
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই
ভাল আছেন। আমি ও ভাল আছি। আমি একটা ভুল করে ফেলেছি সেটা হল আমি আমার আগের টিউনে একটা সফটওয়্যার এর লিংক দিয়েছিলাম তাতে একটু ভুল ছিল। সেজন্য আমি ক্ষমা চায়ছি সবার কাছে ।
আপনার ই-মেইল ঠিকানায় অনেক গুরুত্বপূণ ই-মেইল ,তথ্য ইথ্যাদি আছে। কিন্তু কোনো কারনে যদি
আপনার ই-মেইল ঠিকানাটি নষ্ট হয়ে যায় বা চুরি(Hack) হয়ে যায় এবং অনেক চেষ্টা করেও সেটি যদি পুনরুদার করতে না পারেন তখন আফসোস করা ছাড়া কিছু থাকেনা
অথচ, আপনি চাইলে আপনার জিমেইলের মেইলগুলো আপনার computer এ বা অন্য কোনো জিমেইল
ঠিকানায় রাখতে পারেন।
সেজন্য আপনাকে একটা Software Download করতে হবে
ডাউনলোড করার পর ইনসটল করতে হবে ।
এ সফটওয়্যারটি খুলে জিমেইল ঠিকানা, পাসওয়াড, কোথায় সেভ করতে চান, কত তারিখ থেকে কত তারিখ পযন্ত আসা মেইল রাখতে চান, লিখে ব্যাকআপ বাটনে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন ।
জিমেইলে ব্যাকআপ ফাইল তৈরি হয়ে যাবে ।
আবার রিস্টোর করতে চাইলে একই পদতিতে কাজ করতে হবে ।
শুধু রিস্টোর বাটনে ক্লিক করতে হবে ।
সবাইকে ধন্যবাদ কোন ভুল হলে ক্ষমা করবেন ।
সময় পেলে আমার ছোট সাইট থেকে ঘুরে আসতে পারেন । ক্লিক করুন
আমি black14। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
boro vi apner download link gulo jodi somvob hoy mediafire a diten, tahole aro valo hoto,
tobe thanks new jinis dawar jonno , ai ta amr jonno new—-