একই সংযোগ থেকে এখন চলছে ইন্টারনেট আর টেলিফোন ব্যবহার

2009-12-10-18-43-01-094231800-finter

‘আগে যখন টিঅ্যান্ডটির (বর্তমানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড—বিটিসিএল) টেলিফোন সংযোগ দিয়ে ইন্টারনেট ব্যবহার করতাম, তখন কারও সঙ্গে ফোনে আর কথা বলা যেত না।এখন আর এই সমস্যা নেই।ইন্টারনেটে থাকার সময়ও ফোন সংযোগ দিয়ে কথা বলা যাচ্ছে।ইন্টারনেট আর টেলিফোন—দুটিই চলছে একসঙ্গে এ সংযোগে।’ জানালেন চট্টগ্রামের সদরঘাটের মাঈনুদ্দিন।
নগরের হালিশহরের সারোয়াত আমিন বলেছেন, ‘আমি আগে মোবাইল ফোন দিয়ে ইন্টারনেটে যেতাম।বিটিসিএলের ব্রডব্যান্ড সংযোগ পাওয়ায় অনেক সুবিধা হয়েছে। কারণ, এতে আমার বাসার ফোনটি কাজে লাগাতে পারছি। তা ছাড়া ইন্টারনেটের গতিও ভালো।’
সেপ্টেম্বর মাস থেকে চট্টগ্রামে এডিএসএল প্রযুক্তির উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দিচ্ছে বিটিসিএল। বর্তমানে নগরের আগ্রাবাদ ও নন্দনকানন এক্সচেঞ্জের (এক্সচেঞ্জ থেকে পাঁচ কিলোমিটার তার টানার দূরত্বের) গ্রাহকেরা এ সুবিধা পাচ্ছেন। পর্যায়ক্রমে অন্যান্য এক্সচেঞ্জও এর আওতায় আসবে।
এ প্রসঙ্গে বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী (বহিঃসংযোগ) সুমিত চাকমা জানান, ‘বিটিসিএলের তত্ত্বাবধানে এ কাজের কারিগরি সহযোগিতা দিচ্ছে এমএম সিস্টেমস লিমিটেড নামের একটি সংস্থা। নতুন এ প্রযুক্তির ফলে ফোন লাইন আর ব্যস্ত থাকছে না। নিরবচ্ছিন্নভাবে অনলাইনে থাকা যাবে এবং ফোনেও কথাবার্তা চলবে। সবচেয়ে বড় কথা হলো, এতে বাড়তি কোনো তারেরও প্রয়োজন হচ্ছে না। বিটিসিএলের সংযোগ থাকলেই চলবে।
বিটিসিএল এরই মধ্যে ইন্টারনেট সংযোগসহ আনুষঙ্গিক খরচ কমিয়ে এনেছে। সে হিসেবে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের খরচ আগের চেয়ে কমে এসেছে বলে জানান বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী সুমিত চাকমা।
‘আগে প্রিপেইড ও পোস্টপেইড নামের দুটি সংযোগ ছিল। বর্তমানে শুধু পোস্টপেইড সংযোগ চালু রয়েছে। জানিয়েছেন এম এম সিস্টেমস লিমিটেডের কর্মকর্তা সুব্রত বড়ুয়া। এ ক্ষেত্রে নিবন্ধন ফি ৫০০ টাকা এবং সেটআপ চার্জ ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ব্যাপারে http://www.bcube.net.bd ঠিকানার ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে। এ ছাড়া একটি এডিএসএল মডেম কিনতে হবে। এটি বাজার থেকেও কেনা যেতে পারে। এমএম সিস্টেমস লিমিটেড মডেমটি বিক্রি করছে সাড়ে তিন হাজার টাকায়। এমএম সিস্টেমস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল মুতালিব বলেন, ‘আমরা ফি জমা দেওয়ার পর সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে সংযোগ দিয়ে থাকি।’

সুত্র:প্রথম ্আলো

http://www.prothom-alo.com/detail/date/2009-12-11/news/24574

Level 0

আমি ফিরোজ আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Monthly fees কত?

      @ফিরোজ আলম: ভাইয়া আমাকে একটু সাহায্য করবেন প্লিস, আপনার কি BTCL এর নেটের ব্যাপারে কোন আইডিয়া আছে মানে ওদের usernam password এর ব্যাপারে আপনি কি কিছু জানেন প্লিস আমার অনেক দরকার আমাকে একটু হেল্প করুন।

    @ondecent: ভাইয়া আমাকে একটু সাহায্য করবেন প্লিস, আপনার কি BTCL এর নেটের ব্যাপারে কোন আইডিয়া আছে মানে ওদের usernam password এর ব্যাপারে আপনি কি কিছু জানেন প্লিস আমার অনেক দরকার আমাকে একটু হেল্প করুন।

nice

    @digitallover_1991: ভাইয়া আমাকে একটু সাহায্য করবেন প্লিস, আপনার কি BTCL এর নেটের ব্যাপারে কোন আইডিয়া আছে মানে ওদের usernam password এর ব্যাপারে আপনি কি কিছু জানেন প্লিস আমার অনেক দরকার আমাকে একটু হেল্প করুন।