ এ গিয়ে ইমেজ আকারে সেইভ করুন।

ScreenGrab নতুন ভার্সন এ প্রবলেম করে। তবে pdfit টা একটু বেশি ভাল। আমার কম্পিউটার একটু লো কনফিগারেশন। তাই pdf24 ব্যবহার করে প্রিন্ট করলে প্রবলেম করে। তবে pdfit টা দিয়ে পিডিএফ তৈরি করে তাড়াতাড়ি পিডিএফ করা যায়।[প্রিন্টের নিয়ম একই] নিচে লিংক….
https://addons.mozilla.org/en-US/firefox/addon/pdfit/