গুগলের সার্ভার ১০ লাখ! ইয়াহুর কর্মী ১৩ হাজার!

উইকিপিডিয়া নিশ্চয়ই সবারকা কাছে খুব পরিচিত। আমিও কমবেশি ঢুকি উইকিপিডিয়ায়। কিন্তু আজ উইকিপিডিয়ায় ঢুকে মাথা রীতিমতো একটা চক্কর তিয়ে উঠলো। অবশ্য চক্কর দেওয়ার কিছু নেই। আমি জানি না বলে হয়তো এমনটা হয়েছে। যাই হোক, আপনারা কি জানেন, যে গুগল মামার সার্ভ‍ার সংখ্যা ১০ লাখ! আর তার ছোট ভাই ইয়াহু মামার কর্মী সংখ্যা ১৩ হাজার? আমি জানতাম না, আজই জানলাম। এই কথা লিখেছেন উইকিপিডিয়ারপ প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস। তিনি তার সাইট উইকিপিডিয়ার বাংলা ভার্সনে লিখেছেন এই কথা। আপনাদের জন্য নিচে তা হুবহু তুলে ধরলাম।

“গুগলের দশ লক্ষের কাছাকাছি সার্ভার থাকতে পারে। ইয়াহুর প্রায় ১৩০০০ জন কর্মচারী আছে। আমাদের আছে ৬৭৯ টি সার্ভার ও ৯৫ জন কর্মচারী।

উইকিপিডিয়া ওয়েবের ৫ম সাইট এবং এটি প্রতি মাসে ৪৫০ মিলিয়ন মানুষকে কয়েক বিলিয়ন পাতা দেখানোর মাধ্যমে সেবা দিয়ে আসছে।

ব্যবসা করা ঠিক আছে। বিজ্ঞাপনও দোষের কিছু না৷ কিন্তু এগুলোর স্থান এখানে উইকিপিডিয়াতে নেই।

উইকিপিডিয়া একটি বিশেষ কিছু। এটি একটি গ্রন্থাগার অথবা সবার জন্য উন্মুক্ত একটি পার্কের মতো। এটি আত্মার উপাসনালয়ের মতো। এটি এমন একটি স্থান যেখানে গিয়ে আমরা চিন্তা করতে, শিখতে বা আমাদের জ্ঞানকে অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারি।

যখন আমি উইকিপিডিয়া প্রতিষ্ঠা করি, তখন আমি এটিকে বিজ্ঞাপনী ব্যানার দিয়ে সাজানো একটি মুনাফাভোগী প্রতিষ্ঠান হিসেবে বানাতে পারতাম, কিন্তু আমি ব্যতিক্রম কিছু করার কথা ভেবেছিলাম। আমরা বিগত বছরগুলো থেকে কঠোর পরিশ্রম করে আসছি এটিকে ঋজু ও দৃঢ় রাখতে। আমরা আমাদের মূল উদ্দেশ্য সম্পূর্ণ করি এবং অবশিষ্ট অন্যের জন্য ছেড়ে দেই।

যারা এটা পড়ছেন তাদের সবাই যদি ৫ ডলার করেও দান করতেন, তাহলে আমাদের বছরে মাত্র একদিন তহবিল সংগ্রহ করলেই হতো। কিন্তু সবাই অনুদান দিতে পারেন না বা দেন না। এবং সেটা ঠিক আছে। প্রতি বছরই পর্যাপ্ত সংখ্যক মানুষ অনুদান দেবার সিদ্ধান্ত নেন।

এবছর তাই অনুগ্রহ করে $৫, €১০, ¥১০০০, বা যতটুকু আপনি পারেন, উইকিপিডিয়াকে রক্ষা করতে ও ধরে রাখতে অনুদান দিন।

ধন্যবাদান্তে,

জিমি ওয়েলস
উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা”

এই লেখাটি যেখানে রয়েছে সেটির লিঙ্কটিও দেখতে পারেন। উইকিপিডিয়ায় আরেকটি মজার জিনিস পেলাম। বাংলাদেশের সকল সংবাদপত্রের লিঙ্ক। এখানে দিলাম। সবগুলোতে ঢোকার অনুরোধ থাকলো।

Level 0

আমি moniazadi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

The Daily Bhorer Kagoj Position: Staff Reporter (From 1st February 2011 to till now) www.BartaBangla.com Position: Editor-in-Chief (From 1st February 2012 to till now) http://www.allmedialink.com/ Position: Editor The Daily Azadi The Daily Azadi is a well-circulated and reputed local daily of Chittagong. It is considered as ‘A-Grade’ newspaper, which has...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধূর টাকা দান করা যায় না। মাস্টার কার্ডের সকল সঠিক ইনফো দিয়া সাবমিটে দিলাম, এইটা দেখায় –

Forbidden

You do not have permission to access this page.

ধন্যবাদ।
সকল সংবাদ পত্রের লিঙ্ক bangla newspaper